IPL 2025: সতেরো বছরের চেষ্টাতেও আইপিএল (IPL) জয়ের সৌভাগ্য হয় নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB)। চার বার তারা খেলেছে ফাইনাল। কিন্তু প্রত্যেকবারই ব্যর্থতার শিকার হয়ে মাঠ ছাড়তে হয়েছে ফ্র্যাঞ্চাইজিকে। ২০২৪ সালে শুরুতে পিছিয়ে পড়েও যে গতিতে কামব্যাক করেছিলো তারা, মনে হয়েছিলো যে ইতিহাস লিখতে চলেছেন কোহলিরা (Virat Kohli)। কিন্তু বাস্তবে তা হয় নি। এলিমিনেটরে হেরে ছিটকে যেতে হয়েছিলো। ব্যর্থতার ধারাবাহিক চিত্রে বদল আসুক ২০২৫-এ,চায় টিম ম্যানেজমেন্ট। সেই লক্ষ্যেই প্রায় নতুন উদ্যমে দল গড়েছেন তাঁরা। পুরনো স্কোয়াড থেকে রাখা হয়েছে কেবল তিন জন’কে। ১১৯.৫০ কোটি টাকায় নির্মিত বেঙ্গালুরু (RCB) স্কোয়াডকে খেতাব জয়ের দাবীদার মনে করছেন অনেকেই। অধিনায়ক কে হন, নজর এখন সেদিকেই।
Read More: আত্মসম্মান বাঁচিয়ে সরে যাচ্ছেন গৌতম গম্ভীর, কোচের পদ থেকে দিচ্ছেন ইস্তফা !!
ক্রুণাল পাণ্ডিয়া হচ্ছেন অধিনায়ক-
ফাফ দু প্লেসি’কে (Faf du Plessis) ‘রিলিজ’ করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB), যবে থেকে এই খবর সামনে এসেছে, তবে থেকেই নতুন অধিনায়ক কে হচ্ছেন সেই প্রশ্ন ভীড় করেছে ক্রিকেটজনতার মনে। অনেকেই মনে করেছিলেন যে ‘রিটেন’ হওয়া রজত পতিদারকে (Rajat Patidar) করা হতে পারে নেতা। পরে শোনা যায় যে বিরাট কোহলির (Virat Kohli) নাম। ২০১৩ থেকে ২০২১ অবধি দলের দায়িত্ব সামলেছেন মহাতারকা। তারপর নিজের ইচ্ছাতেই সরে দাঁড়িয়েছিলেন পূর্ণ সময়ের দায়িত্ব থেকে। এবার তিনিই নাকি ফিরতে চেয়েছেন নেতার পদে। ‘ক্যাপ্টেন’ কোহলির প্রত্যাবর্তনের আশায় বুক বেঁধেছিলেন অনুরাগীরা। সোশ্যাল মিডিয়াতেও চলছিলো উচ্ছ্বাসের প্রকাশ। কিন্তু সূত্রের খবর যে কোহলির কাঁধে বাড়তি দায়িত্ব না চাপিয়ে তাঁকে খোলা মনে খেলতে দেওয়ার পক্ষপাতী ফ্র্যাঞ্চাইজি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) একটি সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে অনুরাগীরা মনে করছেন যে ২০২৫-এর আইপিএলে (IPL) ক্রুণাল পাণ্ডিয়া (Krunal Pandya) হতে পারেন দলের অধিনায়ক। এবারের মেগা নিলাম থেকেই ৫.৭৫ কোটি টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্সে যোগ দিয়েছেন তিনি। নতুন জার্সিতে ক্রুণালের (Krunal Pandya) একটি ছবি পোস্ট করেছে আরসিবি। ক্যাপশনে লেখা রয়েছে, “টপ ‘কে’ এসে গিয়েছে। পাণ্ডিয়ার মধ্যে একটা ব্যাপার রয়েছে। আপনারা সেটা ইতিমধ্যেই জেনে গিয়েছেন।” ‘টপ কে’ বা ‘অরা’ শব্দগুলি থেকে অনেকের ধারণা যে ইঙ্গিতে নতুন অধিনায়কের সাথেই সমর্থকদের পরিচয় করিয়ে দিলো ফ্র্যাঞ্চাইজি। নেতৃত্ব নতুন কিছু নয় ক্রুণালের জন্য। বরোদার অধিনায়কত্ব করেছেন। আইপিএলেও (IPL) লক্ষ্ণৌ দল সামলেছেন ২০২৩-এ।
দেখে নিন সেই পোস্ট-
Top K is HERE! 😎🔥
Pandya’s got the aura… but you already know that. 🤌 #PlayBold #ನಮ್ಮRCB pic.twitter.com/JYFSaJvErd
— Royal Challengers Bengaluru (@RCBTweets) December 9, 2024
ক্রুণাল পাণ্ডিয়ার IPL পরিসংখ্যান-
২০১৬ সালে আইপিএলের (IPL) দুনিয়ায় পা রেখেছিলেন ক্রুণাল পাণ্ডিয়া। ভাই হার্দিকের মতই তিনিও পথ চলা শুরু করেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের (MI) জার্সিতে। বাম হাতি অলরাউন্ডার লোয়ার অর্ডারে ব্যাটিং করে প্রথম মরসুমেই প্রায় ৪০ গড় ও ১৯২ স্ট্রাইক রেটে ২৩৭ রান করে নজর কেড়ে নিয়েছিলেন। এর সাথে স্লো-অর্থোডক্স স্পিনে নিয়েছিলেন ৬ উইকেট’ও। ২০২১ সাল অবধি মুম্বই ইন্ডিয়ান্সের হয়েই খেলেছেন তিনি। ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে জিতেছেন আইপিএল (IPL) ট্রফি। ২০২২ সালে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে আত্মপ্রকাশ করে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। যে তিন জন তারকাকে অন্য দলগুলি থেকে ছিনিয়ে নিয়েছিলো তারা, তার মধ্যে ছিলেন ক্রুণাল’ও। ২০২২,২০২৩ ও ২০২৪ মরসুমে লক্ষ্ণৌর জার্সি গায়ে দেখা গিয়েছে তাঁকে। প্রথম দুই মরসুম ছিলেন সহ-অধিনায়ক’ও। কেরিয়ারে ১২৭ ম্যাচে ১৬৪৭ রান করেছেন তিনি। তুলে নিয়েছেন ৭৬ উইকেট।