ipl-2025-kkr-to-release-venkatesh-iyer

IPL 2025: ২০২৪ সালে দুর্দান্ত পারফর্ম্যান্স করেছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। একপেশে ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে গুঁড়িয়ে দিয়ে তৃতীয় আইপিএল (IPL) ট্রফি ঘরে তুলেছিলো বেগুনি-সোনালী শিবির। সঙ্গত কারণেই ২০২৫-এও তাদের থেকে প্রত্যাশা ছিলো আকাশছোঁয়া। কিন্তু তার ছিটেফোঁটাও পূরণ করতে পারে নি নাইট বাহিনী। এবার ১৪ ম্যাচের মধ্যে মাত্র পাঁচটি জিততে পেরেছে তারা। বৃষ্টিতে ভেস্তে গিয়েছে দু’টি ম্যাচ। আর ৭টি ম্যাচে পরাস্ত হতে হয়েছে তাদের। ১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে মরসুম শেষ করেছে কলকাতা (KKR)। এই ব্যর্থতা নিয়ে কাটাছেঁড়া করতে বসে দলগঠনের ভুলত্রুটির দিকেই আঙুল তুলছেন বিশেষজ্ঞরা। শ্রেয়স আইয়ার, ফিল সল্ট, মিচেল স্টার্কদের ছেড়ে দেওয়াই ‘কাল’ হয়েছে, বলছেন তাঁরা। বিকল্প খুঁজে উঠতে পারে নি শাহরুখ খানের দল, বিশ্লেষণ তাঁদের।

Read More: “হীরা হারিয়ে কপাল চাপড়াচ্ছে…” শ্রেয়সকে ছেড়ে দেওয়ার মাশুল গুনতে হলো KKR-কে, সমাজ মাধ্যমে শুরু হল চর্চা !!

ভেঙ্কটেশকে রিলিজ করবে কলকাতা-

Venkatesh Iyer | IPL | Image: Getty Images
Venkatesh Iyer | IPL | Image: Getty Images

রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী, হর্ষিত রাণা ও রমনদীপ সিং-কে ’রিটেন’ করার পর মাত্র ৫২ কোটি টাকা অকশন পার্সে ছিলো কলকাতা নাইট রাইডার্সের (KKR)। সেই অর্থের সিংহভাগটাই ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer) পিছনে খরচ করে তিন বারের চ্যাম্পিয়নরা। ২৩ কোটি ৭৫ লক্ষ টাকার বিনিময়ে মধ্যপ্রদেশের অলরাউন্ডারকে ফেরানো হয় কেকেআর স্কোয়াডে। সেই প্রাইসট্যাগের প্রতি সুবিচার করতে পারেন নি ভেঙ্কটেশ (Venkatesh Iyer)। চলতি মরসুমে ১১ ম্যাচে ২০.২৮ গড়ে মাত্র ১৪২ রান করতে সক্ষম হয়েছেন তিনি। বল করেন নি একটি ম্যাচেও। বেশ কয়েকটি খেলায় কার্যত বাধ্য হয়েই ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে তাঁকে ব্যবহার করতে হয়েছে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও মেন্টর ডোয়েন ব্র্যাভোকে। মরসুমের শেষ ম্যাচে বাদই দেওয়া হয়েছিলো তাঁকে।

এবারের হতশ্রী পারফর্ম্যান্সের পর ২০২৬-এর আইপিএলে (IPL) কি আর ভেঙ্কটেশ আইয়ারকে ধরে রাখবে কলকাতা? নেতিবাচক উত্তরই দিয়েছেন আকাশ চোপড়া। একটি ইউটিউব ভিডিওতে টিম ইন্ডিয়া ও নাইট রাইডার্সের প্রাক্তনী জানিয়েছেন, “ওরা (কেকেআর) যে আজ ভেঙ্কটেশ আইয়ারকে খেলায় নি সেটাই বড় খবর। ও ইমপ্যাক্ট বিকল্পের তালিকায় ছিলো কিন্তু তাও ওকে ব্যাট করতে পাঠানো হয় নি। মনীশ পাণ্ডে ও অঙ্গকৃষ রঘুবংশীকে ব্যাট করতে পাঠানো হয়েছে। রমনদীপ সিং ও রিঙ্কু সিং’কে খেলানো হয়েছে। সবাই সুযোগ পেয়েছে, কেবল ভেঙ্কিই বাইরে ছিলো। এটাই কি আগামী মরসুমে ভেঙ্কিকে বাদ দেওয়ার ইঙ্গিত? তাহলে ২৩ কোটি টাকা বাড়তি পাওয়া যাবে। তারপর ওকে কম দামে কেনার চেষ্টা করা যেতে পারে। এটা একটা সম্ভাবনা তবে আমি মনে করে যে আগামী বছরের জন্য একটা ইঙ্গিত তো পাওয়াই গেছে।”

রাহানেকে কাঠগড়ায় তুললেন শেহবাগ-

Ajinkya Rahane | IPL | Image: Twitter
Ajinkya Rahane | IPL | Image: Twitter

বেঙ্গালুরুর বিরুদ্ধে হেরে এবারের আইপিএল (IPL) অভিযান শুরু করেছিলো নাইট রাইডার্স (KKR)। গত রবিবার সানরাইজার্সের বিরুদ্ধে হেরে দৌড় থামলো তাদের। ২৮০ রান তাড়া করতে নেমে তারা গুটিয়ে গেলো ১৬৮তেই। এই হতাশাজনক পারফর্ম্যান্সের দায় অধিনায়ক রাহানে ও কেকেআর ম্যানেজমেন্টের উপর চাপিয়েছেন প্রাক্তনী বীরেন্দ্র শেহবাগ (Virender Sehwag)। ক্রিকবাজের একটি অনুষ্ঠানে তিনি বলেন, “কোথাও লেখা নেই যে অধিনায়ককে প্রথম তিনের মধ্যে ব্যাটিং করতে হবে। (ঋষভ) পন্থকে দেখুন। ও নিজের আগে অন্যান্য খেলোয়াড়দের পাঠাচ্ছিলো কারণ তারা ফর্মে ছিলো। লক্ষ্ণৌ সেটার ফায়দাও তুলেছে।” “কেকেআর’ও সেটা করতে পারত। সেটা টিম ম্যানেজমেন্ট আর কোচিং স্টাফদের দায়িত্ব ছিলো। চেন্নাই’ও গুজরাতের বিরুদ্ধে এটাই করেছিলো-শিবম দুবে ও ডিওয়াল্ড ব্রেভিস ব্যাটিং অর্ডারের উপরের দিকে উঠে এসেছিলো।”

Also Read: IPL 2025: ফাঁস হলো চমকপ্রদ তথ্য, ৩ জুন আইপিএলের ফাইনাল খেলবে এই দুই দল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *