IPL 2025: গত মরসুমের আইপিএল (IPL) চ্যাম্পিয়নদের শুরুটা এই বছর খুব একটা ভালো হয় নি। ঘরের মাঠে উদ্বোধনী ম্যাচেই হারতে হয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে। এরপর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গুয়াহাটিতে জিতলেও ফের ব্যর্থতা সঙ্গী হয়েছে ওয়াংখেড়েতে। মুম্বইয়ের বিরুদ্ধে ডুবিয়েছে ব্যাটিং। লীগ তালিকায় দশম স্থানে নেমে গিয়েছে কলকাতা (KKR)। সানরাইজার্সের বিরুদ্ধে নামার আগে যা মাথাব্যথা বাড়িয়েছে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও মেন্টর ডোয়েন ব্র্যাভোর। বিশেষজ্ঞরা মনে করছেন যে বৃহস্পতিবার ওপেনিং জুটিতে রদবদল করতে পারে নাইট শিবির। সুনীল নারাইনকে শুরুতে পাঠিয়ে যে ফাটকা গত মরসুম থেকে খেলছিলো বেগুনি-সোনালী শিবির, তা বন্ধ হতে চলেছে সম্ভবত। ক্যুইন্টন ডি ককের সাথে মাঠে নামতে পারেন ভেঙ্কটেশ আইয়ার। পৌনে ২৪ কোটির তারকার থেকে আকাশছোঁয়া প্রত্যাশা সমর্থকদের।
তিন নম্বরে থাকছেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। সানরাইজার্সের বিপক্ষেও ‘ফ্রি রোল’-এ দেখা যাবে তাঁকে। চারে তরুণ অঙ্গকৃষ রঘুবংশীকে ব্যবহার করতে পারে কলকাতা। গত মরসুম থেকেই নিম্নগামী রিঙ্কু সিং-এর (Rinku Singh) ফর্মের গ্রাফ। এবারের আইপিএলেও দুই ইনিংসে সংগ্রহ ১২ ও ১৭। তাঁকে বাদ দেওয়ার কঠিন সিদ্ধান্ত সম্ভবত নিচ্ছে টিম ম্যানেজমেন্ট। পাঁচে অভিজ্ঞ মনীশ পাণ্ডেকে খেলানোর সম্ভাবনা। ছয় ও সাতে ফিনিশার হিসেবে দেখা যাবে আন্দ্রে রাসেল ও রমনদীপ সিং-কে। গুরুত্বপূর্ণ হতে চলেছে রাসেলের বোলিং-ও। আটে নামানো হতে পারে সুনীল নারাইনকে। তাঁর বোলিং-কেই বৃহস্পতিবার অগ্রাধিকার দিচ্ছে কলকাতা। স্পিন বিভাগে থাকছেন বরুণ চক্রবর্তীও (Varun Chakravarthy)। স্পেন্সার জনসনের বদলে মাঠে দেখা যেতে পারে অনরিখ নর্খিয়াকে। সাথে থাকবেন হর্ষিত রাণা ও বৈভব আরোরা।
Read More: IPL 2025: সহজ ক্যাচ হাতছাড়া জস বাটলারের, চিন্নাস্বামীতে ‘নতুন জীবন’ পেলেন ফিল সল্ট !!
IPL 2025 ম্যাচের সময়সূচি-
কলকাতা নাইট রাইডার্স (KKR) বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)
ম্যাচ নং- ১৫
তারিখ- ০৩/০৪/২০২৫
ভেন্যু- ইডেন গার্ডেন্স, কলকাতা
সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
Eden Gardens Pitch Report (পিচ রিপোর্ট)-

কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হচ্ছে নাইট রাইডার্স ও সানরাইজার্স শিবির। ইডেনের পিচ এককালে মন্থর ও স্পিন সহায়ক হিসেবে পরিচিত হলেও বর্তমানে চরিত্র বদলেছে বাইশ গজ। সাধারণত ব্যাটিং বান্ধব উইকেটই চোখে পড়ে ক্রিকেটের নন্দনকাননে। এই নিয়ে সম্প্রতি কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সাথে একপ্রস্থ মনোমালিন্যও হয়েছে নাইট রাইডার্স শিবিরের একাংশের। তার পরেও নাইটদের পছন্দমত ঘূর্ণি উইকেট বৃহস্পতিবার দেখা যাবে না বলেই মত বিশেষজ্ঞদের। সম্ভবত ছড়ি ঘোরাবেন ব্যাটাররাই। পরিসংখ্যান বলছে যে আইপিএলের (IPL) মোট ৯৪টি ম্যাচ আয়োজিত হয়েছে ইডেনে। এর মধ্যে প্রথম ব্যাটিং করে জয়ের সংখ্যা ৩৮। রান তাড়া করে জয়ের সংখ্যা ৫৬। বৃহস্পতিবারও টসজয়ী অধিনায়ক প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্তই নিতে পারেন।
KKR vs SRH হেড টু হেড পরিসংখ্যান-

- মোট ম্যাচ- ২৮
- কলকাতার জয়- ১৯
- হায়দ্রাবাদের জয়- ০৯
- শেষ সাক্ষাতে ফলাফল- কলকাতা ৮ উইকেটে জয়ী
Key Players (সম্ভাব্য তারকা)-
ক্যুইন্টন ডি কক-
সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য তারকা হতে পারেন ক্যুইন্টন ডি কক (Quinton de Kock)। দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক-ব্যাটার চলতি মরসুমে বেঙ্গালুরু ও মুম্বইয়ের বিরুদ্ধে সফল হন নি ঠিকই, কিন্তু রান পেয়েছিলেন রাজস্থানের বিরুদ্ধে। ইডেনের ব্যাটিং সহায়ক বাইশ গজে ইনিংসের শুরুতে যদি ঝড় তুলতে পারেন তিনি তাহলে নিঃসন্দেহে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন সমর্থকেরা।
আন্দ্রে রাসেল-
২০১৪ থেকে কলকাতা নাইট রাইডার্সে রয়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল (Andre Russell)। এবারও দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। ১২ কোটি টাকা খরচ করে রিটেন করা হয়েছে তাঁকে। তবে এখনও পর্যন্ত মরসুমের তিনটি ম্যাচেই চেনা ছন্দে পাওয়া যায় নি ‘মাসল রাসেল’কে। সানরাইজার্সের বিরুদ্ধে তাঁর কাছ থেকে ভালো পারফর্ম্যান্স অত্যন্ত প্রয়োজনীয় কলকাতার ফ্র্যাঞ্চাইজির জন্য।
বরুণ চক্রবর্তী-
ইডেনে বেঙ্গালুরু ম্যাচে ১ উইকেট পেলেও বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) খরচ করেছেন ৪৩ রান। খেলা শেষে কলকাতার পিচ নিয়ে অভিযোগ করতে শোনা গিয়েছিলো তাঁকে। এই নিয়ে এরপর বহু বিতর্ক হয়েছে ক্রিকেটমহলে। কাঠগড়ায় তোলা হয়েছে পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়কে। ইডেনে মরসুমের দ্বিতীয় ম্যাচে বরুণ কেমন পারফর্ম করেন তার দিকে নজর থাকবে সকলের। চলতি মরসুমে ভালো ছন্দে রয়েছেন তামিলনাড়ুর স্পিনার। ইংল্যান্ড সিরিজ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে ভালো খেলেছেন। তাই বেঙ্গালুরুর বিরুদ্ধে ব্যর্থতাকে ব্যতিক্রমই মনে করছেন অনুরাগীরা।
সম্ভাব্য একাদশ-

ওপেনার- ক্যুইন্টন ডি কক, ভেঙ্কটেশ আইয়ার
মিডল অর্ডার- অজিঙ্কা রাহানে, অঙ্গকৃষ রঘুবংশী*, মনীশ পাণ্ডে
ফিনিশার- আন্দ্রে রাসেল, রমনদীপ সিং
বোলার- বরুণ চক্রবর্তী, সুনীল নারাইন, অনরিখ নর্খিয়া, হর্ষিত রাণা, বৈভব আরোরা*
উইকেটরক্ষক- ক্যুইন্টন ডি কক
*- ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারেন।
এক নজরে KKR-এর সম্ভাব্য একাদশ-
প্রথম ব্যাটিং-এর ক্ষেত্রে-
ক্যুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), অঙ্গকৃষ রঘুবংশী, মনীশ পাণ্ডে, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, সুনীল নারাইন, অনরিখ নর্খিয়া, হর্ষিত রাণা।
প্রথম বোলিং-এর ক্ষেত্রে-
ক্যুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), মনীশ পাণ্ডে, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, সুনীল নারাইন, অনরিখ নর্খিয়া, হর্ষিত রাণা, বৈভব আরোরা।
ইমপ্যাক্ট প্লেয়ার- অঙ্গকৃষ রঘুবংশী/বৈভব আরোরা, অনুকূল রয়, রিঙ্কু সিং, স্পেন্সার জনসন, লভনীত সিসোদিয়া।