KL Rahul, ipl 2024
KL Rahul

IPL 2025: গত মরসুমে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) বনাম লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) ম্যাচের পর এক অভাবনীয় দৃশ্য দেখা গিয়েছিলো রাজীব গান্ধী স্টেডিয়ামে। মাঠে দাঁড়িয়েই অধিনায়ক কে এল রাহুল’কে (KL Rahul) রীতিমত ধমকাচ্ছিলেন ফ্র্যাঞ্চাইজি মালিক সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। পালটা কিছু বলেন নি ক্রিকেট তারকা। সংযতই ছিলেন তিনি। এই ঘটনা সামনে আসার পরেই হইচই পড়ে যায় ক্রিকেটমহলে। গোয়েঙ্কার কর্মকাণ্ডকে অপেশাদার বলে আখ্যা দেন অনেকেই। প্রকাশ্যে নয়, যাবতীয় সমালোচনা বন্ধ দরজার পিছনে করা উচিৎ ছিলো তাঁর, পরামর্শ দেন কেউ কেউ। তবে অপমানিত রাহুল আগামী আইপিএলে (IPL) আর লক্ষ্ণৌ সুপারজায়ান্টসে থাকবেন না বলেই শোনা গিয়েছিলো তখন। ফ্র্যাঞ্চাইজির সাথে ক্রিকেটারের সম্পর্ক এমনই তলানিতে ঠেকেছিলো যে তিনি রিলিজ চেয়ে নিলে সুপারজায়ান্টস শিবির বাধা দেবে না বলে জানা গিয়েছিলো।

Read More: IPL 2025: সিরাজের জন্য দরজা বন্ধ করছে বেঙ্গালুরু, নয়া মরসুমের আগে কঠিন সিদ্ধান্ত ফ্র্যাঞ্চাইজির !!

লক্ষ্ণৌ স্পষ্ট করে নি রাহুলের ভবিষ্যৎ-

KL Rahul and Sanjiv Goenka | IPL | Image: Instagram
KL Rahul and Sanjiv Goenka | Image: Instagram

লক্ষ্ণৌ-রাহুল (KL Rahul) বিচ্ছেদ যে হচ্ছেই। একটা সময় সে সম্পর্কে নিশ্চিত ছিলেন সকলে। কিন্তু বিষয়টি নতুন মোড় নেয় দিনকয়েক আগে কলকাতায় এসে সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) সাথে কে এল রাহুল আলাদা করে বৈঠক করায়। দুজনের মধ্যে এক ঘন্টা আলোচনা হয় বলে জানিয়েছে সংবাদসংস্থা ক্রিকবাজ। সেখানে কি কথা হয়েছে সেই বিষয়ে কোনো স্পষ্ট তথ্য মেলে নি। তবে সূত্রের খবর রাহুলকে (KL Rahul) রিটেন করতে রাজী হলেও অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছেন গোয়েঙ্কা। ক্রিকেটার সেই প্রস্তাব ফিরিয়ে দিতে পারেন বলেও রয়েছে জল্পনা।

কিছুদিন আগেই এক সাংবাদিক বৈঠক ডেকেছিলেন সুপারজায়ান্টস (LSG) ফ্র্যাঞ্চাইজি মালিক। সেখানে জাহির খান’কে (Zaheer Khan) আগামী আইপিএলের (IPL) জন্য মেন্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়। প্রাক্তন পেসার ক্রিকেটার ও ম্যানেজমেন্টের মাঝে সেতুবন্ধনের কাজ করবেন বলে জানা গিয়েছে। রাহুলের ভবিষ্যৎ সম্পর্কে ঐ সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হয়েছিলো গোয়েঙ্কাকে। কৌশলে এড়িয়ে যান তিনি। বলেন, “দল ছাড়ার গুজব সম্পর্কে কিছু বলতে পারবো না। তবে রাহুল সুপারজায়ান্টস পরিবারের একজন।” নেতৃত্ব নিয়েও তিনি জিইয়ে রেখেছেন ধন্ধ। কেবল বলেন, “এখনও অধিনায়কত্ব ও রিটেনশন নিয়ে ভাবনাচিন্তা করার যথেষ্ট সময় রয়েছে।”

পাঞ্জাবে ফিরতে পারেন কে এল রাহুল-

KL Rahul | IPL | Image: Getty Images
KL Rahul | Image: Getty Images

লক্ষ্ণৌ সুপারজায়ান্টস শিবিরে রাহুলের (KL Rahul) গুরুত্ব যে কমেছে তা বোঝা গিয়েছিলো শুভঙ্কর মিশ্রের পডকাস্ট অনুষ্ঠানে অমিত মিশ্রের মন্তব্য থেকেই। গত দুই বছর আইপিএলে (IPL) সতীর্থ ছিলেন রাহুল ও মিশ্র। কিন্তু অভিজ্ঞ লেগস্পিনার স্পষ্টই জানান আগামী মরসুমে ‘উন্নততর’ অধিনায়কের সন্ধানে থাকবে ফ্র্যাঞ্চাইজি। লক্ষ্ণৌতে থেকে অনিশ্চয়তাকে বরণ করে নেবেন কর্ণাটকের ক্রিকেটার? নাকি রিলিজ চেয়ে নিয়ে নতুন কোনো দলে থিতু হওয়ার চেষ্টা করবেন? আপাতত এই প্রশ্নেরই জবাব খুঁজছেন সকলে। এর মধ্যেই খবর মিলেছে যে উইকেটরক্ষক-ব্যাটারকে দলে সামিল করার চেষ্টায় রয়েছে প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস (PBKS)। ২০২২-এ লক্ষ্ণৌ’তে যোগ দেওয়ার আগে পাঞ্জাব জার্সিতেই খেলতেন তিনি। আবার সেখানেই ফিরতে পারেন তিনি।

শিখর ধাওয়ান (Shikhar Dhawan) অবসর নিয়েছেন ক্রিকেট থেকে। তিনি সরে যাওয়ায় একইসাথে ওপেনার ও অধিনায়কের পদ খালি হয়ে গিয়েছে পাঞ্জাব কিংসে। সেই জোড়া শূন্যস্থান রাহুল’কে (KL Rahul) সই করে পূরণ করতে চায় ফ্র্যাঞ্চাইজি। পূর্বেই পাঞ্জাবের (PBKS) জার্সি গায়ে পাঁচ মরসুম খেলার অভিজ্ঞতা থাকায় তাঁর মানিয়ে নিতে বিশেষ সমস্যা হবে না বলেই মনে করছেন প্রীতি জিন্টা, নেস ওয়াদিয়ারা। ট্রেডিং উইন্ডোতে তাঁকে না পেলে নিলামে কর্ণাটকের তারকা’র জন্য ২০ কোটি বা তার বেশী অর্থ’ও খরচে রাজী পাঞ্জাব (PBKS)। মেগা অকশনে রাহুল’কে নেওয়ার জন্য পাঞ্জাব’কে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। যদি ফাফ দু প্লসি’কে (Fad du Plessis) রিলিজ করা হয় তাহলে রাহুল’কে দিয়ে অধিনায়ক ও ওপেনারের শূন্যস্থান পূরণের চেষ্টা করবে বিরাট কোহলির ফ্র্যাঞ্চাইজিও।

Also Read: IPL 2025: ‘খেল খতম’ ম্যাক্সওয়েলের, অজি অলরাউন্ডারকে বাতিলের খাতায় রাখছে বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *