ipl-2025-lsg-probable-xi-vs-pbks

IPL 2025: বিশাখাপত্তনমের মাঠে দিল্লীকে বাগে পেয়েও ম্যাচ জিততে পারে নি লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। পরাজয় দিয়েই শুরু করতে হয়েছিলো আইপিএল (IPL) অভিযান। যদিও সেই ব্যর্থতা দীর্ঘস্থায়ী হয় নি। উপ্পলে হায়দ্রাবাদের বিরুদ্ধে জয়ের পেয়েছেন ঋষভ পন্থ’রা। ঘরের মাঠ একানা স্টেডিয়ামে সাফল্যের ধারাবাহিকতাই ধরে রাখতে মুখিয়ে রয়েছেন তাঁরা। বিগত ম্যাচ দু’টির মতই মঙ্গলবার পাঞ্জাবের বিপক্ষেও সুপারজায়ান্টস জার্সিতে ওপেন করতে মাঠে নামবেন এইডেন মার্করাম (Aiden Markram) ও মিচেল মার্শ। অস্ট্রেলীয় অলরাউন্ডার পরপর দুটি অর্ধশতক করলেও রান পান নি প্রোটিয়া তারকা। মার্করাম ফর্মে ফিরুন, চাইবেন টিম ম্যানেজমেন্ট। তিনে দেখা যাবে নিকোলাস পুরানকে (Nicholas Pooran)। এই মুহূর্তে লক্ষ্ণৌ ব্যাটিং-এর হৃদপিণ্ড তিনিই। ক্যারিবিয়ান তারকার থেকে ফের একটা ধুন্ধুমার ইনিংসের প্রত্যাশা থাকবে সমর্থকদের।

২৭ কোটিতে এই মরসুমে দিল্লী ছেড়ে লক্ষ্ণৌতে যোগ দিয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। পেয়েছেন অধিনায়কত্ব। প্রথম দুই ম্যাচে যদিও সেই প্রাইস ট্যাগের প্রতি সুবিচার করতে পারেন নি তিনি। করেছেন যথাক্রমে ০ ও ১৫ রান। পাঞ্জাবের বিরুদ্ধে বড় পরীক্ষা তাঁর সামনে। চারে ব্যাটিং করবেন তিনি। পাঁচে থাকবেন ডেভিড মিলার (David Miller)। ছয় নম্বরে আয়ূষ বাদোনির বদলে দেখা যেতে পারে আব্দুল সামাদকে। একানার ঘূর্ণি পিচকে মাথায় রেখে খেলানো হতে পারে বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদকে (Shahbaz Ahmed)। লোয়ার অর্ডারে ব্যাটিং-এর পাশাপাশি বড় ভূমিকা নিতে পারে তাঁর বাম হাতি অফস্পিন’ও। রবি বিষ্ণোই থাকছেন একাদশে। বোলিং-এর সময় নামানো হতে পারে দিগভেশ রাঠী’কে। ছন্দে রয়েছেন শার্দুল ঠাকুর। তাঁর দিকে নজর থাকবে মঙ্গলবার। পেস বিভাগে শার্দুলের সঙ্গী হতে পারেন আবেশ খান ও প্রিন্স যাদব।

Read More: IPL 2025: স্টার্ককে ছেঁটে মস্ত ভুল করেছে কলকাতা, খেসারত দিতে হচ্ছে ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের’ !!

IPL 2025 ম্যাচের সময়সূচি-

লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) বনাম পাঞ্জাব কিংস (PBKS)

ম্যাচ নং- ১৩

তারিখ- ০১/০৪/২০২৫

ভেন্যু- ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা স্টেডিয়াম, লক্ষ্ণৌ

সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)

BRSAVB Ekana Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

BRSAVB Ekana Stadium | Image: Twitter
BRSAVB Ekana Stadium | Image: Twitter

মঙ্গলবার সম্মুখসমরে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস ও পাঞ্জাব কিংস (LSG vs PBKS)। আইপিএলের (IPL) আসরে সাধারণত ব্যাটিং বান্ধব পিচ দেখেই অভ্যস্ত ক্রিকেটজনতা। কিন্তু খানিক ব্যতিক্রম নবাবের শহরের একানা স্টেডিয়াম। এখানে পিচ সাধারণত চটচটে বা আঠালো মাটি দ্বারা নির্মিত হওয়ায় বল পড়ে খানিক থমকে ব্যাটে আসে। কার্যকরী হয় স্পিন ও স্লোয়ার ডেলিভারিগুলি। হায়দ্রাবাদ বা বেঙ্গালুরুর মত প্রায়শই ২০০ রান উঠতে দেখা যায় না লক্ষ্ণৌতে। সাধারণত ১৬০-১৭০ এর মধ্যেই ঘোরাফেরা করে স্কোর। প্রথম ইনিংসের তুলনায় দ্বিতীয় ইনিংসে ব্যাটিং সাধারণত কঠিন হয় এখানে। এখনও অবধি লক্ষ্ণৌর মাঠে ১৪টি আইপিএল ম্যাচ খেলা হয়েছে। এর মধ্যে প্রথম ব্যাটিং করে জয়ের সংখ্যা ৭। রান তাড়া করে জয়ের সংখ্যা ৬। একটি ম্যাচ থেকেছে অমীমাংসিত। টসজয়ী অধিনায়ক পরিস্থিতি ও পরিসংখ্যান মাথায় রেখে প্রথম ব্যাটিং করতে পারেন।

LSG vs PBKS হেড টু হেড পরিসংখ্যান-

LSG vs PBKS | IPL | Image: Getty Images
LSG vs PBKS | Image: Getty Images
  • মোট ম্যাচ সংখ্যা- ০৪
  • লক্ষ্ণৌর জয়- ০৩
  • পাঞ্জাবের জয়- ০১
  • শেষ সাক্ষাতে ফলাফল- লক্ষ্ণৌ ২১ রানে জয়ী

Key Palyers (সম্ভাব্য তারকা)-

নিকোলাস পুরান-

লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের জার্সিতে মরসুমের প্রথম দু’টি ম্যাচে দুর্দান্ত পারফর্ম্যান্স করেছেন নিকোলাস পুরান (Nicholas Pooran)। দিল্লী’র বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে এসেছে ৭৫ রান। হায়দ্রাবাদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও ৭০ করেছেন তিনি। ঘরের মাঠ একানা স্টেডিয়ামেও তাঁর থেকে ঝোড়ো ইনিংসের প্রত্যাশা রাখছেন সমর্থকেরা।

রবি বিষ্ণোই-

একানা স্টেডিয়ামের স্পিন সহায়ক বাইশ গজে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের তুরুপের তাস হয়ে উঠতে পারেন লেগস্পিনার রবি বিষ্ণোই (Ravi Bishnoi)। প্রতিপক্ষ শিবিরে রয়েছেন স্টয়নিস, ম্যাক্সওয়েলের মত অস্ট্রেলীয় তারকা। স্পিনের বিরুদ্ধে তাদের দুর্বলতা কাজে লাগাতে পারেন ভারতীয় তরুণ। মাঝের ওভারগুলিতে তাঁর উপরেই ভার থাকবে প্রতিপক্ষের রানের গতি রোধ করার।

শার্দুল ঠাকুর-

২০২৫ আইপিএলে (IPL) ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ নিয়েছেন শার্দুল ঠাকুর (Shardul Thakur)। জেড্ডার মেগা নিলামে দল পান নি তিনি। লক্ষ্ণৌর তরফ থেকে ডাক এসেছে মহসীন খানের বিকল্প হিসেবে। হঠাৎ আসা সুযোগ দুই হাতে গ্রহণ করেছেন তিনি। দুই ম্যাচে তাঁর ঝুলিতে আপাতত ৭ উইকেট। একানার মন্থর পিচে শার্দুলের মিডিয়াম পেস ও ভ্যারিয়েশনগুলি কার্যকরী হতে পারে। চাপে ফেলতে পারে পাঞ্জাব কিংসকে।

সম্ভাব্য একাদশ-

Lucknow Supergiants | IPL | Image: Getty Images
Lucknow Supergiants | IPL | Image: Getty Images

ওপেনার- এইডেন মার্করাম ✈️, মিচেল মার্শ* ✈️

মিডল অর্ডার- নিকোলাস পুরান ✈️, ঋষভ পন্থ, ডেভিড মিলার ✈️

ফিনিশার- আবদুল সামাদ, শাহবাজ আহমেদ

বোলার- শার্দুল ঠাকুর, আবেশ খান, প্রিন্স যাদব, রবি বিষ্ণোই, দিগভেশ রাঠী*

উইকেটরক্ষক- ঋষভ পন্থ

*-ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারেন।

এক নজরে LSG-এর সম্ভাব্য একাদশ-

প্রথম ব্যাটিং-এর ক্ষেত্রে-

এইডেন মার্করাম ✈️, মিচেল মার্শ ✈️, নিকোলাস পুরান ✈️, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডেভিড মিলার ✈️, আবদুল সামাদ, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, আবেশ খান, প্রিন্স যাদব, রবি বিষ্ণোই।

প্রথম বোলিং-এর ক্ষেত্রে-

এইডেন মার্করাম ✈️, নিকোলাস পুরান ✈️, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডেভিড মিলার ✈️, আবদুল সামাদ, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, আবেশ খান, প্রিন্স যাদব, রবি বিষ্ণোই, দিগভেশ রাঠী ।

ইমপ্যাক্ট প্লেয়ার- মিচেল মার্শ ✈️/দিগভেশ রাঠী, আকাশ মহারাজ সিং, আয়ুষ বাদোনি, হিম্মত সিং, মণিমরণ সিদ্ধার্থ।

Also Read: IPL 2025: মুম্বইয়ের বিরুদ্ধে একাদশে নেই রিঙ্কু সিং, কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে নাইট রাইডার্স !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *