ipl-2025-kkr-bowlers-trouble-pbks
PBKS vs KKR | Image: Getty Images

IPL 2025: প্রতিপক্ষের ডেরায় গিয়ে তাদের নাস্তানাবুদ করা যেন অভ্যাসে পরিণত করে ফেলছে কলকাতা নাইট রাইডার্স। দিনকয়েক আগে চেন্নাইয়ের বিরুদ্ধে চেপকের বাইশ গজে দাদাগিরি দেখিয়েছিলেন সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী’রা। আজ মুল্লানপুরে পাঞ্জাব কিংসের বিপক্ষেও দেখা গেলো একই ছবি। চলতি আইপিএলে (IPL) এর আগে তিন বার ২০০’র গণ্ডি পেরিয়েছিলেন পাঞ্জাবের ব্যাটাররা। আজ টসে জিতে প্রথম ব্যাটিং করতে নেমে তাঁদের ১০০ তুলতেও বেশ কসরত করতে হলো। পাওয়ার-প্লে’তে আক্রমণের শুরুটা করেছিলেন হর্ষিত রাণা। তিন উইকেট তুলে নেন তিনি। হর্ষিতের গতির পর নারাইন ও বরুণের ঘূর্ণিও রীতিমত চাপে ফেললো ‘কিংস’দের। টপ-অর্ডারের মতই প্রতিরোধ গড়তে ব্যর্থ পাঞ্জাবের মিডল অর্ডার’ও। শেষে শশাঙ্ক সিং ও জেভিয়ার বার্টলেটের লড়াই সত্ত্বেও ১৫.৩ ওভারে ১১১ রানেই গুটিয়ে গেলো তারা।

Read More: “আসল রূপে ফিরে এসেছে…” KKR’এর সামনে ১১১ রানে শেষ হলো পাঞ্জাবের ইনিংস, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!

পাওয়ার প্লে’তে দুরন্ত হর্ষিত-

Harshit Rana and Venkatesh Iyer | IPL | Image: Getty Images
Harshit Rana and Venkatesh Iyer | IPL | Image: Getty Images

ঝড়ের গতিতেই ইনিংসের শুরুটা করেছিলেন প্রিয়াংশ আর্য (Priyansh Arya)। কিন্তু ১২ বলে ২২ রানের বেশী তাঁকে আজ এগোতে দেন নি হর্ষিত রাণা। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে রমনদীপ সিং-এর হাতে ধরা পড়েন বাম হাতি ওপেনার। তিন নম্বরে নেমেছিলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। গত মরসুমে নাইট রাইডার্সের আইপিএল (IPL) ট্রফি জয়ের অন্যতম কারিগর ছিলেন তিনি। তারপরেও আর্থক বিষয়ে সমঝোতা না হওয়ায় তাঁকে ধরে রাখে নি কলকাতা। মুল্লানপুরে আদৌ জবাব দিতে পারবেন শ্রেয়স (Shreyas Iyer)? প্রশ্ন ছিলো ক্রিকেটজনতার মনে। হতাশই করলেন ক্রিকেট তারকা। মাত্র দুই বল টিকলেন ক্রিজে। হর্ষিতের বলেই খাতা খোলার আগে ধরা পড়েন রমনদীপের হাতে। পঞ্চম ওভারে তৃতীয় আঘাত হানেন বরুণ চক্রবর্তী। ফিরিয়ে দেন জশ ইংলিসকে (Josh Inglis)। অজি তারকাকে ৬ বলে ২ করেই থামতে হলো আজ।

পাওয়ার প্লে’তে হর্ষিতকে (Harshit Rana) তিন ওভার বোলিং করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন অজিঙ্কা রাহানে। সাফল্য এনে দিলো তাঁর সেই স্ট্র্যাটেজি। ষষ্ঠ ওভারের একদম শেষ ডেলিভারিতে ক্রিজে জমে যাওয়া প্রভসিমরণ সিং-কেও (Prabhsimran Singh) ফিরিয়ে দেন দিল্লীর পেসার। ১৫ বলে ৩০ করেন উইকেটরক্ষক-ব্যাটার। ৫৪ রানের মধ্যে ৪ উইকেট খুইয়ে বসেছিলো পাঞ্জাব। মুল্লানপুরে রানের মুখ দেখে নি পাঞ্জাব কিংসের (PBKS) মিডল অর্ডার’ও। চার নম্বরে নেমেছিলেন নেহাল ওয়াধেরা। অনরিখ নর্খিয়ার বলে আউট হন ১০ করে। স্টয়নিসের অবর্তমানে ফের একবার গ্লেন ম্যাক্সওয়েলের উপর আস্থা রেখেছিলেন কোচ পন্টিং। ব্যর্থতার অন্ধকার কাটিয়ে উঠতে পারলেন না তিনি। আজ অস্ট্রেলীয় অলরাউন্ডারের সংগ্রহ ৪ বলে ৪ রান। চলতি টুর্নামেন্টে এই নিয়ে পাঁচ ইনিংসে তাঁর সংগ্রহ দাঁড়ালো ৩৮ রান। গড় ৭.৬০।

স্পিনের বিরুদ্ধেও অসহায় পাঞ্জাব-

Varun Chakravarthy and Venkatesh Iyer | IPL | Image: Getty Images
Varun Chakravarthy and Venkatesh Iyer | IPL | Image: Getty Images

হর্ষিত রাণা’র পাশাপাশি পাঞ্জাবের বিরুদ্ধে বল হাতে দাপট দেখালেন নাইট রাইডার্সের দুই স্পিনার বরুণ চক্রবর্তী ও সুনীল নারাইন’ও (Sunil Narine)। ইংলিস ও ম্যাক্সওয়েলকে আউট করেছিলেন বরুণ, নারাইন ফিরিয়ে দেন সূর্যাংশ সেগড়ে ও মার্কো ইয়ানসেন’কে। ৮৬ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে বসেছিলো পাঞ্জাব কিংস। এরপরও স্কোর যে তিন অঙ্কের মাইলস্টোন অন্তত স্পর্শ করলো তার কৃতিত্ব শশাঙ্ক সিং ও জেভিয়ার বার্টলেটের। গত মরসুমে কেকেআরের বিরুদ্ধে হাইস্কোরিং ম্যাচে নায়ক হয়েছিলেন শশাঙ্ক (Shashank Singh)। আজ চাপের মুখে তিনি করলেন ১৮ রান। এছাড়া লকি ফার্গুসনের বদলি হিসেবে খেলতে নামা বার্টলেটের ব্যাট থেকেও এলো ১১। ১৬তম ওভারের প্রথম বলে অস্ট্রেলীয় পেসার রান-আউট হওয়ায় জুটি ভাঙে দুজনের। এরপর বেশীক্ষণ টেকেন নি শশাঙ্কও। বৈভব আরোরার শিকার হন তিনি। ২৭ বল বাকি থাকতেই থেমে যায় পাঞ্জাবের ইনিংস।

Also Read: IPL 2025: সুবিধা করে দেওয়া হয়েছে ধোনিদের, লক্ষ্ণৌ-চেন্নাই ম্যাচ ঘিরে উঠলো ফিক্সিং-এর অভিযোগ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *