IPL 2025: মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের পাশাপাশি গুজরাত টাইটান্সকে (MI vs GT) লড়তে হলো বৃষ্টির সাথেও। একটা সময় মনে হয়েছিলো প্রকৃতিই দুই পয়েন্ট রীতিমত উপহার দিতে চলেছে মুকেশ আম্বানির দল’কে। কিন্তু শেষমেশ জোড়া প্রতিপক্ষকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে দুই পয়েন্ট ছিনিয়ে নিলেন শুভমান গিলরাই। আজ টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো টাইটান্স (GT) শিবির। সাই কিশোর, প্রসিদ্ধ কৃষ্ণারা ১৫৫ তে আটকে রাখেন মুম্বইকে। রান তাড়া করতে নামা গুজরাত এগোচ্ছিলো লক্ষ্যের দিকে। কিন্তু তাদের পথরোধ করে বৃষ্টি। তাও একবার নয়। দুই বার। মধ্যরাত পেরিয়েও চললো অপেক্ষা। শেষমেশ বৃষ্টিস্নাত ম্যাচে ১৯ ওভারে গুজরাতের জন্য লক্ষ্যমাত্রা কমে দাঁড়ায় ১৪৭। তেওয়াটিয়া-ক্যুৎসিয়ে জুটির সৌজন্যে মাইলস্টোন পেরিয়ে যায় ২০২২-এর চ্যাম্পিয়নরা।
Read More: IPL 2025: বৃষ্টিতে কপাল পুড়লো দিল্লির, লক্ষ্মীলাভ কলকাতার সহজে প্লে অফে করবে কোয়ালিফাই !!
ম্যাচে দেখা গেলো নাটকীয় উত্থানপতন-

রান তাড়া করতে নেমে শুরুতেই ফর্মে থাকা সাই সুদর্শকে (Sai Sudharshan) হারিয়েছিলো গুজরাত টাইটান্স। ৫ বলে ৫ রান করে ট্রেন্ট বোল্টের শিকার হন তিনি। এরপর বেশ কিছুক্ষণ ইনিংসকে টানেন অধিনায়ক শুভমান গিল ও জস বাটলার। দ্রুত গতিতে নয় বরং কঠিন পিচে উইকেট বাঁচিয়ে খেলছিলেন দু’জনেই। জুটিতে ভাঙন ধরান অশ্বিনী কুমার। ১২তম ওভারে বাটলারকে আউট করেন তিনি। ২৭ বলে ৩০ রান করে সাজঘরে ফেরেন ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার। দ্বিতীয় উইকেট হারানোর পরেও ম্যাচের রাশ ছিলো গুজরাতের (GT) হাতেই। চারে নেমে রানের গতি বাড়ান শেরফেন রাদারফোর্ড। ১৪তম ওভারে প্রথমবার যখন বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়েছিলো তখন ডিএলএস পার স্কোর থেকে বেশ খানিকটা এগিয়েই ছিলো গুজরাত। নেপথ্যে রাদারফোর্ডের ঝোড়ো ক্যামিওটিই।
দ্বিতীয় বার খেলা শুরু হওয়ার পর বদলে যায় পরিস্থিতি। পরপর দুই ওভারে শুভমান (৪৬) ও রাদারফোর্ডকে (২৮) ফিরিয়ে দেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও ট্রেন্ট বোল্ট। ভারতীয় পেস নক্ষত্র আউট করেন শাহরুখ খানকেও। ক্রিজে বেশীক্ষণ টেকেন নি রশিদ খান। আফগান তারকার উইকেট তুলে নেন অশ্বিনী কুমার। পরপর উইকেট হারিয়ে বেশ ব্যাকফুটে চলে গিয়েছিলো গুজরাত। এরপর ১৮তম ওভার শেষের পর ওয়াংখেড়েতে শুরু হয় মুষলধারে বৃষ্টি। বাধ্য হয়েই সাজঘরে ফিরতে হয় ক্রিকেটারদের। ম্যাচের পরিস্থিতি ততক্ষণে ঘুরে গিয়েছে ১৮০ ডিগ্রী। ডাকওয়ার্থ ল্যুইস পার স্কোর থেকে ৪ রানে পিছিয়ে গিয়েছে গুজরাত টাইটান্স(GT)। বৃষ্টির বহর দেখে একটা সময় মনে হয়েছিলো যে ম্যাচ হওয়া অসম্ভব। কিন্তু প্রকৃতির বদান্যতা ও মাঠকর্মীদের তৎপরতায় শেষমেশ পুনরায় শুরু হয় খেলা।
তফাত গড়ে দিলো চাহারের ওভার-

দীর্ঘ অপেক্ষার পর যখন থামে বৃষ্টি, তখন জয়ের জন্য গুজরাতের (GT) ১ ওভারে প্রয়োজন ছিলো ১৫ রান। বুমরাহ-বোল্টদের ‘কোটা’ শেষ হয়ে যাওয়ার দরুণ দীপক চাহারের (Deepak Chahar) হাতে বল তুলে দিতে হয় মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে। পাওয়ার-প্লে’তে বোলিং করে অভ্যস্ত দীপক ডেথ ওভারে লেন্থ হাতড়ে বেড়ালেন। তাঁকে প্রথম বলেই লং অফের উপর দিয়ে চার হাঁকান তেওয়াটিয়া (Rahul Tewatia)। দ্বিতীয় বলটিতে ইয়র্কারে নিখুঁত থাকতে পেরেছিলেন দীপক। এক রান হয়। পরের বলে ফের ইয়র্কারের প্রয়াস করেছিলেন ডান হাতি পেসার। রাখতে পারেন নি নিয়ন্ত্রণ। নিজের পুরনো ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে জ্বলে ওঠে ক্যুৎসিয়ের (Gerlad Coetzee) ব্যাট। গুড লেন্থ ডেলিভারি লং অফের উপর দিয়ে গ্যালারিতে আছড়ে ফেলেন তিনি।
পরের বলে আসে আরও এক। চাহার (Deepak Chaha) নো-বল করে বসায় কার্যত স্পষ্ট হয়ে গিয়েছিলো ম্যাচের ভাগ্য। ফ্রি হিটে এক রান নিয়ে দুই দলের রান সমান করেন তেওয়াটিয়া। চাহারের ওভারের পঞ্চম বলে ক্যুৎসিয়ে আউট হলেও জয় পেতে সমস্যা হয় নি গুজরাতের। শেষ বলে এক রান নিয়ে দুই পয়েন্ট নিশ্চিত করেন আর্শাদ খান। আইপিএলে (IPL) একটানা ছয় ম্যাচ জিতে ঝড়ের গতিতে প্লে-অফের দিকে এগোচ্ছিলো মুম্বই ইন্ডিয়ান্স। আজ ঘরের মাঠে জোর ধাক্কা খেলো তারা। ১৪ পয়েন্ট নিয়ে আটকে রইলো চতুর্থ স্থানে। পক্ষান্তরে ৩ উইকেটের ব্যবধানে আজকের জয় শেষ চারের দিকে অনেকখানি এগিয়ে দিলো গুজরাতকে। ১১ ম্যাচে তাদের ঝুলিতে এখন ১৬ পয়েন্ট। বেঙ্গালুরুকে সরিয়ে শীর্ষে উঠে এলেন শুভমানরা।