ipl-2025-manjrekar-opposes-kohlis-return-as-captain

IPL 2025: দেখতে দেখতে আঠারোতে পা দেওয়ার পথে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL)। বিসিসিআই আয়োজিত ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগের নতুন মরসুম শুরু হতে চলেছে আগামী বছরের মার্চ বা এপ্রিলে। কিন্তু এখন থেকেই শুরু হয়ে গিয়েছে অপেক্ষার পালা। এবারের টুর্নামেন্ট শুরুর আগে থাকছে মেগা অকশন। নিলাম পর্ব শুরুর আগে মাত্র ৬ জন ক্রিকেটারকে ধরে রাখার ছাড়পত্র ফ্র্যাঞ্চাইজিগুলিকে দিয়েছিলো বোর্ড। সেইমত নিজেদের রিটেনশন তালিকা প্রকাশ করেছে তারা। শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), ঋষভ পন্থ, কে এল রাহুলদের (KL Rahul) মত তারকাদের ছেড়ে দিয়েছে তাদের পুরনো দল। নিলামে অংশ নিয়ে নতুন দল খুঁজতে হবে তাদের। বিরাট কোহলির (Virat Kohli) জন্য অবশ্য তেমন কোনো চমক অপেক্ষা করে ছিলো না রিটেনশন তালিকায়। প্রত্যাশামতই তাঁকে রিটেন করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

Read More: “DSP’কে দিয়ে চৌকিদারি করালে যা হয়…” নাইট ওয়াচম্যান হিসাবে ব্যার্থ সিরাজ, সমাজ মাধ্যমে হলেন ট্রোলের শিকার !!

অধিনায়ক হতে পারেন বিরাট কোহলি-

Virat Kohli | IPL | Image: Getty Images
Virat Kohli | Image: Getty Images

সুযোগ ছিলো ছয় তারকাকে ধরে রাখার। কিন্তু সেই পথে হাঁটে নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। বরং মাত্র তিন জন’কে রিটেন করেছে তারা। প্রথম স্লটটি অবশ্যই পেয়েছেন বিরাট কোহলি। বিসিসিআই প্রস্তাবিত ১৮ কোটি নয়, বরং তাঁকে দেওয়া হয়েছে ২১ কোটি টাকা। আইপিএলের (IPL) ইতিহাসে সর্বোচ্চ অর্থ পাওয়া ক্রিকেটারদের তালিকায় আপাতত তিন নম্বরে তিনি। প্রথম দুইয়ে রয়েছেন মিচেল স্টার্ক (২৪.৭৫ কোটি) ও হেনরিখ ক্লাসেন (২৩ কোটি)। বিরাট ছাড়া বেঙ্গালুরুর রিটেনশন তালিকায় জায়গা হয়েছে রজত পতিদার (Rajat Patidar) ও যশ দয়ালের (Yash Dayal)। তাঁদের দু’জনকে যথাক্রমে ১১ কোটি টাকা ও ৫.৫ কোটি টাকার বিনিময়ে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজি। এই তিন তারকা ছাড়াও একমাত্র ক্যামেরন গ্রিন ছিলেন রিটেনশনের দৌড়ে। কিন্তু চোটের কারণে তিনি দীর্ঘসময় থাকবেন মাঠের বাইরে। ফলে তাঁর জন্য অর্থ খরচ করে নি ফ্র্যাঞ্চাইজি।

নিলাম থেকে নতুন করে স্কোয়াড নির্মাণ করতে চাইছে রয়্যাল চ্যালেঞ্জার্স (RCB)। তারা ছেড়ে দিয়েছে গ্লেন ম্যাক্সওয়েল, ফাফ দু প্লেসি’র মত টি-২০ সুপারস্টারদের। একইসাথে সম্পর্ক ছিন্ন করেছে গত সাত মরসুমে ফ্র্যাঞ্চাইজির ‘ঘরের ছেলে’ হয়ে ওঠা মহম্মদ সিরাজের (Mohammed Siraj) সাথেও। দু প্লেসি’র বিদায়ের পর নতুন অধিনায়ক কে হবেন তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে ক্রিকেটমহলে। কেউ কেউ বলছেন যে নিলামে ঋষভ পন্থ বা কে এল রাহুলের মত তারকার পিছনে ছুটতে পারে বেঙ্গালুরু। তাঁদের হাতেই তুলে দেওয়া হতে পারে অধিনায়কত্বের ব্যাটন। কিন্তু অধিকাংশই মনে করছেন যে তিন বছরের বিরতির পর আবার পূর্ণ সময়ের অধিনায়ক হিসেবে দায়িত্ব ফিরে পাচ্ছেন বিরাট কোহলি (Virat Kohli)। ২০২২ আইপিএল (IPL) শুরুর আগে নিজেই পদ ছেড়েছিলেন তিনি। ২০২৫-এ ফের বসতে পারেন সিংহাসনে।

অধিনায়ক কোহলি? সম্মত নন মঞ্জরেকর-

Sanjay Manjrekar | Image: Getty Images
Sanjay Manjrekar | Image: Getty Images

বিরাট কোহলির (Virat Kohli) অধিনায়কত্ব ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের আবহ তৈরি হলেও ভিন্ন মত প্রকাশ করেছেন প্রাক্তনী সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar)। নামের চেয়ে যৌক্তিকতার উপর বেশী জোর দিচ্ছেন তিনি। স্টার স্পোর্টসকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, “আমার সমর্থকদের কাছে একটাই প্রশ্ন, এটা বিরাট কোহলি না হয়ে যদি কেউ হতেন? এক মুহূর্তের জন্য বিরাট কোহলির নামটা মাথা থেকে সরিয়ে দিন এবং শুধু ওনার পারফর্ম্যান্স বিচার করুন। ওনার ব্যাটিং এবং অধিনায়কত্বের পারফর্ম্যান্সের দিকে তাকান। তারপরও কি আপনারা ওঁকে ক্যাপ্টেন হিসেবে চাইবেন? ২০২৪-এর আইপিএলে ওর স্ট্রাইক রেট ১৫০ ছিলো, কিন্তু তার আগে তা ছিলো ১১০-১২০’র আশেপাশে।” অধিনায়কত্বের বোঝা না চাপিয়ে খোলা মনে ব্যাটার বিরাটকে (Virat Kohli) খেলতে দেওয়া হোক, আবেদন রেখেছেন তিনি।

Also Read: IPL 2025: শাহরুখের ফোন কলের মান রাখলেন আন্দ্রে রাসেল, কম টাকায় সাথ দিলেন কেকেআরের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *