IPL 2025: দীর্ঘ বিরতির পর বুধবার মাঠে নামছে মুম্বই ইন্ডিয়ান্স (MI)। ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ দিল্লী ক্যাপিটালস। আইপিএলের প্লে-অফের লড়াইতে মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচ। যদি মুম্বই জেতে তাহলে ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট হবে তাদের। গুজরাত, পাঞ্জাব ও বেঙ্গালুরুর পর চতুর্থ দল হিসেবে নক-আউট পর্বের যোগ্যতা অর্জন করে ফেলবেন হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya)। আর যদি দিল্লী জেতে তাহলে আরও জমে উঠবে শেষ চারের দ্বৈরথ। চতুর্থ দল হিসেবে কারা যাচ্ছে নক-আউটে তা জানতে ২৬ তারিখ পাঞ্জাব কিংসের বিপক্ষে মুম্বইয়ের শেষ লীগ ম্যাচ অবধি অপেক্ষা করতে হবে ক্রিকেটজনতাকে। রোহিত, বুমরাহরা অবশ্য চাইবেন ঘরের মাঠেই কার্যসিদ্ধি করে ফেলতে। শেষ সাত ম্যাচের মধ্যে ছয়টিতে জিতেছে মুম্বই, পক্ষান্তরে দিল্লীর ফর্ম বেশ নড়বড়ে। ফলে আত্মবিশ্বাসী হতেই পারেন ট্রেন্ট বোল্টরা।
লীগ পর্ব মিটলেই দেশে ফিরে যাবেন রায়ান রিকলটন (Ryan Rickleton)। যাওয়ার আগে দল’কে শেষ চারে তুলে যেতে চাইবেন তিনি। বুধবার রোহিত শর্মা’র সাথে মুম্বইয়ের হয়ে ওপেন করবেন প্রোটিয়া উইকেটরকক্ষক-ব্যাটারই। তিনে থাকছেন উইল জ্যাকস। চার নম্বরে দেখা যাবে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)। পাঁচে নামতে পারেন তিলক বর্মা। মিডল অর্ডারের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে ম্যাচে। ছয় ও সাতে দেখা যেতে পারে নমন ধীর ও অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে। আটে থাকছেন করবিন বশ (Corbin Bosch)। রিকলটনের মত তিনিও ২৬-এর পর বিদায় জানাবেন মুম্বই শিবিরকে। তিন ফ্রন্টলাইন পেসারকে বেছে নিতে পারেন কোচ মাহেলা জয়বর্ধনে। থাকছেন বোল্ট, দীপক চাহার ও জসপ্রীত বুমরাহ। বাড়তি পেস বিকল্প-হার্দিক ও বশ। একমাত্র স্পিন বিকল্প হতে পারেন কর্ণ শর্মা।
Read More: IPL 2025: ধোপে টিকলো না CAB-র আপত্তি, ইডেন থেকে আইপিএল ফাইনাল সরিয়েই নিলো BCCI !!
IPL 2025 ম্যাচের সময়সূচি-
মুম্বই ইন্ডিয়ান্স (MI) বনাম দিল্লী ক্যাপিটালস (DC)
ম্যাচ নং- ৬৩
তারিখ- ২০/০৫/২০২৫
ভেন্যু- ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই
সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
Wankhede Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফিরছে আইপিএল (IPL)। মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লী ক্যাপিটালস (MI vs DC)। সাধারণত আরব সাগরের তীরবর্তী এই মাঠের লাল মাটির পিচ কুড়ি-বিশের ফর্ম্যাটে সাহায্য করে ব্যাটারদের। বাড়তি বাউন্স থাকায় বল সহজে ব্যাটে আসে। বড় শট মারতে সুবিধা হয় ব্যাটারদের। এছাড়াও দ্রুত আউটফিল্ড ও ছোট বাউন্ডারিও বড় রান তুলতে সাহায্য করে তাদের। তবে চলতি মরসুমে একাধিক ম্যাচে খানিক মন্থর উইকেটও চোখে পড়েছে। কার্যকরী হয়েছেন স্পিনাররা। কেমন বাইশ গজ বুধবার অপেক্ষা করে রয়েছে দুই শিবিরের জন্য, সেদিকে নজর থাকবে সকলের। পরিসংখ্যান বলছে যে ওয়াংখেড়েতে ইতিপূর্বে আয়োজিত ১২২টি আইপিএল (IPL) ম্যাচের মধ্যে প্রথম ব্যাটিং করে জয়ের সংখ্যা ৫৬। রান তাড়া করে জয় এসেছে ৬৬টি ম্যাচে। আজ টসজয়ী অধিনায়ক প্রথম ফিল্ডিং করতে পারেন।
MI vs DC হেড টু হেড পরিসংখ্যান-

- মোট ম্যাচ- ৩৬
- মুম্বইয়ের জয়- ২০
- দিল্লীর জয়- ১৬
- শেষ সাক্ষাতে ফলাফল- মুম্বই ১২ রানে জয়ী
Key Players (সম্ভাব্য তারকা)-
জসপ্রীত বুমরাহ-
দিল্লীর বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম বাজি হতে পারেন জসপ্রীত বুমরাহ। ক্যাপিটালস শিবিরের টপ-অর্ডার বিশেষ ফর্মে নেই। নড়বড়ে দেখাচ্ছে করুণ নায়ার, ফাফ দু প্লেসি, অভিষেক পোড়েলদের। তাঁদের দ্রুত সাজঘরে ফিরিয়ে মুম্বইকে চালকের আসনে বসাতে পারেন বুমরাহ। ডেথ ওভারেও ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তারকা পেসার। বুধবারের ম্যাচে তফাৎ গড়ে দিতে পারে তাঁর ঘাতক ইয়র্কারগুলি।
সূর্যকুমার যাদব-
ব্যাট হাতে মুম্বইয়ের অন্যতম ভরসা হতে পারেন সূর্যকুমার যাদব। চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। প্রায় প্রত্যেকটি ম্যাচেই বড় রান পেয়েছেন ‘মিস্টার ৩৬০ ডিগ্রী।’ ২০২৪-এর দ্বিতীয়ার্ধ থেকে যে ফর্ম সমস্যা লাগাতার সমস্যায় ফেলছিলো তাঁকে, চলতি আইপিএলে তা কাটিয়ে ইতিমধ্যে জায়গা করে নিয়েছেন কমলা টুপির দৌড়েও। স্টার্ক-বিহীন দিল্লী বোলিং-এর বিপক্ষেও ঝড় তুলতে পারেন তিনি।
হার্দিক পান্ডিয়া-
মুম্বই ইন্ডিয়ান্সের ‘তুরুপের তাস’ হয়ে উঠতে পারেন হার্দিক পান্ডিয়া। গত মরসুমে চূড়ান্ত হতাশ করেছিলেন তিনি। কিন্তু এবার ঘুরে দাঁড়িয়েছেন দারুণ ভাবে। ব্যাট হাতে ফিনিশার-এর ভূমিকায় সাফল্য পেয়েছেন হার্দিক। গুরুত্বপূর্ণ সময় বল হাতেও তুলে নিয়েছেন উইকেট। এবারের আইপিএলে অধিনায়ক হিসেবেও বেশ ক্ষুরধার লেগেছে তারকা অলরাউন্ডারকে। বুধবারের মহাগুরুত্বপূর্ণ ম্যাচেও তাঁর থেকে ভালো পারফর্ম্যান্সের আশায় মুম্বইয়ের সমর্থকেরা।
সম্ভাব্য একাদশ-

ওপেনার- রায়ান রিকলটন, রোহিত শর্মা*
মিডল অর্ডার- উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, নমন ধীর
ফিনিশার- হার্দিক পান্ডিয়া, করবিন বশ
বোলার- ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, জসপ্রীত বুমরাহ, কর্ণ শর্মা*
উইকেটরক্ষক- রায়ান রিকলটন
*ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারেন।
MI-এর সম্ভাব্য একাদশ-

প্রথম ব্যাটিং-এর ক্ষেত্রে-
রায়ান রিকলটন (উইকেটরক্ষক), রোহিত শর্মা, উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, নমন ধীর, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), করবিন বশ, ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, জসপ্রীত বুমরাহ।
প্রথম বোলিং-এর ক্ষেত্রে-
রায়ান রিকলটন (উইকেটরক্ষক), উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, নমন ধীর, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), করবিন বশ, ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, জসপ্রীত বুমরাহ, কর্ণ শর্মা।
ইমপ্যাক্ট প্লেয়ার- রোহিত শর্মা/কর্ণ শর্মা, রাজ অঙ্গদ বাওয়া, রবিন মিঞ্জ, রঘু শর্মা, বেভন জেকবস।