IPL

IPL 2025: পাঞ্জাব জার্সিতে ‘বিগ শো’র প্রত্যাবর্তনটা মোটেই ‘বিগ’ হলো না। এই নিয়ে তৃতীয় দফায় প্রীতি জিন্টার দলের হয়ে মাঠে নামলেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। আইপিএল (IPL) মরসুমের প্রথম ম্যাচে অস্ট্রেলীয় অলরাউন্ডারের সঙ্গী হলো শুধুই ব্যর্থতা। একাদশতম ওভারে সাই কিশোরের শিকার হয়ে আফগান তারকা আজমাতুল্লাহ ওমরজাই সাজঘরে ফেরার পর ব্যাট হাতে নেমেছিলেন ম্যাক্সওয়েল। এক বলের বেশী টিকলেন না ক্রিজে। শুরুতেই রিভার্স স্যুইপ মারার প্রয়াসই দাঁড়ালো কাল হয়ে। তামিলনাড়ুর স্পিনারের ডেলিভারির লাইন সম্পূর্ণ মিস করেছিলেন তিনি। বল তাঁর ব্যাটের নাগাল এড়িয়ে আছড়ে পড়ে থাই প্যাডে। গুজরাত (GT) ক্রিকেটারদের আবেদনে সাড়া দিয়ে আঙুল তুলে দেন আম্পায়ার। আইপিএল (IPL) কেরিয়ারের ১৯তম ‘ডাক’টি লেখা হয় ম্যাক্সওয়েলের নামের পাশে।

Read More: IPL 2025: শুরুতেই ব্যর্থ ঋষভ পান্থ, জলে গেল LSG মালিকদের ২৭ কোটি টাকা !!

ভিডিও রিপ্লে’তে দেখা যায় যে সাই কিশোরের বল স্টাম্পের লাইনে পিচ করলেও তা আদৌ আছড়ে পড়তো না তেকাঠিতে। বরং স্টাম্পের বেশ খানিকটা উপর দিয়ে যেত তা। আম্পায়ার যে ভুল সিদ্ধান্ত দিয়েছেন, তা স্পষ্ট হওয়ার সাথে সাথে ক্ষোভের বিস্ফোরণ দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ম্যাক্সওয়েল’কে (Glenn Maxwell) ভুল আউট দিয়ে আদতে গুজরাত টাইটান্সকে বাড়তি সুবিধা করে দিয়েছেন আম্পায়ার, অভিযোগ তুলে সরব হয়েছেন অনেকে। ‘অন্ধ নাকি? বলের উচ্চতাটুকু বুঝতে না পারলে আম্পায়ারিং করতে হবে না,’ কড়া ভাষায় প্রতিবাদ করেছেন একজন। ‘প্রযুক্তি আসার সাথে সাথে আম্পায়ারিং-এর মান তলানিতে ঠেকেছে,’ লিখেছে অন্য এক নেটিজেন। ‘বারবার ভুল সিদ্ধান্তের শিকার পাঞ্জাবকেই হতে হয়,’ আক্ষেপ চুঁইয়ে পড়েছে অন্য একজনের ট্যুইটে। ‘অন্তত ২০ রান কম হবে এখন,’ অজি তারকার আউটে মন খারাপ এক সমর্থকের।

তোপের মুখে পড়েছেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) নিজেও। তাঁর শট চয়ন নিয়ে সরব হয়েছেন অনেকে। ‘প্রথম বলেই রিভার্স স্যুইপ কে মারতে যায়?’ ট্যুইট করেছেন একজন। ‘নিজের ভুলে উইকেটটা ছুঁড়ে দিয়ে এলো। দায়িত্ব নিয়ে খেলা ওর থেকে আশা করা যায় না,’ হতাশা স্পষ্ট অন্য একজনের লেখায়। অস্ট্রেলীয় অলরাউন্ডার যখন আউট হন, তখন ডিআরএস উপলব্ধ ছিলো পাঞ্জাবের হাতে। কেন তিনি তা চাইলেন না তা নিয়েও প্রশ্ন তুলেছেন সমর্থকদের একাংশ। ‘আর কার জন্য ডিআরএসটা বাঁচিয়ে রাখছিলো?’ লিখেছেন একজন। ‘বল কোথায় লাগছে তা নিজের তো আন্দাজ থাকা উচিৎ,’ মন্তব্য আরেক নেটিজেনের। ‘মাঠ ছাড়ার আগে নন-স্ট্রাইকারের সাথে আলোচনা তো করা উচিৎ ছিলো, তাহলে উইকেট হারাতে হত না,’ আক্ষেপ আর হতাশার সুর অন্য নেটনাগরিকের পোস্টে। ‘খেলার ইচ্ছাই হয়ত ছিলো না,তাই এভাবে মাঠ ছেড়ে গেলো, লিখেছেন অন্য একজন।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025: বিশাখাপত্তনমে উঠলো আশুতোষ শর্মার ঝড়, রুদ্ধশ্বাস ম্যাচে জয় ছিনিয়ে নিলো দিল্লি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *