ipl-2025-mi-names-puthur-replacement

IPL 2025: অষ্টাদশতম আইপিএলে (IPL) মুম্বই জার্সিতে নজর কেড়েছেন কেরলের তরুণ ভিগনেশ পুথুর (Vignesh Puthur)। গত ২৩ মার্চ চেপকে চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে ফ্র্যাঞ্চাইজি টি-২০তে অভিষেক হয়েছিলো তাঁর। মুম্বই ইন্ডিয়ান্স সেদিন ম্যাচ হারলেও অনবদ্য পারফর্ম করেছিলেন ভিগনেশ। ৩২ রানের বিনিময়ে তুলে নিয়েছিলেন ৩টি উইকেট। এরপর নাইট রাইডার্স, লক্ষ্ণৌ, বেঙ্গালুরু (RCB) ও সানরাইজার্সের (SRH) বিরুদ্ধে আরও চারটি ম্যাচ খেলেছেন তিনি। একমাত্র ‘অরেঞ্জ আর্মি’র বিরুদ্ধে তাঁকে থাকতে হয়েছে উইকেটশূন্য। তাছাড়া প্রত্যেক প্রতিপক্ষের বিরুদ্ধেই সফল তিনি। কড়া নাড়ছে আইপিএলের (IPL) নক-আউট পর্ব। ট্রফির লড়াইতে মুম্বইয়ের অন্যতম অস্ত্র হতে পারতেন ভিগনেশ (Vignesh Puthur)। কিন্তু তাঁর দৌড় থামিয়ে দিলো চোট।

Read More: IPL 2025: ইরফান পাঠানের পর বাদ নভজ্যোত সিং সিধু? ধারাভাষ্যকারের তালিকায় বদল আনছে বিসিসিআই !!

পুথুরের বিকল্প খুঁজে নিলো মুম্বই-

Vignesh Puthur and Raghu Sharma | Image: Twitter
Vignesh Puthur and Raghu Sharma | Image: Twitter

কেরলের ভিগনেশ পুথুর (Vignesh Puthur) এখনও পর্যন্ত একটিও প্রথম শ্রেণির ম্যাচ খেলেন নি। সাদা বলের ক্রিকেটেও মাঠে নামেন নি রাজ্য দলের হয়ে। স্থানীয় একটি টুর্নামেন্টে তাঁকে দেখে পছন্দ হয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স (MI) স্কাউটদের। সেখান থেকেই বছর ২৪-এর তরুণের সামনে খুলে গিয়েছিলো ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্টের দরজা। ভিগনেশ’কে ‘স্কিল ডেভলপমেন্ট’-এর জন্য দক্ষিণ আফ্রিকাও পাঠিয়েছিলেন আম্বানিরা। আইপিএলেও (IPL) শুরুটা বেশ ভালোই হয়েছিলো তাঁর। কিন্তু দীর্ঘায়িত হলো না তাঁর স্বপ্নের দৌড়। চোট পেয়ে মরসুমের মাঝপথেই এবারের মত থামতে হলো তাঁকে। দুই পায়ের শিন বোনে স্ট্রেস রিয়্যাকশনের কারণে আইপিএলের (IPL) বাকি অংশে আর খেলতে পারবেন না ভিগনেশ (Vignesh Puthur), এক বিজ্ঞপ্তিতে গতকাল জানিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি।

চোট পেলেও মুম্বই স্কোয়াডের সাথেই থাকবেন কেরলের স্পিনার। “চিকিৎসক দলের সাথে থেকে রিকভারি ও রিহ্যাবে ফোকাস করবে ভিগনেশ পুথুর,” বিজ্ঞপ্তিতে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজি। আনক্যাপড লেগস্পিনার রঘু শর্মা’কে বদলি হিসেবে বেছে নিয়েছে তারা। ৩২ বর্ষীয় ক্রিকেটার এতদিন মুম্বই শিবিরে ছিলেন নেট বোলার হিসেবে। বেস প্রাইস ৩০ লক্ষের বিনিময়েই মূল স্কোয়াডের সাথে যোগ দিচ্ছেন তিনি। পুথুরের মতই এই প্রথম আইপিএল (IPL) খেলার সুযোগ পাচ্ছেন রঘু’ও (Raghu Sharma)। ঘরোয়া ক্রিকেটে পাঞ্জাব ও পুদুচ্চেরির প্রতিনিধিত্ব করেছেন তিনি। ১১টি প্রথম শ্রেণির ম্যাচে ১৯.৫৯ গড়ে ৫৭ উইকেট রয়েছে তাঁর। ৯টি লিস্ট-এ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট। আর টি-২০তে ৩ ম্যাচে তাঁর সংগ্রহ ৩ উইকেট। মুম্বই শিবিরে রয়েছেন মিচেল স্যান্টনার, কর্ণ শর্মা’রা। তৃতীয় স্পিনার হিসেবে রঘু সুযোগ পান কিনা সেদিকে তাকিয়ে সকলে।

মুম্বই রয়েছে প্লে-অফের দৌড়ে-

Hardik Pandya and Suryakumar Yadav | IPL | Image: Getty Images
Hardik Pandya and Suryakumar Yadav | IPL | Image: Getty Images

গত মরসুমটা খুব খারাপ কেটেছিলো মুম্বই ইন্ডিয়ান্সের (MI)। লীগ তালিকার একদম শেষে ছিলো তারা। এবারও আইপিএলের শুরুটা মোটেই ভালো হয় নি হার্দিক পান্ডিয়াদের। প্রথম পাঁচ ম্যাচের মধ্যে তারা হেরেছিলো চারটি। কিন্তু এরপরেই দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছে পাঁচ বারের চ্যাম্পিয়নরা। শেষ পাঁচ ম্যাচের মধ্যে জিতেছে পাঁচটিই। এই মুহূর্তে ১০ ম্যাচে ১২ পয়েন্ট ও +০.৮৮৯ নেট রান-রেট নিয়ে লীগ তালিকায় তিন নম্বরে রয়েছে মুম্বই। রাজস্থান, গুজরাত, পাঞ্জাব ও দিল্লীর বিরুদ্ধে ম্যাচ বাকি রয়েছে জসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্টদের। চার ম্যাচের মধ্যে অন্তত দু’টি জিতলেই সম্ভাবনা রয়েছে প্লে-অফের টিকিট নিশ্চিত করে ফেলার। মুম্বই ছাড়াও প্লে-অফের দৌড়ে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস, গুজরাত টাইটান্সের মত দল। আপাতত খানিক পিছিয়ে থাকলেও অঙ্কের হিসেবে শেষ চারে পৌঁছতে পারে দিল্লী, লক্ষ্ণৌ, কলকাতাও।

IPL পয়েন্ট টেবিল-

IPL Points Table | Image: Twitter
IPL Points Table | Image: Twitter

Also Read: IPL 2025: “যাক্‌ বাঁচা গেলো…” চোটের কবলে ম্যাক্সওয়েল, ‘ফ্লপ’ তারকা ছিটকে যাওয়ায় ফুরফুরে মেজাজে পাঞ্জাব সমর্থকেরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *