ipl-2025-mi-replaces-three-foreigners

IPL 2025: জমে উঠেছে আইপিএল (IPL)। ইতিমধ্যেই প্লে-অফের যোগ্যতা অর্জন করে ফেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস ও গুজরাত টাইটান্স। নক-আউট পর্বে চতুর্থ দল কারা হবে সকলের নজর এখন সেইদিকে। কলকাতা নাইট রাইডার্স ও লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের মত ফ্র্যাঞ্চাইজি ছিটকে গিয়েছে দৌড় থেকে। লড়াইতে এখন কেবল দিল্লী ক্যাপিটালস (DC) ও মুম্বই ইন্ডিয়ান্স (MI)। দুই দলই খেলেছে ১২টি করে ম্যাচ। মুম্বইয়ের ঝুলিতে ১৪ পয়েন্ট। তারা রয়েছে চার নম্বরে। আর ১৩ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে দিল্লী। আগামীকাল সম্মুখসমরে নামতে চলেছে দুই দল। শেষ চারের দৌড়ে টিকে থাকতে হলে জয় ছাড়া রাস্তা খোলা নেই দিল্লীর সামনে। আর মুম্বই যদি ওয়াংখেড়েতে বাজিমাত করতে পারে, সেক্ষেত্রে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করতে পারেন রোহিত শর্মা’রা (Rohit Sharma)।

Read More: “থাপ্পড় দেব তোকে…” ম্যাচ শেষে অভিষেককে একহাত নিলেন বিজয় ধাইয়া, ভিডিও ভাইরাল !!

প্লে-অফে তিন নতুন মুখ MI-তে-

Suryakumar Yadav and Will Jacks | IPL | Image: Getty Images
Suryakumar Yadav and Will Jacks | IPL | Image: Getty Images

ভারত-পাক সীমান্ত সংঘর্ষের কারণে গত ৮ মে থেকে এক সপ্তাহের জন্য স্থগিত হয়ে গিয়েছিলো আইপিএল (IPL)। ১৭ তারিখ থেকে প্রতিযোগিতা ফের শুরু হয়েছে ঠিকই, কিন্তু বদলে গিয়েছে ক্রীড়াসূচি। ২৫ তারিখ ফাইনাল হওয়ার কথা ছিলো টি-২০ টুর্নামেন্টের। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আইপিএল (IPL) চলবে ৩ জুন অবধি। সূচি বদলের ফলে বিপাকে ফ্র্যাঞ্চাইজিগুলি। জাতীয় দলের ম্যাচ থাকায় প্লে-অফ পর্ব শুরু হওয়ার আগেই ভারত ছাড়তে হচ্ছে একঝাঁক বিদেশী তারকাকে। গুজরাত টাইটান্স পাচ্ছে না জস বাটলার, কাগিসো রাবাডাদের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছাড়ছেন জেকব বেথেল, লুঙ্গি এনগিডি। মুম্বই ইন্ডিয়ান্স শিবিরেও ছবিটা একই রকম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একদিনের সিরিজ থাকায় সরে দাঁড়াতে হচ্ছে ইংল্যান্ডের উইল জ্যাকস’কে (Will Jacks)। দেশে ফিরে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার রায়ান রিকলটন ও করবিন বশ’ও (Corbin Bosch)।

আগামী ২৬ তারিখ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে লীগ পর্বের শেষ ম্যাচটি খেলবে মুম্বই ইন্ডিয়ান্স (MI)। তারপরই দেশে ফিরে যাবেন জ্যাকস, রিকলটন (Ryan Rickleton) ও বশ। যদি প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারে মুম্বই, তখন তাদের হয়ে মাঠে দেখা যাবে তিন নতুন বিদেশীকে। জ্যাকসের বদলি হিসেবে ইংল্যান্ডেরই জনি বেয়ারেস্টোকে (Jonny Bairstow) দলে নিয়েছেন আম্বানিরা। তাঁর জন্য খরচ করতে হচ্ছে ৫.২৫ কোটি টাকা। রায়ান রিকলটনের বিকল্প হিসেবে মুম্বই বেছে নিয়েছে ইংল্যান্ডের পেসার রিচার্ড গ্লিসনকে (Richard Gleeson)। এর আগে চেন্নাইয়ের হয়ে আইপিএলে অংশ নিয়েছেন তিনি। গ্লিসন পাবেন ১ কোটি টাকা। করবিন বশের বদলি হিসেবে আসছেন শ্রীলঙ্কার চরিথ আশালঙ্কা (Charith Asalanka)। তিনি পাচ্ছেন ৭৫ লক্ষ টাকা। মুম্বইয়ের জার্সিতে সর্বোচ্চ তিনটি ম্যাচ খেলতে পারবেন বেয়ারেস্টো, গ্লিসন, আশালঙ্কারা।

দেখুন BCCI-এর বিজ্ঞপ্তিটি-

MI-র হয়ে খেলতে প্রস্তুত বেয়ারেস্টো-

Jonny Bairstow | IPL | Image: Getty Images
Jonny Bairstow | IPL | Image: Getty Images

আইপিএলের (IPL) আঙিনায় পরিচিত মুখ জনি বেয়ারেস্টো (Jonny Bairstow)। এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদ ও পাঞ্জাব কিংসের হয়ে ২০১৯ থেকে ২০২৪ অবধি খেলেছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার। ৫০ ম্যাচে ৩৪.৫৪ গড়ে ১৫৮৯ রান’ও রয়েছেন তাঁর। দু’টি শতরান ও ৯টি অর্ধশতক’ও করেছেন। এবার জেড্ডার মেগা নিলামে অবিক্রিত ছিলেন বেয়ারেস্টো। তবে শেষলগ্নে আচমকাই মিলেছে কপালে শিকে ছিঁড়েছে তাঁর। মাঠে নামতে পারবেন কিনা তা পুরোটাই নির্ভর করছে মুম্বইয়ের প্লে-অফের যোগ্যতা অর্জন করার উপর। তবে সুযোগ পেলে তার সদ্ব্যবহার করতে তিনি যে প্রস্তুত তা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তারকা ক্রিকেটার। ইন্সটাগ্রাম স্টোরিতে লিখেছেন, “এটা একটা দুর্দান্ত সুযোগ। মুম্বই ইন্ডিয়ান্সের সাফল্যে অবদান রাখতে আমি উদগ্রীব। মুম্বইয়ের স্পিরিট ও এনার্জি অনুভব করতে মুখিয়ে রয়েছি।”

Also Read: IPL 2025: “গোয়েঙ্কার হাত থেকে রক্ষা নেই…”, প্নে অফের লড়াই থেকে ছিটকে গিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে LSG !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *