IPL 2025: আইপিএলের (IPL) উদ্বোধনের দিনই মুখ থুবড়ে পড়লো গতবারের চ্যাম্পিয়নরা। ইডেন গার্ডেন্সে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারতে হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। টসের মুদ্রা পড়ে নি নাইট অধিনায়ক রাহানের ভাগ্যে। প্রথম ব্যাটিং করতে হয় ‘হোম টিম’কে। শুরুতেই ডি কক’কে খুইয়েও লড়াইতে টিকে ছিলো কলকাতা। নেপথ্যে সুনীল নারাইন ও অজিঙ্কা রাহানের অনবদ্য জুটি। কিন্তু তাঁরা ফিরতেই হুড়মুড়িয়ে ভাঙলো নাইট রাইডার্সের (KKR) ব্যাটিং। একটা সময় মনে হচ্ছিলো ২২০ পেরিয়ে যাবে স্কোর। সেখান থেকে থামতে হলো ১৭৪-এই। রান তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসনে আস্থা রেখেছিলো বেঙ্গালুরু (RCB)। প্রাক্তন ‘নাইট’ ফিল সল্টের ধুন্ধুমার অর্ধশতক জয়ের দিকে এগিয়ে দেয় তাদের। পঞ্চাশের মাইলস্টোন ছুঁলেন কোহলিও। পাটিদার, লিভিংস্টোনদের ঝোড়ো ক্যামিওতে ভর করে ২২ বল বাকি থাকতেই ২ পয়েন্ট ছিনিয়ে নিলো আরসিবি।
Read More: সল্ট-বিরাটের বিধ্বংসী ব্যাটিংয়ে মেতে উঠলো ইডেন গার্ডেন্স, উদ্বোধনী ম্যাচে KKR-কে পরাস্ত করলো RCB !!
১) প্রথম ওভারেই বিপাকে কলকাতা-
জশ হ্যাজেলউডের ইনস্যুইং সামলাতে না পেরে প্রথম ওভারের পঞ্চম বলেই উইকেট ছুঁড়ে দিয়ে আসেন ক্যুইন্টন ডি কক। ডান দিকে ঝাঁপিয়ে অনবদ্য ক্যাচ দস্তানাবন্দী করেছিলেন জিতেশ শর্মা। ৪ রানের মাথায় প্রথম উইকেট খোয়াতে হয় নাইট রাইডার্সকে।
২) প্রত্যাঘাত রাহানে-নারাইন জুটির-

প্রথম ওভারেই উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিলো কলকাতা নাইট রাইডার্স। কঠিন পরিস্থিতি থেকে দলকে উদ্ধার করেন অধিনায়ক অজিঙ্কা রাহানে ও সুনীল নারাইন। ইনিংসের চতুর্থ ওভার থেকে প্রত্যাঘাত শুরু করেন তাঁরা। পাওয়ার প্লে’র প্রথম তিন ওভারে মাত্র ৯ রান তুলতে সক্ষম হয়েছিলো বেগুনি-সোনালী শিবির। শেষের তিন ওভার থেকে আসে আরও ৫১ রান। রসিক দার সালাম, ক্রুণাল পাণ্ডিয়া বা যশ দয়াল, রেহাই পান নি কেউই।
৩) দুর্দান্ত অর্ধশতক অধিনায়কের ব্যাটে-

নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে আজই প্রথম মাঠে নামলেন অজিঙ্কা রাহানে। অনবদ্য ইনিংস এলো তাঁর ব্যাট থেকে। নবম ওভারের প্রথম বলে সুয়শ শর্মাকে স্লগ স্যুইপে ছক্কা হাঁকিয়ে অর্ধশতকের গণ্ডী পেরোন তিনি। হাফ সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন সুনীল নারাইন’ও। কিন্তু ৪৪ রানের মাথায় রসিক দার সালামের বলে উইকেটরক্ষক জিতেশ শর্মার হাতে ধরা পড়েন তিনি। ভাঙে ১০৩ রানের পার্টনারশিপ।
৪) ভাঙন ধরে মিডল অর্ডারে-
সুনীল নারাইন আউট হওয়ার কিছুক্ষণের মধ্যেই আউট হন অজিঙ্কা রাহানেও। দুই ‘সেট’ ব্যাটার ফেরার পর আক্রমণের ঝাঁজ বজায় রাখতে পারে নি কলকাতা নাইট রাইডার্স। পৌনে ২৪ কোটির ভেঙ্কটেশ আইয়ার ফেরেন ৬ রান করে। ১০-এর বেশী করতে পারেন নি রিঙ্কু সিং। আন্দ্রে রাসেলও আউট হন ৪ রান করেই। অঙ্গকৃষ রঘুবংশীর ২২ বলে ৩০ রানের লড়াকু ইনিংস শেষমেশ ২০ ওভারে ১৭৪-এ পৌঁছে দেন কলকাতাকে।
৫) ইডেনে তাণ্ডব ফিল সল্টের-

রান তাড়া করতে নেমে শুরুতেই ঝড় তোলেন প্রাক্তন ‘নাইট’ ফিল সল্ট। বৈভব আরোরাকে তিনি স্বাগত জানান বাউন্ডারি হাঁকিয়ে। এই মরসুমে কলকাতার অন্যতম বোলিং ভরসা বরুণ চক্রবর্তী। তামিলনাড়ুর স্পিনারের রহস্যও আজ ভেদ করেন সল্ট। তাঁর এক ওভার থেকে আসে ২১ রান। মাত্র ২৫ বল খেলেই অর্ধশতকের মাইলস্টোন ছুঁয়ে ফেলেছিলেন ইংল্যান্ডের তারকা। শেষমেশ ৩১ বলে ৯টি চার ও ২টি ছক্কায় ৫৬ করে আউট হলেও বেঙ্গালুরুর জয়ের ভিত গড়ে দিয়ে যান তিনি।
৬) কোহলির ব্যাটে হাফসেঞ্চুরি-
গতবারের কমলা টুপি বিজয়ী বিরাট কোহলিও এবারের আইপিএলের শুরুটা করলেন দুর্দান্ত ভাবে। শুরুতে সল্ট’কে বড় শট খেলার সুযোগ দিচ্ছিলেন তিনি। গুটিয়ে রেখেছিলেন নিজেকে। ইংল্যান্ডের ক্রিকেটার আউট হওয়ার পর হাত খোলেন ভারতীয় সুপারস্টার। দুর্দান্ত অর্ধশতক এলো তাঁর ব্যাট থেকেও। এই নিয়ে আইপিএলের আঙিনায় ৫৭তম বার পঞ্চাশের মাইলস্টোন ছুঁলেন তিনি। ৩৬ বলে ৫৯ করে শেষমেশ অপরাজিতই থাকলেন বিরাট।
৭) জয় দিয়ে যাত্রা শুরু বেঙ্গালুরুর-

ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে তিন নম্বরে নেমেছিলেন দেবদত্ত পাডিক্কাল। ১০ বলে ১০ করে সুনীল নারাইনের শিকার হন তিনি। চারে নেমেছিলেন অধিনায়ক রজত পাটিদার। মিডল অর্ডারের ভার আরও একবার যে তিনি নিজের কাঁধে তুলে নিতে তৈরি তা বুঝিয়ে দিলেন মধ্যপ্রদেশের ক্রিকেটার। ২১২.৫০ স্ট্রাইক রেটে ২৬ বলে ৩৪ করেন তিনি। ফিনিশিং টাচটা দিলেন লিয়াম লিভিংস্টোন। মাত্র ৫ বলে ১৫ করে বেঙ্গালুরুকে উদ্বোধনী ম্যাচে জয় উপহার দিলেন তিনি। ২টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান ইংল্যান্ডের অলরাউন্ডার।