ipl-2025-kkr-vs-rcb-probable-xi-of-kkr

IPL 2025: আইপিএলের বোধন আজ। গতবারের চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে উদ্বোধনী ম্যাচটি নিজেদের হোমগ্রাউন্ড ইডেন গার্ডেন্সে খেলার সুযোগ পাচ্ছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০২৪-এর সাফল্যের পর খোলনলচে বদলে গিয়েছে বেগুনি-সোনালী শিবিরের। ট্রফিজয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ার দল ছেড়েছেন। মেন্টরের পদ থেকে সরে দাঁড়িয়েছেন গৌতম গম্ভীরও। নয়া নেতা অজিঙ্কা রাহানের হাত ধরে আজ মাঠে নামতে চলেছে কলকাতা। গত মরসুমে দলকে দুর্দান্ত সাফল্য এনে দিয়েছিলেন সুনীল নারাইন (Sunil Narine)। এবারও তাঁকেই দেখা যাবে ইনিংসের শুরুতে ব্যাট হাতে। তাঁর ওপেনিং পার্টনার হিসেবে মাঠে নামবেন দক্ষিণ আফ্রিকার ক্যুইন্টন ডি কক (Quinton de Kock)। অনুশীলন ম্যাচে ভালো পারফর্ম করে ইতিমধ্যেই নজর কেড়েছেন বাম হাতি তারকা। তাঁকে নিয়ে আশায় নাইট ভক্তরা।

তিন নম্বরে দেখা যাবে অধিনায়ক অজিঙ্কা রাহানেকে (Ajinkya Rahane)। সিএসকে’র হয়ে ‘ফ্রি রোল’-এ খেলে সাফল্য পেয়েছিলেন তিনি। নাইট রাইডার্সের হয়েও তাঁকে সেভাবেই ব্যবহার করতে পারেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিও ও নয়া মেন্টর ডোয়েন ব্র্যাভো। পৌনে ২৪ কোটির ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) দেখা যেতে পারে চার নম্বরে। ২০১৪তে নাইটদের খেতাব জয়ের নায়ক মনীশ পাণ্ডের স্থান হচ্ছে না প্রথম একাদশে, বরং পাঁচ নম্বরে তুলে আনা হতে পারে রিঙ্কু সিং-কে। ছয় ও সাতে ‘ফিনিশার’-এর ভূমিকায় দেখা যাবে আন্দ্রে রাসেল (Andre Russell) ও রমনদীপ সিং-কে। বোলিং-এর ধার বাড়াবেন তাঁরা দু’জন। হর্ষিত রাণা, অনরিখ নর্খিয়ার (Anrich Nortje) মত দুই ফাস্ট বোলারকে আজ দেখা যাবে মাঠে। থাকতে পারেন নাইটদের ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ চেতন সাকারিয়া’ও। নারাইনের সাথে ঘূর্ণির জাল বোনার দায়িত্ব ভাগ করে নেবেন বরুণ চক্রবর্তী।

Read More: IPL 2025: KKR বনাম RCB ম্যাচের টিকিট ব্ল্যাক, CAB’র নাকের ডগায় ঘটছে বেনজির ঘটনা !!

IPL 2025 ম্যাচের সময়সূচি-

কলকাতা নাইট রাইডার্স (KKR) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)

ম্যাচ নং- ০১

তারিখ- ২২/০৩/২০২৫

ভেন্যু- ইডেন গার্ডেন্স, কলকাতা

সময়- রাত ৮টা (ভারতীয় সময়)

Eden Gardens Pitch Report (পিচ রিপোর্ট)-

Eden Gardens, Kolkata | Image: Getty Images
Eden Gardens, Kolkata | Image: Getty Images

ক্রিকেটের নন্দনকাননে আইপিএলের (IPL) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হওয়ার কথা কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। একটা সময় ইডেনে সাধারণত মন্থর উইকেট চোখে পড়ত। ছড়ি ঘোরাতেন স্পিনাররা। কিন্তু সাম্প্রতিক অতীতে ১৮০ ডিগ্রী বদলে গিয়েছে বাইশ গজের চরিত্র। পাটা পিচে প্রায়শই বড় রানের ইমারত গড়েছেন ব্যাটাররা। গত বছর এই মাঠেই রেকর্ড রান তাড়া করে নাইটদের হারিয়েছিলো পাঞ্জাব কিংস। এবারও কলকাতায় রানের রংমশাল দেখা গেলে অবাক হওয়ার কোনো কারণ নেই। ইতিপূর্বে ৯৩টি আইপিএল (IPL) ম্যাচ আয়োজিত হয়েছে ইডেনে। এর মধ্যে ৩৮টিতে প্রথম ব্যাটিং করা দল জিতেছে। রান তাড়া করে জয় এসেছে ৫৫টিতে। পরিসংখ্যানের দিকে তাকিয়ে আজও টসজয়ী অধিনায়ক প্রথমে প্রতিপক্ষকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানাতে পারেন।

Kolkata Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

Kolkata Weather Forecast | Image: Twitter
Kolkata Weather Forecast | Image: Twitter

 

 

আইপিএলের (IPL) উদ্বোধনের দিকে ক্রিকেটজনতার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। শনিবার সকাল থেকেই আকাশের মুখভার। দফায় দফায় হচ্ছে বৃষ্টিও। আজ সন্ধ্যে ৬টা থেকে রাত ৯টা’র মধ্যে বর্ষণের সম্ভাবনা রয়েছে ৪০ শতাংশ। মাঠ আদৌ ম্যাচের জন্য প্রস্তুত করে তোলা যাবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে বিসিসিআই-এর। ভেস্তে যেতে পারে তাও। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে যে আজ ‘সিটি অফ জয়-এর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৫ শতাংশ থাকার সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতিবেগ হতে পারে ৬ কিলমিটার প্রতি ঘন্টা।

KKR vs RCB, হেড টু হেড পরিসংখ্যান-

KKR vs RCB | IPL | Image: Getty Images
KKR vs RCB | Image: Getty Images

২০০৮ সালে আইপিএলের (IPL) প্রথম মরসুমে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। ২০২৫-এ টুর্নামেন্টের অষ্টাদশতম মরসুমেও প্রথম ম্যাচে মুখোমুখি এই দুই দলই। গত সতেরো বছরে ৩৪ টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই ফ্র্যাঞ্চাইজি। এর মধ্যে ২০টিতে জিতেছে কলকাতা। ১৪টি ম্যাচে জয় পেয়েছে বেঙ্গালুরু। গত দুই বছর বিরাটদের বিরুদ্ধে অপরাজিত বেগুনি-সোনালী শিবির।

IPL 2025 লাইভ স্ট্রিমিং-

আইপিএলের (IPL) সবক’টি ম্যাচের টেলিভিশন সম্প্রচার হবে স্টার স্পোর্টস ও স্পোর্টস ১৮-এর বিভিন্ন চ্যানেলে। লাইভ স্ট্রিমিং দেখতে দর্শকেরা চোখ রাখতে পারেন জিওহটস্টার অ্যাপ ও ওয়েবসাইটেও।

সম্ভাব্য একাদশ-

ওপেনিং- সুনীল নারাইন ✈️, ক্যুইন্টন ডি কক ✈️

মিডল অর্ডার- অজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং

ফিনিশার- আন্দ্রে রাসেল ✈️, রমনদীপ সিং

বোলিং- হর্ষিত রাণা, অনরিখ নর্খিয়া ✈️, বরুণ চক্রবর্তী, চেতন সাকারিয়া

উইকেটরক্ষক- ক্যুইন্টন ডি কক ✈️

এক নজরে KKR-এর সম্ভাব্য একাদশ-

সুনীল নারাইন ✈️, ক্যুইন্টন ডি কক (উইকেটরক্ষক) ✈️, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল ✈️, রমনদীপ সিং, হর্ষিত রাণা ✈️, অনরিখ নর্খিয়া, বরুণ চক্রবর্তী, চেতন সাকারিয়া।

ইমপ্যাক্ট প্লেয়ার-

ব্যাটিং-এর ক্ষেত্রে- লভনীত সিসোদিয়া / অঙ্গকৃষ রঘুবংশী

বোলিং-এর ক্ষেত্রে- বৈভব আরোরা / মায়াঙ্ক মারকণ্ডে

Also Read: IPL 2025: আইপিএলের কমেন্ট্রি প্যানেল থেকে বাদ ইরফান পাঠান, বিতর্কের ঝড় ক্রিকেট মহলে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *