IPL 2025: মুম্বইয়ের উত্থানে ম্যাচ ফিক্সিং-এর গন্ধ পাচ্ছে ক্রিকেটমহল, শোরগোল সোশ্যাল মিডিয়ায় !! 1

IPL 2025: মরসুমের শুরুটা মোটেই ভালো হয় নি মুম্বই ইন্ডিয়ান্সের (MI)। প্রথম পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই হেরেছিলেন হার্দিক পান্ডিয়ারা। হতাশা গ্রাস করেছিলো সমর্থকদের। কিন্তু এরপরেই যেন কোনো জাদুমন্ত্রে ঘুরে দাঁড়ায় পাঁচ বারের চ্যাম্পিয়নরা। টানা ছয়টি ম্যাচ জিতে পৌঁছে যায় ১৪ পয়েন্টে। টুর্নামেন্টের শুরুতে যেখানে মনে হচ্ছিলো যে লীগ তালিকায় শেষের দিকে থাকবে মুম্বই, সেখানে আচমকাই তারা জায়গা করে নেয় প্লে-অফের দৌড়ে। গত ৬ তারিখ বৃষ্টিভেজা ম্যাচে গুজরাতের (GT) বিরুদ্ধে হোঁচট খেতে হয়েছিলো তাদের। স্বপ্নের দৌড় কি শেষমেশ থামলো? দেখা গিয়েছিলো প্রশ্ন। কিন্তু আজ দিল্লী ক্যাপিটালসের (DC) বিরুদ্ধে ব্যর্থতা কাটিয়ে উঠলো মুম্বই। ৫৯ রানের বিরাট ব্যবধানে জিতে বেঙ্গালুরু, গুজরাত ও পাঞ্জাবের পর চতুর্থ দল হিসেবে জায়গা করে নিলো নক-আউটে।

Read More: IPL 2025: ওয়াংখেড়তে মুখ থুবড়ে পড়লো নড়বড়ে দিল্লী, ৫৯ রানে জিতে প্লে-অফে মুম্বই ইন্ডিয়ান্স !!

টসে হেরে প্রথম ব্যাটিং করতে হয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্সকে (MI)। ইনিংসের গোড়াতেই রোহিত, রিকলটনদের হারিয়ে বসেছিলো তারা। বেশী রান পান নি তিনে নামা উইল জ্যাকস’ও। ব্যর্থ তিলক-হার্দিকরাও। কঠিন পরিস্থিতিতে মুম্বইকে ম্যাচে ফেরান সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ৪৩ বলে অপরাজিত ৭৩ করেন তিনি। ৮ বলে ২৪* করেন নমন ধীর’ও। দু’জনে ১৮০ অবধি পৌঁছে দেন দল’কে। অধিনায়ক অক্ষর প্যাটেল’কে ছাড়া আজ মাঠে নেমেছিলো দিল্লী। রান তাড়া করতে নেমে তাঁর অভাব টের পেলো ক্যাপিটালস শিবির। বুমরাহ, স্যান্টনার, বোল্টদের দাপটে ১৮.২ ওভারে মাত্র ১২১ রানেই গুটিয়ে যায় তারা। ২ পয়েন্ট ছিনিয়ে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। গত বছর দশম স্থানে শেষ করেছিলো তারা। এবার প্লে-অফের যোগ্যতা অর্জন করায় স্বাভাবিক কারণেই উচ্ছ্বসিত দলমালিক আম্বানিরা। ইতিমধ্যেই ষষ্ঠ খেতাবের স্বপ্ন দেখতে শুরু করেছেন তাঁরা।

একটা সময় দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্সের (MI)। সেখান থেকে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা, তাতে অস্বাভাবিকতা দেখছেন অনেকেই। গোটা আইপিএল (IPL) জুড়েই বিভিন্ন সময়ে আম্পায়ারদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে মুম্বইয়ের পক্ষে সিদ্ধান্ত দেওয়ার। বিশেষ করে সানরাইজার্সের বিরুদ্ধে ঈশান কিষণের বিরুদ্ধে যেভাবে কোনো রকম আপিল ছাড়াই স্বতঃপ্রণোদিত হয়ে আঙুল তুলে দিয়েছিলেন আম্পায়ার, তা রীতিমত অবাক করেছিলো সকলকে। আজকের ম্যাচেও দেখা মিলেছে একাধিক বিতর্কিত সিদ্ধান্তের। বিপ্রজ নিগমের একটি শট সরাসরি বাউন্ডারি পেরোলেও চারের ইঙ্গিত করেছেন আম্পায়ার। তিনি যে বলটিতে আউট হন সেটিও নাকি ছিলো ব্যাক ফুট নো-বল। প্রশ্ন রয়েছে অভিষেক পোড়েলের আউট নিয়েও। তাঁর পা ক্রিজের ভিতরে থাকা সত্ত্বেও আউট দিয়েছেন আম্পায়ার, অভিযোগ করেছেন নেটনাগরিকেরা।

মুম্বইয়ের পক্ষে আম্পায়ার? তুঙ্গে বিতর্ক-

Also Read: IPL 2025: “মোড় ঘোরালো সূর্য-নমন জুটি…” মুম্বইয়ের স্কোরবোর্ডে ১৮০, জমজমাট যুদ্ধের আভাস পাচ্ছে নেটমাধ্যম !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *