IPL 2025: মরসুমের প্রথম তিনটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছিলো কলকাতা নাইট রাইডার্স। বেঙ্গালুরু ও মুম্বইয়ের বিরুদ্ধে দুটি ম্যাচ বড় ব্যবধানে হারায় পয়েন্ট তালিকায় একদম নীচের দিকে নেমে গিয়েছিলো গতবারের চ্যাম্পিয়নরা। ব্যাটিং এবং বোলিং-দুই বিভাগেই স্পষ্ট হয়েছিলো ধারাবাহিকতার অভাব। সমালোচনার মুখেও পড়তে হয়েছিলো অজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আইয়ারদের মত তারকাদের। আজ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে অন্ধকার কাটিয়ে আলোর সন্ধান পেলো বেগুনি-সোনালী বাহিনী। টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো ‘অরেঞ্জ আর্মি।’ শুরুতে জোড়া উইকেট খুইয়েও অঙ্গকৃষ, রিঙ্কুদের ব্যাটে দারুণ প্রতিরোধ গড়ে তোলে নাইটরা। ২০ ওভারে তোলে ২০০ রান। জবাবে ব্যাট করতে নেমে বেশ নড়বড়ে দেখালো হায়দ্রাবাদকে। ১৬.৪ ওভারে ১২০ রানের মধ্যেই গুটিয়ে গেলো তারা।
Read More: IPL 2025: ৪, ৬, ৪, ৪, ২…ভেঙ্কটেশের তোপের মুখে খড়কুটো কামিন্স, অর্ধশতক ২৩.৭৫ কোটির তারকার !!
হুড়মুড়িয়ে ভাঙলো হায়দ্রাবাদ ব্যাটিং-

২০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সানরাইজার্স হায়দ্রাবাদ। ইনিংসের দ্বিতীয় বলেই বৈভব আরোরার শিকার হয়ে সাজঘরে ফিরে যান ট্র্যাভিস হেড। বাউন্ডারি হাঁকিয়ে শুরুটা করেছিলেন তিনি। কিন্তু ৪-এর বেশী আর এগোনো সম্ভব হয় নি অস্ট্রেলীয় বাম হাতির পক্ষে। দ্বিতীয় ওভারের শেষ ডেলিভারিতে হর্ষিত রাণা ফেরার অভিষেক শর্মাকেও। এই নিয়ে চলতি মরসুমে চতুর্থ বার ব্যর্থ হলেন ভারতীয় তরুণ। রাজস্থানের বিরুদ্ধে শতরান করার পর বেশ হইচই হয়েছিলো ঈশান কিষণকে নিয়ে। কিন্তু পরবর্তী ম্যাচগুলিতে হতাশ করেছেন তিনি। আজ ইডেনেও রানের মুখ দেখলেন না ঝাড়খণ্ডের উইকেটরক্ষক-ব্যাটার। ৫ বলে ২ রান করে ক্যাচ তুলে দেন নাইট রাইডার্স অধিনায়ক অজিঙ্কা রাহানের হাতে। ঈশানকেও আউট করেন বৈভব আরোরা। ৯ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে একটা সময় ধুঁকছিলো সানরাইজার্স।
প্রতিরোধের চেষ্টা করেছিলেন নীতিশ কুমার রেড্ডি ও কামিন্দু মেন্ডিস। বিশাখাপত্তনমের তরুণ ১৫ বলে ১৯ রান করেন আজ। তাঁকে আউট করেন আন্দ্রে রাসেল। আইপিএল (IPL) অভিষেকে ২৭ রানের ইনিংস খেলেন শ্রীলঙ্কার কামিন্দু’ও। সুনীল নারাইন-এর শিকার হয়ে শেষমেশ তাঁকে ফিরতে হয় সাজঘরে। গত দুটি ম্যাচে নজর কেড়েছিলেন বছর ২৩-এর অনিকেত ভার্মা। আজ নাইটদের বোলিং বিক্রমের সামনে স্তিমিত লাগলো তাঁকেও। বরুণ চক্রবর্তীর বলে উইকেট খোয়ান ৬ রান করেই। ৭৬ রানের মধ্যে ৬ উইকেট হারানো হায়দ্রাবাদ ১০০ পেরোবে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছিলো একটা সময়। শেষমেশ হেনরিখ ক্লাসেনের লড়াকু ৩৩-এর সৌজন্যে সেই মাইলস্টোন ছুঁয়ে ফেলে ‘অরেঞ্জ আর্মি।’ ১৫ বলে ১৪ রানের ইনিংস খেলেন অধিনায়ক কামিন্স’ও। হর্ষল প্যাটেল ও সিমরণজিৎ সিং করেন যথাক্রমে ৩ ও ০। ২ করে অপরাজিত থাকেন শামি।
টানা তৃতীয় হার সানরাইজার্সের-

আজকের জয়ে বড় ভূমিকা রাখলেন কলকাতা নাইট রাইডার্সের বোলাররা। প্রতিপক্ষকে ১২০ রানের মধ্যে বেঁধে ফেলেন তাঁরা। ৩টি করে উইকেট নিয়েছেন বৈভব আরোরা ও বরুণ চক্রবর্তী। ২টি সাফল্য আন্দ্রে রাসেলের। ১টি করে উইকেট পেয়েছেন হর্ষিত রাণা ও আন্দ্রে রাসেল। আজকের ম্যাচের আগে পয়েন্ট তালিকায় নবম স্থানে ছিলো কলকাতা। সানরাইজার্সকে ৮০ রানের ব্যবধানে হারিয়ে তারা পৌঁছে গেলো পাঁচ নম্বরে। ৮ এপ্রিল ইডেনে তাদের পরবর্তী প্রতিপক্ষ লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। পক্ষান্তরে অন্ধকারে ঢেকেছে হায়দ্রাবাদ শিবির। রাজস্থানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ২৮৬ তুলেছিলো তারা। জয় এসেছিলো ৪৪ রানের ব্যবধানে। কিন্তু এরপরের তিনটি ম্যাচে টানা হারের সম্মুখীন হতে হলো গত বারের রানার্স-আপ’দের। লীগ টেবিলে সবার নীচে এখন প্যাট কামিন্সরা। ৪ ম্যাচ খেলে তাদের পয়েন্ট মাত্র ২। নেট রান রেট -১.৬১২।
Also Read: IPL 2025: “এই খেলাটাই চাই…” ইডেনের বাইশ গজে তাণ্ডব রিঙ্কু-ভেঙ্কটেশের, চুটিয়ে উপভোগ করলো নেটজনতা !!