IPL 2025: ২২ তারিখ থেকে শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন মরসুম। ২০০৮ সালে পথচলা শুরু করেছিলো বিসিসিআই আয়োজিত ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট। এবার অষ্টাদশতম বর্ষে পা দিচ্ছে তারা। ২০২৪-সালে চ্যাম্পিয়ন হয়েছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। যার ফলে উদ্বোধনী ম্যাচে মাঠে নামার সুযোগ পাচ্ছে ‘সিটি অফ জয়’-এর ফ্র্যাঞ্চাইজি। ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। কাকতালীয় ভাবে আইপিএলের প্রথম মরসুমের প্রথম ম্যাচটিতেও মুখোমুখি হয়েছিলো এই দুই শিবিরই। টুর্নামেন্টের ‘সাবালক’ হওয়ার বছরেও যাত্রা শুরু হচ্ছে দুই অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির লড়াই দিয়েই। এবার মেগা নিলামের সৌজন্যে খোলনলচে বদলে গিয়ে প্রায় সব দলেরই। তাই আইপিএল (IPL) নিয়ে বাড়তি উত্তেজনা রয়েছে ক্রিকেটজনতার মধ্যে। ব্যাট-বলের প্রতিদ্বন্দ্বীতা শুরুর অপেক্ষায় প্রহর গুণছেন সকলে।
Read More: আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার শেওয়াগের ভাই, লজ্জায় মাথা হেঁট হলো তারকা ক্রিকেটারের !!
শুরু হয়ে গিয়েছে টিকিট বিক্রি-

আজ দুপুর ১২টা থেকে শুরু হয়ে গিয়েছে কলকাতা বনাম বেঙ্গালুরু (KKR vs RCB) ম্যাচের টিকিট বিক্রি। অনলাইনে বুকমাইশো ওয়েবসাইট থেকে সরাসরি টিকিট সংগ্রহ করতে পারেন উৎসাহী দর্শকেরা। নাহলে কলকাতা নাইট রাইডার্সের ওয়েবসাইটেও টিকিট ক্রয়ের লিঙ্ক খুঁজে নিতে পারেন তাঁরা। গত বুধবার সিএবি’র অ্যাপেক্স কাউন্সিলের সভায় রাজ্য ক্রিকেট সংস্থার প্রধান স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় ইঙ্গিত দিয়েছিলেন যে এই বছর দাম বাড়তে পারে কলকাতা’র (KKR) হোম ম্যাচের টিকিটের। সত্যি হয়েছে তাঁর ভবিষ্য্যদ্বাণী;ই। গতবার ইডেনে সর্বনিম্ন ৭৫০টাকা মূল্যের টিকিট ছিলো। এবার সর্বনিম্ন দাম রাখা হয়েছে ৯০০ টাকা। ‘এইচ ১’ ও ‘জি ১’ ব্লকের তিকিটের দাম সর্বনিম্ন রাখা হয়েছে। এছাড়া বেঙ্গালুরু’র বিরুদ্ধে নাইটদের ম্যাচ দেখার জন্য ২০০০, ৩৫০০, ৫০০০, ৬০০০ এমনকি ১৫০০০ টাকা মূল্যের টিকিটও কাটতে পারেন ক্রিকেটপ্রেমীরা।
বিভিন্ন ম্যাচের জন্য টিকিটের ভিন্ন ভিন্ন দাম স্থির করেছে কলকাতা নাইট রাইডার্স (KKR) কর্তৃপক্ষ। বেঙ্গালুরু, চেন্নাইয়ের মত হাইভোল্টেজ প্রতিপক্ষের বিরুদ্ধে কলকাতার খেলা মাঠে বসে উপভোগ করতে হলে অতিরিক্ত গ্যাঁটের কড়ি খসাতে হবে ভক্তদের। আরসিবি’র বিপক্ষে ২২ তারিখের ম্যাচে ‘বি’ ও ‘বি ১’ ব্লকে বসে খেলা দেখতে হলে যথাক্রমে ৫০০০ ও ৩৫০০ টাকার টিকিট কাটতে হবে। আবার লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) বিরুদ্ধে ঐ একই ব্লকে টিকিটের দাম বেশ খানিকটা কমিয়ে রাখা হয়েছে যথাক্রমে ৩৫০০ ও ১৫০০ টাকা। ‘বি’ ব্লকের প্রিমিয়ার টিকিটের দাম বেঙ্গালুরুর বিরুদ্ধে রাখা হয়েছে ১৫০০০ টাকা। লক্ষ্ণৌর বিরুদ্ধে সেই টিকিটের দাম ৩০০০ টাকা কম। অর্থাৎ ১২০০০ টাকা খরচ করলেন ‘প্রিমিয়াম’ আসনে বসে সুনীল নারাইন, ভেঙ্কটেশ আইয়ারদের বিরুদ্ধে ঋষভ পন্থ, আয়ুষ বাদোনি, মায়াঙ্ক যাদবদের দ্বৈরথের সাক্ষী থাকা যাবে।
বদলাচ্ছে না লক্ষ্ণৌ ম্যাচের দিনক্ষণ-

আইপিএলের (IPL) পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৬ এপ্রিল দুপুর সাড়ে তিনটের সময় লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের মুখোমুখি হওয়ার কথা কলকাতা নাইট রাইডার্সের। ঘটনাচক্রে সেদিন রামনবমী থাকায় আপত্তি তুলেছিলো পুলিশ প্রশাসন। শহরজুড়ে বিভিন্ন জায়গায় ধর্মীয় সভা,সমিতির কারণে খেলার মাঠে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না, জানিয়েছিলো লালবাজার। বিষয়টি বিসিসিআই-কে জানিয়েছিলেন সিএবি কর্তারা। কিন্তু বোর্ড সাফ জানিয়ে দিয়েছে যে কোনো ভাবেই সূচি বদল করা হবে না। প্রসঙ্গত ইডেনে ম্যাচের তারিখ বদলের ঘটনা এর আগে একাধিকবার ঘটেছে। ২০২৩-এর বিশ্বকাপের সময় কালীপুজোর কারণে ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ ১২ নভেম্বরের বদলে এক দিন এগিয়ে আনা হয়েছিলো। ২০২৪-এর আইপিএলে (IPL) রামনবমীর কারণেই কলকাতা-রাজস্থান ম্যাচ একদিন এগিয়ে এসেছিলো। এবার সেই অনুরোধ রাখলো না ভারতীয় বোর্ড।