ipl-2025-lsg-trolled-after-loss-vs-lsg

IPL 2025: গত মরসুমে হতাশ করেছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। লীগ পর্বের শেষ পর্যায়ে পরপর কয়েকটি ম্যাচ হেরে ছিটকে গিয়েছিলো প্লে-অফের দৌড় থেকে। সেই অন্ধকার কাটিয়ে উঠতে এবার ফ্র্যাঞ্চাইজির খোলনলচেই কার্যত বদলে ফেলেছিলেন দলমালিক সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। ছেঁটে ফেলেছিলেন কে এল রাহুল, মার্কাস স্টয়নিসদের। বদলে বিপুল অর্থ খরচ করেছিলেন ঋষভ পন্থ, মিচেল মার্শদের জন্য। লাভ যে বিশেষ কিছু হয় নি তা স্পষ্ট লীগ তালিকা থেকেই। ২০২৪-এর আইপিএলে (IPL) সাত নম্বরে শেষ করেছিলো নবাবের শহর। আজ ধর্মশালার মাঠে পাঞ্জাব কিংসের (PBKS) বিরুদ্ধে ৩৭ রানের ব্যবধানে হারের পর তারা আটকে রইলো সেই সাত নম্বরেই। ১১ ম্যাচে ঝুলিতে ১০ পয়েন্ট। খুব বড়সড় মিরাক্‌ল না ঘটলে এবারও আর শেষ চারের যোগ্যতা অর্জন করা সম্ভব নয় লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের পক্ষে।

Read More: IPL 2025: “পয়সা ফেরত দিক…” ধর্মশালাতেও হতাশ করলেন ঋষভ পন্থ, তুলোধোনা সমাজমাধ্যমের !!

টসে জিতে আজ প্রতিপক্ষ পাঞ্জাবকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলেন লক্ষ্ণৌ অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। প্রস্তাব কার্যত লুফে নেয় প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি। রীতিমত দক্ষযজ্ঞ চালাতে দেখা যায় তাদের। চলতি আইপিএলে (IPL) এই নিয়ে তৃতীয় অর্ধশতক করলেন ‘কিংস’ ওপেনার প্রভসিমরণ সিং (Prabhsimran Singh)। পেতে পারতেন কেরিয়ারের দ্বিতীয় শতরান’ও। কিন্তু থামতে হয় ৯১ রানে। ৪৫ করেন শ্রেয়স আইয়ার। ৩৩ রানের ক্যামিও খেলেন শশাঙ্ক সিং। নির্ধারিত ২০ ওভারে ২৩৬ রান তোলে পাঞ্জাব। জবাবে ব্যাট করতে নেমে নড়বড়ে লক্ষ্ণৌ (LSG) শুরুতেই হারিয়ে বসেছিলো দুই ওপেনারকে। ভরসা দিতে ব্যর্থ অধিনায়ক ঋষভও। আজ ১৭ বলে ১৮ করে সাজঘরে ফেরেন তিনি। এই নিয়ে ১০ ম্যাচে তাঁর মোট রান দাঁড়ালো ১২৮। ‘কোন যুক্তিতে ২৭ কোটি পাচ্ছে ও?’ প্রশ্ন তুলেছেন সমর্থকেরাই।

লক্ষ্ণৌ ব্যাটিং-এর উজ্জ্বল দিক কেবল আয়ুষ বাদোনি (Ayush Badoni) ও আব্দুল সামাদ (Abdul Samad)। যথাক্রমে ৭৪ ও ৪৫ রান করেন তাঁরা। স্কোরবোর্ডে যোগ করেন ৭১ রান। ‘দুই তরুণের থেকে ব্যাটিং শিখুক ঋষভ,’ উড়ে এসেছে কটাক্ষ। ‘তারকাদের পিছনে পয়সা খরচ করে কি হবে? যখন প্রত্যেক ম্যাচে সেই জঘন্য পারফর্ম্যান্সই করবে ওরা?’ মন্তব্য করেছেন আরেকজন। লক্ষ্ণৌর পারফর্ম্যান্সে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনদের একাংশ। লিখেছেন, ‘টুর্নামেন্টের সবচেয়ে বিরক্তিকর দল। কোনো ধারাবাহিকতাই নেই।’ বিগত তিন বছর সুপারজায়ান্টস শিবিরের অধিনায়ক ছিলেন কে এল রাহুল। তাঁর সাথে ফ্র্যাঞ্চাইজির বিচ্ছেদ যেভাবে হয়েছিলো তা এখনও যন্ত্রণা দেয় অনেককে। ‘হীরে খুঁজতে গিয়ে কয়লা নিয়ে এসেছেন গোয়েঙ্কা,’ দলমালিককে উদ্দেশ্য করে তাই লিখতেই দ্বিধা করেন নি অনেকে।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025 Points Table: রাজস্থানকে হারিয়ে পয়েন্ট তালিকায় এগোলেন রাহানেরা, প্লে-অফ’ই পাখির চোখ নাইট রাইডার্সের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *