ipl-2025-kkr-fans-heckled-at-wankhede

IPL 2025: গত সোমবার ওয়াংখেড়ে স্টেশনে মুখোমুখি হয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স (KKR)। ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’দের পরাজিত করে চলতি আইপিএলের (IPL) প্রথম জয় ছিনিয়ে নিলো মুম্বই (MI)। টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। শুরু থেকেই নড়বড়ে ছিলো কলকাতার ব্যাটিং। প্রথম ধাক্কা দেন ট্রেন্ট বোল্ট ও দীপক চাহার। এরপর নবাগত অশ্বিনী কুমারের ঝোড়ো স্পেলে নাস্তানাবুদ হতে দেখা গেলো অজিঙ্কা রাহানে, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেলকদের। শেষমেশ ১১৬ অবধি কোনোক্রমে পৌঁছতে পারে বেগুনি-সোনালী বাহিনী। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট খুইয়েই লক্ষ্যে পৌঁছে যায় মুকেশ আম্বানির দল। রোহিত শর্মা রান না পেলেও ধুন্ধুমার অর্ধশতক করেন আরেক ওপেনার রায়ান রিকলটন। ৯ বলে ২৭* করেন সূর্যকুমার যাদবও। মাঠের লড়াইতে মুম্বই মসৃণ জয় পেলেও মাঠের বাইরে বিতর্কে তারা।

Read More: IPL 2025 RCB vs GT: বাদ পড়ছেন দেবদত্ত পাডিক্কাল, গুজরাতের বিরুদ্ধে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বেঙ্গালুরু !!

সোমবারের ম্যাচটি মুম্বইতে খেলা হলেও কলকাতা নাইট রাইডার্সেরও (KKR) বহু সমর্থক উপস্থিত ছিলেন মাঠে। প্রবাসী বাঙালিদের পাশাপাশি নাইট দলমালিক শাহরুখ খানের বহু ভক্ত’ও বেগুনি-সোনালী জার্সি গায়ে চাপিয়ে উপস্থিত হয়েছিলেন ওয়াংখেড়ে স্টেডিয়ামে। কিন্তু চরম হয়রানির মুখে পড়তে হয় তাঁদের। প্রিয় দলকে সমর্থন করতে যে সব পোস্টার নিয়ে গিয়েছিলেন তাঁরা, সেগুলি কেড়ে নিয়ে ডাস্টবিনে ফেলে দেন মাঠকর্মীরা। নাইট রাইডার্সের পতাকার লাঠিগুলিও নিরাপত্তার অজুহাতে কেড়ে নেওয়া হয়। হতভম্ব সমর্থকেরা পালটা প্রশ্ন করলে মাঠকর্মীদের তরফে জানানো হয়ে যে উর্দ্ধতন কর্তৃপক্ষের তরফ থেকে এমনই নির্দেশ রয়েছে তাঁদের কাছে। শুরু হয় বচসা। কলকাতা সমর্থকদের মধ্যে কেউ কেউ গোটা ঘটনাটির ভিডিও’ও করেন। সেগুলি বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এক কোণে ডাঁই হয়ে রয়েছে নাইটদের পতাকা ও পোস্টার, দেখা গিয়েছে ভিডিওতে। সমর্থকদের সাথে ওয়াংখেড়ে কর্তৃপক্ষের আচরণের তীব্র নিন্দা করেছেন অনেকেই। ‘খেলাটা সমর্থকদের জন্যই, এটা মনে রাখা উচিৎ,’ একজন লিখেছেন ট্যুইটারে। ‘নাইট রাইডার্সের উচিৎ এর প্রতিবাদ করে একটি বিবৃতি জারি করা,’ মন্তব্য আরও একজনের। পতাকার লাঠি খুলে নেওয়ার মধ্যে অনেকেই ভুল দেখছেন না। ১৯৯৬ সালে ইডেন গার্ডেন্সের গ্যালারিতে দর্শক হাঙ্গামার কথা স্মরণ করিয়ে তাঁরা লিখেছেন যে, ‘দর্শকদের নিরাপত্তার কারণেই পতাকার লাঠি কেড়ে নেওয়া হয়। এমনটা শুধুমাত্র ওয়াংখেড়েতে নয়, গোটা দেশের প্রায় সব স্টেডিয়ামেই করা হয়ে থাকে।’ তবে ‘আমি কেকেআর’ বা ‘চ্যাম্পিয়ন’ লেখা পোস্টারে কর্তৃপক্ষের ঠিক কি আপত্তি থাকতে পারে তা নিয়ে ধন্ধে রয়েছেন সকলেই। মাঠের সুযোগসুবিধার উন্নয়ন চান ক্রিকেটপ্রেমীরা।

দেখুন ঘটনার ভিডিও-

Also Read: IPL 2025: PBKS’র বিপক্ষে বিতর্কিত সেলিব্রেশনের জের, বিপুল টাকার জরিমানা LSG’র দিগ্বেশ রাঠির !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *