IPL 2025: ২০২২ থেকে নাইট রাইডার্সের নেতৃত্বে ছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ২০২৪-এ তাঁর হাত ধরে আইপিএল (IPL) ট্রফিও জেতে ‘সিটি অফ জয়’-এর ফ্র্যাঞ্চাইজি। অবসান হয় এক দশকের অপেক্ষার। কিন্তু বছর ঘোরার আগেই বিচ্ছেদ দুই পক্ষের। মেগা নিলামের আগে যে রিটেনশন তালিকা প্রকাশ করে কলকাতা (KKR), সেখানে নাম ছিলো না শ্রেয়সের। সংবাদমাধ্যম সূত্রে জানা যায় যে পরিমাণ অর্থ দাবী করেছিলেন তারকা ক্রিকেটার, তা দিতে রাজী হন নি শাহরুখ খান, ভেঙ্কি মাইশোররা। জেড্ডার মেগা নিলামে শ্রেয়সকে দলে ফেরানোর চেষ্টা করেছিলো নাইট শিবির, কিন্তু তীব্র প্রতিদ্বন্দ্বীতার মুখে পড়ে শেষমেশ পিছিয়েই আসতে হয়। ২৬ কোটি ৭৫ লক্ষ টাকায় পাঞ্জাব কিংসে নাম লেখান তিনি। শ্রেয়স হাতছাড়া হওয়ায় আপাতত অধিনায়কের পদ শূন্য নাইট (KKR) শিবিরে। কে পাচ্ছেন সিংহাসন? হন্যে হয়ে প্রশ্নের উত্তর খুঁজছে ক্রিকেটজনতা।
Read More: ভারত-পাকিস্তান মিলিয়ে পছন্দের একাদশ বাছলেন আকাশ চোপড়া, তালিকায় ‘নো এন্ট্রি’ পাক খেলোয়াড়দের !!
চলতি মাসের শেষে আসতে পারে ঘোষণা-

আইপিএল (IPL) শুরু হতে আর এক মাস’ও বাকি নেই। কিন্তু ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’দের পরবর্তী অধিনায়ক কে হবেন তা নিয়ে এখনও রয়েই গিয়েছে ধোঁয়াশা। মেগা নিলামে যেভাবে সর্বস্ব পণ করে ভেঙ্কটেশ আইয়ারকে পেতে ঝাঁপিয়েছিলো কলকাতার (KKR) থিঙ্কট্যাঙ্ক তাতে অনেকেরই মনে হয়েছিলো যে মধ্যপ্রদেশের অলরাউন্ডারই পাচ্ছেন দায়িত্ব। কিন্তু গত দুই-আড়াই মাসে তেমন কোনো ইঙ্গিত মেলে নি বেগুনি-সোনালী বাহিনীর তরফ থেকে। বরং এই মুহূর্তে থিঙ্কট্যাঙ্কের প্রথম পছন্দ নাকি অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। ২০২২-এ কলকাতায় ছিলেন মুম্বইয়ের ক্রিকেটার। মাঝে দুই বছর খেলেছেন চেন্নাই সুপার কিংসে। এবারের মেগা নিলামে তাঁকে ফের দলে ফিরিয়েছে শাহরুখের ফ্র্যাঞ্চাইজি। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও অধিনায়কত্বের পূর্ব অভিজ্ঞতা রয়েছে রাহানের, যা তাঁকে এগিয়ে রাখছে বলে খবর।
ভেঙ্কটেশ (Venkatesh Iyer) নিজে অবশ্য নেতৃত্বের জন্য তৈরি। সম্প্রতি ইএসপিএন ক্রিকইনফোকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “যদি অধিনায়কত্বের সুযোগ পাই তাহলে অবশ্যই তা করতে চাইবো। এটা নিয়ে কোনো অস্পষ্টতা নেই আমার মনে। আমি অবশ্যই করবো সুযোগ পেলে। না করার কোনো কারণ’ই নেই।” শেষমেশ কার ভাগ্যে শিকে ছেঁড়ে তা জানতে আর বেশীদিন অপেক্ষা করতে হবে না, বলেই খবর মিলেছে সূত্র মারফত। জানা গিয়েছে যে অধিনায়কের নাম ইতিমধ্যে চূড়ান্ত করে ফেলেছেন ভেঙ্কি মাইশোররা। ফেব্রুয়ারির শেষে অথবা মার্চের একদম শুরুতেই ঘোষণা করা হতে পারে। প্রসঙ্গত নাইট রাইডার্সের মতই নতুন অধিনায়কের নাম ঘোষণার ক্ষেত্রে ধীরে চলো নীতি নিয়েছে দিল্লী ক্যাপিটালস (DC)। আগামী কয়েক দিনের মধ্যে সিদ্ধান্ত সর্বসমক্ষে আনতে পারে তারাও। কে এল রাহুলের (KL Rahul) সাথে দিল্লীর নেতা হওয়ার দৌড়ে রয়েছেন অক্ষর প্যাটেল।
নতুন অধিনায়ক লক্ষ্ণৌ, বেঙ্গালুরুতেও-

এই বছরের আইপিএলে (IPL) একাধিক ফ্র্যাঞ্চাইজির দায়িত্বে দেখা যাবে নয়া অধিনায়কদের। লক্ষ্ণৌ সুপারজায়ান্টস ভরসা রেখেছে ঋষভ পন্থের উপর। দিল্লী ছেড়ে রেকর্ড ২৭ কোটি টাকায় সুপারজায়ান্টস শিবিরে যোগ দিয়েছেন তারকা উইকেটরক্ষক-ব্যাটার। দিনকয়েক আগে কলকাতায় একটি অনুষ্ঠানে তাঁর হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। ফাফ দু প্লেসি’র বিদায়ের পর অধিনায়কহীন হয়ে পড়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’ও। বিশেষজ্ঞদের অনেকেই মনে করেছিলেন যে পুনরায় দায়িত্বে ফেরানো হবে বিরাট কোহলিকে। কিন্তু সেই পথে হাঁটেন নি বেঙ্গালুরু কর্মকর্তারা। বরং মধ্যপ্রদেশের রজত পাটিদারকে নতুন অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। পাঞ্জাবে গিয়ে অধিনায়কত্ব পেয়েছেন শ্রেয়স আইয়ার’ও। প্রীতি জিন্টার দলের সপ্তদশতম নেতা হিসেবে ২০২৫-এ আইপিএলে (IPL) দায়িত্ব সামলাবেন তিনি।