ipl-2025-kkr-vs-srh-toss-report

IPL 2025: গত মরসুমের দুই ফাইনালিস্ট আজ মুখোমুখি কলকাতায়। নাইট রাইডার্স ও সানরাইজার্স- এবারের আইপিএলে (IPL) তিনটি করে ম্যাচ খেলেছে দুই পক্ষই। জয়ের সংখ্যা এক, হারতে হয়েছে দু’টি করে ম্যাচ। বেগুনি-সোনালী নাকি কমলা-কালো, কোন শিবির আজ ঘুরে দাঁড়ায় সেদিকে নজর থাকবে ক্রিকেটজনতার। ঘরের মাঠে নাইটদের সাম্প্রতিক পারফর্ম্যান্স ভালো নয়। পিচ নিয়ে কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সাথে একপ্রস্থ তরজায় জড়িয়েছেন অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinya Rahane)। সেই বিতর্ককে পিছনে ফেলে আজ ২ পয়েন্ট ছিনিয়ে নেওয়ার চ্যালেঞ্জ তাদের সামনে। ডি কক, নারাইন, বরুণ চক্রবর্তীরা হতে পারেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের তুরুপের তাস। অন্যদিকে সানরাইজার্স (SRH) আরও একবার আস্থা রাখতে চলেছে তাদের তারকাখচিত ব্যাটিং-এর উপরেই। ক্রিকেটের নন্দনকাননে ঝড় তোলার লক্ষ্য নিয়ে নামবেন ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষণরা।

Read More: IPL 2025: চিন্নাস্বামীতে চোটের কবলে কোহলি, গুজরাতের বিরুদ্ধে জোড়া ধাক্কা খেলো রয়্যাল চ্যালেঞ্জার্স !!

IPL 2025 ম্যাচের সময়সূচি-

কলকাতা নাইট রাইডার্স (KKR) বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)

ম্যাচ নং- ১৫

তারিখ- ০৩/০৪/২০২৫

ভেন্যু- ইডেন গার্ডেন্স, কলকাতা

সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)

Eden Gardens Pitch Report (পিচ রিপোর্ট)-

Eden Gardens, Kolkata | IPL | Image: Getty Images
Eden Gardens, Kolkata | Image: Getty Images

ইডেন গার্ডেন্সে আজ মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ (KKR vs SRH)। গত কয়েক বছরে এখানে ব্যাটিং সহায়ক পিচই চোখে পড়েছে। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজিরও রয়েছে ইডেনেই। বাইশ গজের এই ব্যাটিং বান্ধব চরিত্র পছন্দ নয় নাইট শিবিরের। তারা চাইছেন ঘূর্ণি উইকেট। সংবাদমাধ্যম সূত্রে খবর যে তাদের অনুরোধ মেলে জল দেওয়া বন্ধ রাখা হয়েছে পিচে। শুকনো পিচে আজ টার্ন দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এত অল্প সময়ের মধ্যে তা তার ব্যাটিং সহায়ক চরিত্র বদলাতে পারবে না বলেই ধারণা বিশেষজ্ঞদের। বড় রানের প্রত্যাশা রাখছেন তাঁরা। এখনও অবধি ৯৪টি আইপিএল (IPL) ম্যাচ আয়োজিত হয়েছে ইডেনে। এর মধ্যে প্রথম ব্যাটিং করে জয়ের সংখ্যা ৩৮টি। রান তাড়া করে জয় এসেছে ৫৬টি ম্যাচে।

Kolkata Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

Kolkata Weather Forecast | Image: Twitter
Kolkata Weather Forecast | Image: Twitter

বৃহস্পতিবার কলকাতায় আইপিএলের (IPL) মহাযুদ্ধ। স্বস্তির খবর জানিয়েছে আবহাওয়া দপ্তর। আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাতের কোনোরকম সম্ভাবনা আজ নেই। ফলে প্রকৃতির জন্য ক্রিকেট বাধাপ্রাপ্ত হবে না কোনোভাবেই। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রী সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৮ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৪৩ শতাংশের কাছে। ম্যাচ চলাকালীন হাওয়ার গতিবেগ ৫ কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে।

KKR vs SRH হেড টু হেড পরিসংখ্যান-

KKR vs SRH | Image: Getty Images
KKR vs SRH | Image: Getty Images
  • মোট ম্যাচ- ২৮
  • কলকাতার জয়- ১৯
  • হায়দ্রাবাদের জয়- ০৯
  • শেষ সাক্ষাতে ফলাফল- কলকাতা ৮ উইকেটে জয়ী

IPL 2025 লাইভ স্ট্রিমিং-

কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচটি সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে। এছাড়া জিওহটস্টারের অ্যাপ ও ওয়েবসাইটেও দেখা যাবে ম্যাচ।

টসের পর দুই অধিনায়কের মন্তব্য-

Ajinkya Rahane and Pat Cummins | Image: Twitter
Ajinkya Rahane and Pat Cummins | Image: Twitter

অজিঙ্কা রাহানে-

আমরাও প্রথমে বোলিং-ই করতাম। পিচ দেখে ভালোই মনে হচ্ছে। আমাদের স্পিনারদের জন্য আদর্শ হবে (পিচ)। আমি সবসময় মনে করি যে ঘরের মাঠে আমরা যা চাইবো তা পাওয়া উচিৎ। তবে আমাদের দ্রুত পরিস্থিতি বিচার করতে হবে ব্যাটিং-এর সময়। আমরা বসে আলোচনা করেছি কি করে আরও উন্নত হতে পারি। এটা একটা দীর্ঘ টুর্নামেন্ট। আমাদের একটা দিন মাত্র খারাপ গিয়েছে। স্পেন্সার জনসনের বদলে মঈন আলি খেলছে। যাবতীয় পরিকল্পনার পরেও আমাদের মাঠে নেমে ভালো খেলতেই হবে।

প্যাট কামিন্স-

আমরা প্রথম বোলিং করবো। উইকেট দেখে ভালোই মনে হচ্ছে। কিন্তু আমি দেখে কিছুই বুঝতে পারি না। (গত বছরের) ফাইনালে ওরা আমাদের চেয়ে অনেক ভালো খেলেছিলো। কিন্তু এরপর দুই শিবিরেই বেশ কিছু পরিবর্তন হয়েছে। আমরা আমাদের ব্যাটিং নিয়ে আলোচনা করেছি। যখন আগ্রাসী ক্রিকেট খেলেছি, তখনই সেরাটা বেরিয়ে এসেছে। কিন্তু দায়িত্বজ্ঞানহীন হলে চলবে না। (অনিকেত ভার্মা) দুরন্ত খেলছে। চাপের মুখে ভেঙে পড়ে না। দলের সবার মধ্যে সংযোগ রাখাটাই আসল। আমাদের তা নিয়ে স্পষ্ট পরিকল্পনা রয়েছে।

দুই দলের সম্ভাব্য একাদশ-

KKR vs SRH | IPL | Image: Getty Images
KKR vs SRH | Image: Getty Images

কলকাতা নাইট রাইডার্স (KKR)-

সুনীল নারাইন, ক্যুইন্টন ডি কক (উইকেটরক্ষক), অজিঙ্কা রাহানে, অঙ্গকৃষ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মঈন আলি, হর্ষিত রাণা, বরুণ চক্রবর্তী, বৈভব আরোরা।

ইমপ্যাক্ট প্লেয়ার- বৈভব আরোরা, লভনীত সিসোদিয়া, মনীশ পাণ্ডে, রোভম্যান পাওয়েল, অনুকূল রয়।

সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)-

অভিষেক শর্মা, ঈশান কিষণ, নীতিশ কুমার রেড্ডি, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), অনিকেত ভার্মা, কামিন্দু মেন্ডিস, সিমরণজিৎ সিং, প্যাট কামিন্স, মহম্মদ শামি, হর্ষল প্যাটেল, জিশান আনসারি।

ইমপ্যাক্ট প্লেয়ার- অভিনব মনোহর, জয়দেব উনাদকাট, ট্র্যাভিস হেড, রাহুল চাহার, উইয়ার মুল্ডার।

KKR vs SRH টস রিপোর্ট-

টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।

Also Read: IPL 2025: বেঙ্গালুরুর জয়রথ থামালো গুজরাত, ঘরের মাঠে ৮ উইকেটের ব্যবধানে হার বিরাটদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *