ipl-2025-many-ex-pbks-players-in-dc

IPL 2025: মরসুমের শুরুটা দুরন্ত গতিতে করেছিলো দিল্লী ক্যাপিটালস (DC)। পরপর চারটি ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গিয়েছিলো তারা। একটা সময় মনে হয়েছিলো যে প্লে-অফ কার্যত নিশ্চিত তাদের। কিন্তু উলটপুরান দেখা যায় এরপরই। একের পর এক ম্যাচ হারতে হারতে দেওয়া পিঠ ঠেকে যায় তাদের। গোদের উপর বিষফোঁড়া হয়ে দেখা দিয়েছিলো বৃষ্টি। ভেস্তে গিয়েছিলো সানরাইজার্সের বিরুদ্ধে দিল্লীর অ্যাওয়ে ম্যাচটি (SRH vs DC)। গতকাল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জিতলে নক-আউটের দৌড়ে খানিক অক্সিজেন পেতে পারত ক্যাপিটালস শিবির। কিন্তু ওয়াংখেড়েতেও কোনোরকম প্রতিরোধই গড়ে তুলতে পারলেন না ফাফ দু প্লেসি, অভিষেক পোড়েলরা (Abishek Porel)। ৫৯ রানের ব্যবধানে হেরে ছিটকেই যেতে হলো দিল্লী ফ্র্যাঞ্চাইজিকে।

Read More: IPL 2025 GT vs LSG Toss Report in Bengali: টসে জিতলো গুজরাত, নিয়মরক্ষার ম্যাচে একঝাঁক পরিবর্তন লক্ষ্ণৌ একাদশে !!

দিল্লী দলে রয়েছেন পাঞ্জাবের প্রাক্তনীরা-

KL Rahul and Axar Patel | IPL | Image: Getty Images
KL Rahul and Axar Patel | IPL | Image: Getty Images

এবারের আইপিএলের (IPL) আগে সম্পূর্ণ স্কোয়াডকে ঢেলে সাজানোর পথে হেঁটেছিলেন দিল্লী ক্যাপিটালস (DC) কর্মকর্তারা। কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয় অস্ট্রেলীয় কিংবদন্তি রিকি পন্টিং-কে (Ricky Ponting)। ডায়রেক্টরের আসন ছাড়তে হয়েছিলো সৌরভ গঙ্গোপাধ্যায়কেও। বদলে কোচিং-এর দায়িত্ব পান হেমাঙ্গ বাদানি, মেন্টর হিসেবে নিয়ে আসা হয় কেভিন পিটারসেনকে। দিল্লীর থিঙ্কট্যাঙ্ক অষ্টাদশতম আইপিএলের জন্য যে সকল তারকাদের দলে সামিল করেছিলো তাদের মধ্যে অনেকেই আবার ছিলেন পাঞ্জাব কিংসের (কিংস ইলেভেন পাঞ্জাব) প্রাক্তনী। ২০১৮ সালে প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজির হয়ে একসাথেই খেলেছিলেন কে এল রাহুল (KL Rahul), করুণ নায়ার, মোহিত শর্মা’রা। এমনকি দিল্লী’র বর্তমান অধিনায়ক অক্ষর প্যাটেলও ছিলেন পাঞ্জাবের সেই দলে।

পুরনো রয়াসয়ন অবশ্য দিল্লীর (DC) হয়ে এই মরসুমে বিশেষ সাফল্য এনে দিতে পারে নি। করুণ (Karun Nair) শুরুটা ভালো করেছিলেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে করেন ৮৯ রান। কিন্তু এরপর আর বড় রান পান নি তিনি। হতাশ করেছেন মোহিত শর্মা (Mohit Sharma)। ৭ ম্যাচ খেলে মাত্র ২ উইকেটই পেয়েছেন তিনি। চেষ্টা করেছিলেন কে এল রাহুল (KL Rahul)। অধিকাংশ ম্যাচে কার্যত একার কাঁধেই ব্যাটিং-কে টেনেছেন তিনি। কিন্তু ১২ ম্যাচে ৫০৪ রান করেও দল’কে প্লে-অফে তুলতে পারলেন না তিনি। বেঙ্গালুরুর বিরুদ্ধে ৯৭* ও গুজরাতের বিপক্ষে ১১২* করেও থাকতে হলো ট্র্যাজিক হিরো হয়েই। ২৬৩ রান করেছেন অক্ষর প্যাটেল (Axar Patel)। এছাড়া নিয়েছেন ৫টি উইকেট। মুম্বইয়ের বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচে অসুস্থতার কারণে তাঁর খেলতে না পারা তফাৎ গড়ে দিয়েছিলো গতকাল।

ক্ষমা চাইলেন পার্থ জিন্দল-

Parth Jindal | Image: Getty Images
Parth Jindal | Image: Getty Images

আইপিএলের (IPL) দ্বিতীয়ার্ধে দিল্লীর মুখ থুবড়ে পড়া কষ্ট দিয়েছে দলমালিক পার্থ জিন্দলকেও (Parth Jindal)। জেএসডব্লু সংস্থার কর্ণধার এক ট্যুইট বার্তায় দলের পারফর্ম্যান্সের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন সমর্থকদের কাছে। গতকাল মুম্বইয়ের বিরুদ্ধে হেরে দিল্লী ছিটকে যাওয়ার পর তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “দিল্লী ক্যাপিটালস সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। আপনাদের মত আমিও বুঝতে পারছি না দ্বিতীয়ার্ধে দলের কি হলো! দুরন্ত গতিতে যেটা শুরু হয়েছিলো, তার শেষটা অত্যন্ত বাজেভাবে হলো। এই যাত্রাপথ থেকে অনেক কিছু ইতিবাচক খুঁজে নেওয়া যেতে পারে। তবে এই মুহূর্তে আগামী ম্যাচটা জিততে হবে, যেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মরসুম শেষ হলে অনেক বিষয়ে আত্মসমীক্ষা করতে হবে।” আগামী আইপিএলে যে ফের রদবদল দেখা যেতে পারে স্কোয়াডে, তার আভাস মিলেছে পার্থের ট্যুইট থেকে।

দেখুন ট্যুইট বার্তাটি-

Also Read: IPL 2025: বিপর্যয়ের পর ভোলবদল নাইট রাইডার্সের, বাড়তি দায়িত্ব পাচ্ছেন অভিষেক নায়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *