IPL 2025: আইপিএলের শুরুটা মোটেই ভালো করে নি মুম্বই ইন্ডিয়ান্স (MI)। প্রথম পাঁচ ম্যাচের মধ্যে হেরেছিলো চারটি। গতবারের মত এবারও অধরা থাকবে প্লে-অফ, অনুমান করেছিলেন সমর্থকেরা। কিন্তু মরসুমের মাঝপথে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছেন হার্দিক পান্ডিয়ারা। এর আগে টানা চারটি ম্যাচ জিতেছিলেন তাঁরা। আজ ঘরের মাঠ ওয়াংখেড়েতে উড়িয়ে দিলেন লক্ষ্ণৌ সুপারজায়ান্টসকে। টসে জিতে প্রথমে মুম্বইকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানায় লক্ষ্ণৌ (LSG)। রিকলটন, সূর্যকুমারদের সৌজন্যে তারা তোলে ২১৫ রান। তাড়া করতে নেমে নড়বড়ে সুপারজায়ান্টস শিবির গুটিয়ে গেলো ১৬১ রানেই। মিচেল মার্শ ও আয়ুষ বাদোনি ছাড়া নূন্যতম প্রতিরোধটুকুও গড়ে তুলতে পারলেন না কেউই। চোট সারিয়ে ফেরার পর চেনা ছন্দে পাওয়া যাচ্ছিলো না জসপ্রীত বুমরাহকে। আজ ৪ উইকেট তুলে নায়ক তিনিই।
Read More: IPL 2025, DC vs RCB TOSS REPORT in BENGALI: টস জিতলো ব্যাঙ্গালুরু, টেবিল টপার হতে দিল্লি দলে এন্ট্রি নিলেন প্রাক্তন ক্যাপ্টেন !!
জোড়া অর্ধশতক সূর্য-রিকলটনের-

গত দু’টি ম্যাচে যথাক্রমে ৭৬ ও ৭০ রান করেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। আজ আকাশছোঁয়া প্রত্যাশা ছিলো তাঁর থেকে। শুরুটা ভালো করেছিলেন হিটম্যান। কিন্তু ৬ বলে ১২ রান করে থামতে হয় তাঁকে। ইনিংসের শুরুতে মহাতারকা সাজঘরে ফিরলেও অবশ্য চাপে পড়ে নি মুম্বই। পাওয়ার-প্লে’তে অনবদ্য খেলেন দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক-ব্যাটার রায়ান রিকলটন। ৩২ বলে ৫৮ রানের চমৎকার ইনিংস খেলেন তিনি। মারেন ৬টি চার ও ৪টি ছক্কা। ২১ বলে ২৯ রান করেন ইংল্যান্ডের অলরাউন্ডার উইল জ্যাকস’ও। ওয়াংখেড়ের বাইশ গজে ঝড় তুললেন সূর্যকুমার যাদব’ও। আজ ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৫৪ করেন তিনি। আইপিএলের আঙিনায় সম্পূর্ণ করেন ৪০০০ রান। ছিনিয়ে নেন কমলা টুপিও। হার্দিক-তিলক’রা রান না পেলেও করবিন বশ (২০) ও নমন ধীরের (২৫*) ঝোড়ো ক্যামিও ২১৫তে পৌঁছে দেয় মুম্বইকে।
ব্যর্থ পন্থ, নড়বড়ে ব্যাটিং লক্ষ্ণৌ’র-

রান তাড়া করতে নেমে শুরুতেই এইডেন মার্করামকে খুইয়েছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। ১১ বলে ৯ রান করে জসপ্রীত বুমরাহ’র শিকার হন দক্ষিণ আফ্রিকার ওপেনার। এরপর তিনে নেমে স্কোরবোর্ডকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় ছিলেন নিকোলাস পুরান। কিন্তু ১৫ বলে ২৭-এর বেশী এগোতে পারেন নি ক্যারিবিয়ান তারকাও। তাঁকে আউট করেন উইল জ্যাকস। একই ওভারে লক্ষ্ণৌ অধিনায়ক ঋষভ পন্থকেও ফেরান ইংল্যান্ডের অলরাউন্ডার। ২৭ কোটির ঋষভের ব্যাটে আজও রানের দেখা পাওয়া গেলো না। ২ বলে ৪ রান করেই ধরা পড়লেন কর্ণ শর্মা’র হাতে। অন্য প্রান্তের ব্যাটাররা যখন পরপর সাজঘরে ফিরছেন তখন উইকেট আগলে রেখে দলকে লড়াইতে টিকিটে রাখার চেষ্টা করছিলেন মিচেল মার্শ। কিন্তু ১২তম ওভারে ভাঙে তাঁর প্রতিরোধ’ও। ২৪ বলে ৩৪ করে বোল্টের শিকার হন তিনি।
অনবদ্য বুমরাহ, জিতলো মুম্বই-

পাঁচ নম্বরে আয়ুষ বাদোনিকে নামিয়েছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। চাপের মুখে ২২ বলে ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৫ রানের ইনিংস খেলেন তিনি। ট্রেন্ট বোল্টের বলে উইল জ্যাকসের হাতে ধরা পড়েন তিনি। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা ডেভিড মিলারকে ২৪ রানের মাথায় আউট করেন জসপ্রীত বুমরাহ। এরপর আব্দুল সামাদ ও আবেশ খানকেও বোল্ড করেন ভারতের সেরা পেস তারকা। ৪ ওভারে মাত্র ২২ রান খরচ করে ৪ উইকেট তুলে নেন তিনি। অভিষেক ম্যাচে উইকেট পেলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার করবিন বশ’ও। রবি বিষ্ণোইকে আউট করেন তিনি। তিন উইকেট পেলেন ট্রেন্ট বোল্ট। খেলা শুরুর আগে মুম্বই ছিলো পাঁচ নম্বরে। ২ পয়েন্ট ছিনিয়ে নিয়ে উঠে এলো দুই নম্বরে। এই মুহূর্তে তাদের ঝুলিতে ১২ পয়েন্ট। বাকি ৪ ম্যাচের মধ্যে দুটি জিতলেই খুলতে পারে প্লে-অফের রাস্তা।