ipl-2025-mi-probable-release-list

IPL 2025: আইপিএল ইতিহাসে সফলতম ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স। ২০১৩ সালে প্রথমবার খেতাবের স্বাদ পেয়েছিলো বাণিজ্যনগরীর দল। এরপর ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে ট্রফি জেতেন রোহিত শর্মা’রা (Rohit Sharma)। নতুন দশকে এসে অবশ্য খানিক ফিকে হয়ে এসেছে মুম্বইয়ের দাপট। গত চার বছর খেতাবহীন তারা। এর মধ্যে দুই বার শেষ করতে হয়েছে পয়েন্ট তালিকায় সবার নীচে। ২০২৫-এর আইপিএলে (IPL) নিজেদের হৃত সিংহাসন পুনরুদ্ধারের আশায় মাঠে নামবে তারা। গত ৩১ জুলাই বিসিসিআই-এর বৈঠকে ৭ বা ৮টি রিটেনশনের জন্য সওয়াল করেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের (MI) কর্ণধার আম্বানিরা। সেই দাবী মানে নি বোর্ড। পাঁচটি রিটেনশন স্লট ব্যবহারের ছাড়পত্র দেওয়া হয়েছে। বোর্ডের নির্দেশ পরবর্তী দলগঠনের সময় মাথায় রাখতে হচ্ছে মুম্বই’কে। ছেড়ে দিতে হচ্ছে পুরনো স্কোয়াডের অন্তত ২০ জন’কে।

Read More: IND vs BAN 1st T20i: অভিষেক হচ্ছে তরুণ পেসারের, বাংলাদেশ বধে সূর্যকুমারের ‘ব্রহ্মাস্ত্র’ হবেন এই ক্রিকেটার !!

পাঁচ জন’কে রিটেন করছে মুম্বই ইন্ডিয়ান্স-

Rohit Sharma and Jasprit Bumrah | IPL | Image: Getty Images
Rohit Sharma and Jasprit Bumrah | Image: Getty Images

গত ২৯ সেপ্টেম্বর আইপিএলের (IPL) রিটেনশন সংক্রান্ত নিয়মাবলী প্রকাশ করেছে বিসিসিআই। জানানো হয়েছে যে পাঁচ জন’কে ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজি। এছাড়াও ফেরানো হয়েছে রাইট টু ম্যাচ বা আরটিএম কার্ড। এই বিকল্প ব্যবহার করে পুরনো স্কোয়াডের কোনো সদস্যের নিলামে প্রাপ্ত সর্বোচ্চ অর্থের সমমূল্য প্রদান করে দলে ফেরাতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি। মুম্বই ইন্ডিয়ান্সের পাঁচ জন ‘রিটেনড’ ক্রিকেটার কারা হতে পারেন তা নিয়ে শুরু হয়েছে চর্চা। বিশেষজ্ঞদের মতে অধিনায়ক হার্দিক পান্ডিয়া, তারকা পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও ব্যাটিং লাইন-আপের মেরুদণ্ড সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) জন্য ব্যবহার করা হতে পারে রিটেনশন স্লট। এছাড়াও ধরে রাখা হতে পারে বহু যুদ্ধের নায়ক রোহিত শর্মা’কে (Rohit Sharma)। পঞ্চম ক্রিকেটার হিসেবে রিটেন হওয়ার দৌড়ে রয়েছেন তিলক বর্মা ও নেহাল ওয়াধেরা।

পাঁচটি রিটেনশন স্লটের জন্য নির্দিষ্ট অর্থমূল্য’ও স্থির করে দিয়েছে বিসিসিআই। প্রথম তিনটি স্লটের ক্ষেত্রে টাকার অঙ্কটা ১৮ কোটি, ১৪ কোটি ও ১১ কোটি টাকা। চতুর্থ ও পঞ্চম স্লটের মূল্য রাখা হয়েছে যথাক্রমে ১৮ ও ১৪ কোটি টাকা। কাকে কত অর্থ দিয়ে ধরে রাখবে মুম্বই ইন্ডিয়ান্স (MI)? বিশেষজ্ঞমহলের চর্চায় জায়গা করে নিয়েছে তাও। অধিনায়ক হার্দিককে (Hardik Pandya) ১৮ কোটির প্রথম বা চতুর্থ রিটেনশন স্লট দেওয়া উচিৎ নয় বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার টম মুডি (Tom Moody)। গত মরসুমে হার্দিকের পারফর্ম্যান্স আহামরি ছিলো না। তার প্রতিফলন রিটেনশনে পড়া উচিৎ বলে মন্তব্য করেছেন তিনি। মুডি জানান, “আমি জসপ্রীত বুমরাহ ও সূর্যকুমার যাদবকে ১৮ কোটিতে রাখবো। হার্দিককে রাখবো ১৪ কোটিতে। ১৮ কোটির ক্রিকেটার হতে গেলে আপনাকে জেনুইন ম্যাচ উইনার হতে হবে।”

সম্ভাব্য রিটেনশন ও RTM তালিকা-

রিটেনশন- জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, তিলক বর্মা/নেহাল ওয়াধেরা, সূর্যকুমার যাদব, রোহিত শর্মা।

RTM- নেহাল ওয়াধেরা/তিলক বর্মা।

দীর্ঘ ‘রিলিজ’ তালিকা মুম্বই ইন্ডিয়ান্সের-

Mumbai Indians | Image: Getty Images
Mumbai Indians | Image: Getty Images

বাকি ফ্র্যাঞ্চাইজিদের মত মুম্বই ইন্ডিয়ান্সকেও (MI) নতুন করে দল সাজানোর লক্ষ্য নিয়ে বসতে হবে নিলামের টেবিলে। সর্বোচ্চ ছয়জন’কে রিটেনশন স্লট ও আরটিএম ব্যবহার করে ধরে রাখতে পারে তারা। তাই বাকিদের ‘রিলিজ’ করে দেওয়া ছাড়া উপায় নেই আম্বানিদের সামনে। এই ‘রিলিজ’ তালিকায় জায়গা হতে পারে ঝাড়খণ্ডের ঈশান কিষণের (Ishan Kishan)। ১৫.২৫ কোটি টাকা দিয়ে গত মেগা নিলামে ঈশানকে দলে নিয়েছিলো মুম্বই। কিন্তু তরুণ উইকেটরক্ষক-ব্যাটারের জন্য আপাতত স্থান সঙ্কুলান করতে পারছে না তারা। একইসাথে ছেড়ে দেওয়া হতে পারে শচীন তেন্ডূলকরের পুত্র অর্জুন তেন্ডুলকরকেও (Arjun Tendulkar)। ২০২১ থেকে মুম্বইয়ের সাথেই রয়েছেন তিনি। বিশেষ সুযোগ যদিও পান নি। তিনিও এবার নাম লেখাতে পারেন নতুন ফ্র্যাঞ্চাইজিতে। দক্ষিণ আফ্রিকার ডিওয়াল্ড ব্রেভিস, ইংল্যান্ডের লুক উড, অস্ট্রেলিয়ার টিম ডেভিডদের’ও ছাড়তে হতে পারে মুম্বই ইন্ডিয়ান্সকে।

এক নজরে সম্ভাব্য রিলিজ তালিকা-

ডিওয়াল্ড ব্রেভিস ✈, ঈশান কিষণ, হার্ভিক দেশাই, টিম ডেভিড ✈, বিষ্ণু বিনোদ, অর্জুন তেন্ডুলকর, মহম্মদ নবি ✈, রোমারিও শেপার্ড ✈, শামস মুলানী, জেরাল্ড ক্যুৎসিয়ে ✈, অংশুল কম্বোজ, নমন ধির, শিবালিক শর্মা, কোয়েনা মাপাখা ✈, কুমার কার্তিকেয়, পীয়ূষ চাওলা, আকাশ মাধওয়াল, লুক উড ✈, দিলশান মাদুশাঙ্কা ✈, শ্রেয়স গোপাল, নুয়ান তুষারা ✈।

*✈-বিদেশী ক্রিকেটার।

Also Read: IPL 2025: “হাতছাড়া করা যাবে না কোনোমূল্যেই…” এই তারকাকে নিয়ে বড়সড় ভবিষ্যদ্বাণী আকাশ চোপড়া’র !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *