ipl-2025-kkr-fans-slam-venkatesh-iyer

IPL 2025:  গত মরসুমে দুর্দান্ত ক্রিকেট খেলে আইপিএল (IPL) জিতেছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। এক দশক পর খেতাব এসেছিলো ‘সিটি অফ জয়’-এ। আনন্দে ভেসেছিলেন সমর্থকেরা। কিন্তু বছর ঘোরার আগেই বদলে গিয়েছে পরিস্থিতি। ‘মেন্টর’ পদ থেকে সরে দাঁড়িয়েছেন সাফল্যের ‘মাস্টারমাইন্ড’ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। বর্তমানে টিম ইন্ডিয়ার কোচ তিনি। চ্যাম্পিয়ন স্কোয়াডের বেশ কয়েকজন স্তম্ভকেও খোয়াতে হয়েছে মেগা নিলামের আগে। ট্রফিজয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ছেড়ে দিয়েছেন কর্মকর্তারা। পেস নক্ষত্র মিচেল স্টার্ক, তারকা ব্যাটার নীতিশ রাণাদেরও ঠাঁই হয়েছে অন্য দলে। কিন্তু তাঁদের সঠিক বিকল্প খুঁজতে পারে নি কলকাতা। ফলাফলও মিলেছে হাতেনাতে। ২০২৫-এর আইপিএলের (IPL) শুরুতেই মুখ থুবড়ে পড়েছে ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’রা। রাজস্থানের বিরুদ্ধে জিতলেও হারতে হয়েছে বেঙ্গালুরু ও মুম্বইয়ের বিরুদ্ধে।

গত ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডা শহরে বসেছিলো আইপিএলের (IPL) মেগা নিলামের আসর। নাইটদের (KKR) নিলাম স্ট্র্যাটেজি আপাতত প্রশ্নের মুখে। ৫২ কোটি টাকার পার্স ছিলো হাতে। স্টার্ক (Mitchell Starc), শ্রেয়স, ফিল সল্টদের (Phil Salt) মত গত মরসুমের পরীক্ষিত ম্যাচ উইনারদের পিছনে না ছুটে ভেঙ্কি মাইশোর, চন্দ্রকান্ত পণ্ডিতরা মরিয়া হন ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) দলে ফেরাতে। ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করেন মধ্যপ্রদেশের অলরাউন্ডারের জন্য। ভেঙ্কটেশ কার্যকরী ক্রিকেটার হলেও এই বিপুল প্রাইস ট্যাগের যোগ্য নন বলেই মনে করছেন নাইট (KKR) সমর্থকদের অধিকাংশই। ২০২৫ মরসুমে ভেঙ্কটেশের পারফর্ম্যান্সও সমর্থন করছে তাদের দাবীকেই। আইপিএলের (IPL) উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে তিনি করেছিলেন ৬। মুম্বইয়ের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে এসেছে ৩ রান।

Read More: IPL 2025: চিন্নাস্বামীতে চোটের কবলে কোহলি, গুজরাতের বিরুদ্ধে জোড়া ধাক্কা খেলো রয়্যাল চ্যালেঞ্জার্স !!

ক্ষোভে ফুঁসছেন নাইট সমর্থকেরা-

Venkatesh Iyer | IPL | Image: Getty Images
Venkatesh Iyer | Image: Getty Images

পক্ষান্তরে নতুন দলের হয়ে ইতিমধ্যেই ফুল ফোটানো শুরু করে দিয়েছেন স্টার্ক, রাণা, সল্ট, শ্রেয়সরা। দিল্লী ক্যাপিটালসের (DC) হয়ে দুই ম্যাচ খেলে বাম হাতি পেসার স্টার্কের ঝুলিতে ৮ উইকেট। তাঁর বদলি হিসেবে যে স্পেন্সার জনসনকে নিয়েছে নাইট রাইডার্স, তিনি ৩ ম্যাচে পেয়েছেন মাত্র ১ উইকেট। ফিল সল্ট’ও (Phil Salt) বেঙ্গালুরুর হয়ে ইতিমধ্যে দু’টি ঝোড়ো ইনিংস খেলেছেন। তাঁর বিকল্প হিসেবে ক্যুইন্টন ডি কক’কে নিয়েছে কলকাতা। ‘দুর্বল’ রাজস্থানের বিপক্ষে তিনি রান পেলেও ব্যর্থ হয়েছেন বেঙ্গালুরু ও মুম্বইয়ের বিপক্ষে। শ্রেয়সের বদলে এবার বেগুনি-সোনালী বাহিনীর অধিনায়ক করা হয়েছে অজিঙ্কা রাহানেকে (Ajinkya Rahane)। পাঞ্জাব কিংসের হয়ে দুই ম্যাচে শ্রেয়সের রান সংখ্যা যেখানে ৯৭* ও ৫২*, সেখানে নাইটদের বর্তমান নেতার ঝুলিতে ৫৬, ১৮, ১১। মিডল অর্ডারে নীতিশ রাণার বিকল্প এখনও খুঁজে পায় নি কলকাতা।

ভেঙ্কটেশের (Venkatesh Iyer) জন্য অকশন পার্সের প্রায় অর্ধেক খরচ করে বসাই কাল হয়েছে নাইটদের (KKR) জন্য, মনে করেন নেটজনতা। সেই কারণেই অন্যান্য তারকাদের জন্য বাজি লাগানো সম্ভব হয় নি, অভিমত তাঁদের। ‘শ্রেয়স, সল্ট, স্টার্কদের জন্য হাত না বাড়িয়ে ভেঙ্কটেশকে ফেরানোর বুদ্ধিটা যার মাথা থেকে বেরিয়েছিলো, তিনি মানুষ নয় মহামানব,’ ব্যাঙ্গের সুরে লিখেছেন এক নাইট রাইডার্স সমর্থক। ‘নিজেদের হাতে দলটা শেষ করেছেন কর্মকর্তারা। ওনাদের কখনও ক্ষমা করা হবে না। সব মনে রাখা হবে,’ মন্তব্য আরেকজনের। ‘দলমালিক শাহরুখ খান ক্রিকেটীয় বিষয়ে হস্তক্ষেপ করেন না ঠিকই, কিন্তু যাঁরা করেন তাঁদেরও সম্ভবত আর করা উচিৎ নয়,’ এক সমর্থক নিশানা করেছেন সিইও ভেঙ্কি মাইশোর (Venky Mysore) ও থিঙ্কট্যাঙ্কের অন্যান্য সদস্যদের। ‘এবার আর ট্রফির আশা নেই,’ আক্ষেপ আরও একজনের।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025: বেঙ্গালুরুর জয়রথ থামালো গুজরাত, ঘরের মাঠে ৮ উইকেটের ব্যবধানে হার বিরাটদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *