IPL 2025: আশঙ্কাই সত্যি হলো শেষে। লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) সাথে সম্পর্ক ছিন্ন করলেন কে এল রাহুল। ২০২২ থেকে ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হিসেবে ছিলেন তিনি। গত মরসুমে দলের খারাপ পারফর্ম্যান্সের দায় প্রায় পুরোটাই তাঁর উপরে চাপানো হয়েছিলো। এমনকি দলমালিক সঞ্জীব গোয়েঙ্কা’কে (Sanjiv Goenka) অবধি দেখা গিয়েছিলো হায়দ্রাবাদের বিরুদ্ধে হারের পর মাঠের মধ্যেই রাহুলকে রীতিমত ধমকাতে। তখন থেকেই তাঁর লক্ষ্ণৌ ত্যাগের গুঞ্জন শুরু হয়েছিলো। মাসখানেক আগে কলকাতায় এসে গোয়েঙ্কার সাথে একান্তে বৈঠক সেরে যান ক্রিকেট তারকা। তখন শোনা গিয়েছিলো যে দূরত্ব কিছুটা কমেছে দুই তরফে। তবে সেই তথ্য যে সম্পূর্ণ সত্যি ছিলো না তার প্রমাণ মিললো গতকাল লক্ষ্ণৌ শিবিরের রিটেনশন তালিকা প্রকাশিত হতেই। পাঁচ জন’কে ধরে রেখেছে তারা। কিন্তু তালিকায় অনুপস্থিত কে এল রাহুল (KL Rahul)।
Read More: IPL 2025: শ্রেয়স আইয়ারের চাহিদা মেটাতে ব্যর্থ KKR, ৩০ কোটির কারণেই হলো বিচ্ছেদ !!
রাহুলকে খোঁচা গোয়েঙ্কার-
রিটেনশনের পিছনে মোট ৫১ কোটি টাকা খরচ করেছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। তারা ২১ কোটি টাকা দিয়ে ধরে রেখেছে ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান’কে (Nicholas Pooran)। ১৪ কোটিতে রয়েছেন রবি বিষ্ণোই (Ravi Bishnoi)। তরুণ পেসার মায়াঙ্ক যাদব পাচ্ছেন ১১ কোটি টাকা। এছাড়া দুই আনক্যাপড তারকা মহসীন খান ও আয়ুষ বাদোনির জন্য ৪ কোটি টাকা করে খরচ করেছেন সঞ্জীব গোয়েঙ্কারা (Sanjiv Goenka)। রাহুলের (KL Rahul) অনুপস্থিতিতে সম্ভবত নয়া অধিনায়ক হিসেবে দায়িত্ব বুঝে নেবেন নিকোলাস পুরান। গতকাল রিটেনশন তালিকা প্রকাশের পর নাম না করেই কে এল রাহুলের (KL Rahul) বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন লক্ষ্ণৌ কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। প্রশ্ন তুলেছেন তাঁর দায়বদ্ধতা নিয়ে।
আইপিএল (IPL) সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্জীব গোয়েঙ্কা পরিষ্কার জানান, “যে সকল খেলোয়াড়রা জয়ের মানসিকতা নিয়ে মাঠে নামেন আমরা তাঁদেরই ধরে রাখতে চেয়েছি। যাঁরা ব্যক্তিগত আশা-আকাঙ্ক্ষা’র আগে দল’কে জায়গা দেন, তারা সুযোগ পেয়েছেন। চেষ্টা করেছি ‘কোর’টা যতটা বেশী পারা যায় ধরে রাখার।” এর আগেও বহুবার প্রশ্ন উঠেছে রাহুলের (KL Rahul) স্ট্রাইক রেট নিয়ে। দলের জয়-পরাজয়ের কথা না ভেবে ব্যক্তিগত মাইলস্টোনকে সামনে রেখেই ব্যাটিং করেন তিনি, উঠেছে এহেন অভিযোগ’ও। গোয়েঙ্কার (Sanjiv Goenka) খোঁচার পর’ও তাই বিশেষজ্ঞমহলের দুইয়ে দুইয়ে চার করে নিতে সময় লাগে নি। যদিও এখনও পর্যন্ত এই নিয়ে কোনো মন্তব্য করেন নি রাহুল স্বয়ং। তবে তাঁর অন্তর্ভুক্তি নিলামপর্বকে যে জমিয়ে তুলবে সে বিষয়ে নিশ্চিত ক্রিকেটপ্রেমীরা।
পাঞ্জাব কিংসে ফিরতে পারেন রাহুল-
আইপিএলের (IPL) ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার কে এল রাহুল। একমাত্র ক্রিকেটার হিসেবে টানা চার মরসুমে পেরিয়েছেন ৬০০ রানের গণ্ডী। ব্যাটিং গড়ের নিরিখেও সেরাদের তালিকায় থাকবেন তিনি। আসন্ন মেগা নিলামে তাঁকে নিয়ে যে দড়ি টানাটানি চলবে তা এক প্রকার নিশ্চিত। বিশেষজ্ঞদের ধারণা যে রাহুল’কে দলে ফেরাতে মুখিয়ে থাকবে পাঞ্জাব কিংস (PBKS)। ২০২২-এ পাঞ্জাব ছেড়েই লক্ষ্ণৌতে যোগ দিয়েছিলেন তিনি। তিন বছর পর ফিরতে পারেন পুরনো দলেই। পাঞ্জাবের গত মরসুমের অধিনায়ক শিখর ধাওয়ান অবসর নিয়েছেন। তাঁর শূন্য আসন পূরণ করার জন্য আদর্শ হতে পারেন রাহুল। ধাওয়ানের বদলে ওপেনার হিসেবেও খেলতে পারবেন তিনি। জিতেশ শর্মাকেও ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি। তাঁর জায়গায় উইকেটকিপিং-এর দায়িত্ব’ও কাঁধে তুলে নিতে পারেন কর্ণাটকের ক্রিকেটার। রাহুলকে দলে সামিল করে তাই এক ঢিলে তিন পাখি মারতে পারেন পাঞ্জাবের নতুন কোচ রিকি পন্টিং।