ipl-2025-mi-vs-dc-toss-report

IPL 2025: ঘরের মাঠ ওয়াংখেড়েতে আজ নামছে মুম্বই ইন্ডিয়ান্স (MI)। প্রতিপক্ষ দিল্লী ক্যাপিটালস (DC)। দুই দলের জন্য আজকের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে ১২ ম্যাচে ১৪ পয়েন্ট রয়েছে মুম্বইয়ের ঝুলিতে। যদি দিল্লীকে হারিয়ে দিতে পারেন হার্দিক পান্ডিয়ারা, তাহলে চতুর্থ দল হিসেবে নিশ্চিত করে ফেলতে পারেন প্লে-অফ। দিল্লীর সামনেও সুযোগ রয়েছে শেষ চারে জায়গা করে নেওয়ার। সেই আশা বাঁচিয়ে রাখতে আজকের ম্যাচে জয় ছাড়া কোনো রাস্তা খোলা নেই কে এল রাহুলদের সামনে। শেষমেশ কোন দিকে গড়ায় ফলাফল তা জানতে মুখিয়ে ক্রিকেটজনতা। হাইভোল্টেজ লড়াইতে মুম্বইয়ের প্রধান বাজি হতে পারেন জসপ্রীত বুমরাহ। প্রতিপক্ষের ব্যাটিং-কে ভাঙার দায়িত্ব থাকবে তাঁর কাঁধে। নজর থাকবে হার্দিক, রোহিতদের দিকেও। মুম্বইয়ের মোকাবিলা করতে দিল্লী আস্থা রাখতে পারে রাহুল, মুস্তাফিজুরদের উপর।

Read More: IND vs ENG: গিল-রাহুলের থেকে শতগুণে যোগ্য এই ক্রিকেটার, গম্ভীরের রাজনীতিতে পাচ্ছেন না সুযোগ !!

IPL 2025 ম্যাচের সময়সূচি-

মুম্বই ইন্ডিয়ান্স (MI) বনাম দিল্লী ক্যাপিটালস (DC)

ম্যাচ নং- ৬৩

তারিখ- ২০/০৫/২০২৫

ভেন্যু- ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই

সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)

Wankhede Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

Wankhede Stadium, Mumbai | Image: Getty Images
Wankhede Stadium, Mumbai | Image: Getty Images

ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লী ক্যাপিটালস (MI vs DC)। সাধারণত মুম্বইয়ের মাঠে ব্যাটিং সহায়ক পিচই চোখে পড়ে। লাল মাটির বাইশ গজে যে বাড়তি বাউন্স থাকে তা ব্যাটারদের বড় শট খেলতে সাহায্য করে। এছাড়া ছোটো বাউন্ডারি ও দ্রুত আউটফিল্ড’ও সহায়ক হয় ব্যাটারদেরই। নিয়মিত বড় রান উঠতে দেখা গিয়েছে ওয়াংখেড়েতে। আজও তেমনটাই আশা করছে ক্রিকেটমহল। পরিসংখ্যান বলছে যে এখনও পর্যন্ত এই মাঠে আয়োজিত ১১২টি আইপিএল (IPL) ম্যাচের মধ্যে প্রথম ব্যাটিং করা দল জয়লাভ করেছে ৫৬টি ম্যাচ। আর বাকি ৬৬টি খেলায় রান তাড়া করতে নামা করেছে বাজিমাত।

Mumbai Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

Mumbai Weather Forecast | Image: Twitter
Mumbai Weather Forecast | Image: Twitter

চলতি আইপিএলে (IPL) একাধিক ম্যাচে থাবা বসিয়েছে বৃষ্টি। আজ মুম্বইতেও রয়েছে বর্ষণের পূর্বাভাস। যা চিন্তা বাড়াচ্ছে ক্রিকেটজনতার। খেলা অন্য কোথাও সরিয়ে দেওয়ার আবেদন করেছিলেন দিল্লী ক্যাপিটালস মালিক পার্থ জিন্দল। কিন্তু সেই অনুরোধ রাখে নি বিসিসিআই। আজ বাণিজ্যনগরীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রী সেলসিয়াস থাকার সম্ভাবনা। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৮ ডিগ্রী সেলসিয়াস। ক্রিকেটারদের অস্বস্তি নিঃসন্দেহে বাড়াবে মুম্বইয়ের বাতাসের ৭৩ শতাংশ আপেক্ষিক আর্দ্রতা। খেলা চলাকালীন ৮ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইতে পারে হাওয়া।

MI vs DC হেড টু হেড পরিসংখ্যান-

MI vs DC | IPL | Image: Getty Images
MI vs DC | IPL | Image: Getty Images
  • মোট ম্যাচ- ৩৬
  • মুম্বইয়ের জয়- ২০
  • দিল্লীর জয়- ১৬
  • শেষ সাক্ষাতে ফলাফল- মুম্বই ১২ রানে জয়ী

টসের পর দুই অধিনায়কের মন্তব্য-

Hardik Pandya, Faf du Plessis | Image: Twitter
Hardik Pandya, Faf du Plessis | Image: Twitter

হার্দিক পান্ডিয়া-

পিচটা দুই দিন ধরে ঢাকা ছিলো।  মাঝেমধ্যেই বৃষ্টি হচ্ছে। আমরাও প্রথমে বোলিং-ই করতাম। কিন্তু ঠিক আছে। এখন থেকে প্রত্যেকটা খেলাই খুব গুরুত্বপূর্ণ। আমরা আমাদের সেরাটা দিতে চাই। ছেলেরা মুখিয়ে রয়েছে। এখনও সেরাটা দেওয়া বাকি রয়েছে আমাদের। মনে হয় না এখনও আমরা একটাও পূর্ণাঙ্গ ম্যাচ দেখতে পেয়েছি। দর্শকেরা দুর্দান্ত। যখনই আমরা ছন্দ হারিয়েছি, তখনই ওনারা আমাদের উৎসাহ যুগিয়েছেন। দলে একটা বদল রয়েছে। মিচ (মিচেল স্যান্টনার) একাদশে ফিরছেন। করবিন (বশ) খেলতে পারছেন না।

ফাফ দু প্লেসি-

অক্ষর গত দুই দিন ধরে ফ্লু’তে আক্রান্ত। ওর দ্রুত সুস্থতা কামনা করছি। গোটা মরসুম জুড়ে ও দুর্দান্ত খেলেছে। আজ নিঃসন্দেহে ওর অভাব অনুভব করবো। কি দারুণ একটা সুযোগ! যদি কোনো দলকে বলা হয় যে মরসুমের শেষ ম্যাচ জিতলে সেরা চারে জায়গা করে নেওয়া যাবে তাহলে কোনো দ্বিধা ছাড়াই তারা সেই সুযোগটা দুই হাতে আঁকড়ে ধরবে। আজ আমরা শক্তিশালী একাদশ মাঠে নামাচ্ছি। আমরা প্রস্তুত। প্রত্যেকটা দিনই একটা করে নতুন সুযোগ। গত ৫-৬টা ম্যাচে আমরা সেরা ক্রিকেটটা খেলতে পারি নি। ওয়াংখেড়ের চেনা পিচ বলে তো মনে হচ্ছে না। একটু শুকনো মনে হচ্ছে। আমরা রান তাড়া করার সিদ্ধান্ত নিচ্ছি। অক্ষর খেলছে না। ও একাই দু’জন খেলোয়াড়-দুর্দান্ত ব্যাটার ও বোলার। ওর আদর্শ বদলি আমাদের হাতে নেই। তাও দেখি কি হয়।

দুই দলের প্রথম একাদশ-

MI vs DC | IPL | Image: Getty Images
MI vs DC | IPL | Image: Getty Images

মুম্বই ইন্ডিয়ান্স-

রায়ান রিকলটন (উইকেটরক্ষক), রোহিত শর্মা, উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, নমন ধীর, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, জসপ্রীত বুমরাহ।

ইমপ্যাক্ট প্লেয়ার- কর্ণ শর্মা, রাজ অঙ্গদ বাওয়া, করবিন বশ,  অশ্বিনী কুমার, সত্যনারায়ণ রাজু।

দিল্লী ক্যাপিটালস-

ফাফ দু প্লেসি (অধিনায়ক),অভিষেক পোড়েল (উইকেটরক্ষক), সমীর রিজভি, ট্রিস্টান স্টাবস, বিপ্রজ নিগম, আশুতোষ শর্মা, মাধব তিওয়ারি, কুলদীপ যাদব, মুস্তাফিজুর রহমান, মুকেশ কুমার।

ইমপ্যাক্ট প্লেয়ার- কে এল রাহুল, সিদিকুল্লাহ্‌ অটল, করুণ নায়ার, ত্রিপুরানা বিজয়, মনবন্ত কুমার।

MI vs DC, টস রিপোর্ট-

টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছে দিল্লী ক্যাপিটালস।

Also Read: IPL 2025: দিল্লীর মাঠে তাণ্ডব সূর্যবংশী-জুরেলদের, চেন্নাইকে হারিয়ে এবারের মত আইপিএলে ইতি টানলো রাজস্থান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *