IPL 2025: ২০১১ সাল থেকে মুম্বই ইন্ডিয়ান্সের হয়েই আইপিএল (IPL) খেলে আসছেন রোহিত শর্মা। ২০১৩ সালে রিকি পন্টিং আচমকা সরে দাঁড়ানোয় মরসুমের মাঝপথেই তিনি পেয়েছিলেন নেতার দায়িত্ব। পরবর্তী এক দশকে পাঁচ বার মুম্বইকে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন রোহিত (Rohit Sharma)। এনে দিয়েছেন সফলতম ফ্র্যাঞ্চাইজির তকমা। কোহলির সাথে যেমন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নাম উচ্চারিত হয় এক নিঃশ্বাসে, তেমনই মুম্বই ইন্ডিয়ান্সের সাথেও জড়িয়ে গিয়েছে রোহিত শর্মা’র নাম। দুই পক্ষের সুখী সংসারে ফাটলের আভাস হঠাৎ’ই মিলেছিলো ২০২৩-এর নভেম্বরে। গুজরাত টাইটান্স থেকে ট্রেডিং উইন্ডো ব্যবহার করে হার্দিককে (Hardik Pandya) দলে ফিরিয়ে আনেন আম্বানিরা। তাঁর হাতে তুলে দেওয়া হয় অধিনায়কত্ব। এরপর দলের পারফর্ম্যান্সে ঘাটতি চোখে পড়েছে, অন্তর্দ্বন্দ্বের খবর সামনে এসেছে। সবকিছুর সাথে পাল্লা দিয়ে বেড়েছে রোহিতের দল ছাড়ার জল্পনা।
Read More: IND vs NZ: সরফরাজের উপর সদয় হচ্ছেন রোহিত, কোহলিকে বাইরে রেখে প্রথম টেস্টে দিচ্ছেন সুযোগ !!
দল ছেড়ে যাচ্ছেন না হিটম্যান-
শত জল্পনার পরেও মুম্বই ইন্ডিয়ান্স (MI) ছেড়ে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিচ্ছেন না রোহিত শর্মা (Rohit Sharma)। গত বছর নেতৃত্ব হারিয়েছেন ঠিকই। কিন্তু দলের প্রতি ভালোবাসা যে কমে নি তার প্রমাণ মিলেছিলো ইডেন গার্ডেন্সে তৎকালীন কেকেআর সহকারী কোচ অভিষেক নায়ারের সাথে একান্ত আলাপচারিতায়। টিভি ক্যামেরায় ধরা পড়েছিলো যে কথোপকথন, সেখান রোহিত’কে বলতে শোনা গিয়েছিলো, “সবকিছুই বদলে যাচ্ছে। সেটা ওনাদের উপর। যেমনই হোক, ওটা আমারই ঘর। ঐ মন্দিরটা আমি নিজে হাতে তৈরি করেছি।” এই আলাপচারিতার ভিডিও প্রকাশ্যে আসার পরেই নেটিজেনরা মনে করেছিলেন যে এখানে ‘ঘর’ ও ‘মন্দির’ বলতে মুম্বই ইন্ডিয়ান্স দলকেই বুঝিয়েছেন রোহিত (Rohit Sharma)। সূত্রের খবর যে টিম ম্যানেজমেন্টের সাথে সম্পর্কের শৈত্য থাকলেও ‘ঘর’ ছেড়ে যাচ্ছেন না তিনি।
আইপিএলের (IPL) রিটেনশনের জন্য পাঁচটি স্লটের কথা ঘোষণা করা হয়েছে বিসিসিআই-এর তরফে। মুম্বই ইন্ডিয়ান্স (MI) ফ্র্যাঞ্চাইজির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে যে সেই পাঁচ স্লটের একটি রোহিতের (Rohit Sharma) জন্য ব্যবহার করতে চাইছেন মুকেশ আম্বানিরা। বোর্ডের তরফে রিটেনশন স্লটের মূল্য’ও প্রকাশ করা হয়েছে। প্রথম তিনটি রিটেনশনের জন্য খরচ করতে হবে ১৮, ১৪ ও ১১ কোটি টাকা। পরের দুটির দাম রাখা হয়েছে যথাক্রমে ১৮ ও ১৪ কোটি। কোন স্লট রোহিতের জন্য ব্যবহৃত হবে তা নিয়ে রয়ে গিয়েছে ধন্ধ। এই মুহূর্তে ৩৭ বছর বয়স রোহিতের (Rohit Sharma)। হয়ত আরও দুই থেকে তিন মরসুম আইপিএলে (IPL) পাওয়া যাবে তাঁকে। সেই কথা মাথায় রেখে ১৮ কোটির স্লট নাও দেওয়া হতে পারে তাঁকে। হিটম্যান পেতে পারেন ১৪ বা ১১ কোটি।
রিটেনশন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পথে মুম্বই-
রোহিত (Rohit Sharma) ছাড়া আর কোন চার ক্রিকেটারকে ধরে রাখবে মুম্বই? কার জন্যই বা ব্যবহার করা হবে আরটিএম বিকল্প? এই নিয়ে চর্চায় আপাতত মাতোয়ারা ক্রিকেটমহল। তারকার ছড়াছড়ি মুম্বই ইন্ডিয়ান্স (MI) স্কোয়াডে। তাঁদের মধ্যে থেকেই তৈরি করতে হবে রিটেনশন তালিকা। ভারতের সেরা ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) রয়েছেন। তাঁকে অবশ্যই ধরে রাখা হবে। গত মরসুমেই দলে ফেরানো হয়েছে হার্দিক পান্ডিয়াকে। দেওয়া হয়েছে নেতার দায়িত্ব। রিটেনশনের দৌড়ে রয়েছেন তিনিও। কলকাতা নাইট রাইডার্স নাকি হাত বাড়িয়েছে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav)জন্য। ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’দের এড়িয়ে দেশের সেরা টি-২০ ব্যাটারকেও ধরে রাখতে চাইবে মুম্বই। এছাড়াও তিলক বর্মা, নেহাল ওয়াধেরা, আকাশ মাধওয়ালের মত প্রতিভাবান ক্রিকেটাররাও রয়েছেন। এঁদের মধ্যে কারও জন্য ব্যবহৃত হতে পারে একটি রিটেনশন স্লট।