ipl-2025-kgf-breaking-up-rrr-doubtful

IPL 2025: ক্যালেন্ডারের হিসেবে ২০২৫-এর আইপিএল (IPL) শুরু হতে বাকি রয়েছে এখনও প্রায় ৯ মাস। কিন্তু এরমধ্যেই পরিকল্পনা শুরু করে দিতে হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলিকে। শেষবার মেগা নিলাম হয়েছিলো ২০২২ সালে। তার তিন বছর পর ফের আয়োজিত হওয়ার কথা মেগা নিলাম। নতুন করে দল সাজানোর কথা ভাবতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিদের। বিসিসিআই-এর এই সিদ্ধান্তে খুশি বেশ কিছু দল, আবার কোনো কোনো শিবির আপত্তি জানিয়েছে নিজেদের ‘সেট কম্বিনেশন’ ভেঙে যাওয়ার আশঙ্কা করে। ফ্র্যাঞ্চাইজিদের দাবীদাওয়া শুনতে গত ৩১ তারিখ একটি বৈঠকও আয়োজন করেছিলো বিসিসিআই। সেখানে একাধিক দলের কর্মকর্তারা প্রস্তাব পেশ করেছেন। আলোচনা হয়েছে রিলিজ-রিটেনশন ও আরটিএম কার্ড নিয়ে। কোনো স্থির সিদ্ধান্তে এখনও উপনীত হতে পারে নি বোর্ড। তারকা খেলোয়াড়দের হারানোর আশঙ্কা তাই থেকেই যাচ্ছে দলগুলির।

Read More: শ্রীলঙ্কা সিরিজের মাঝে বড় খবর, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন শিখর ধাওয়ান !!

ম্যাক্সওয়েল-দু প্লেসির বিদায় নিশ্চিত-

Faf du Plessis and Glenn Maxwell | IPL | Image: Getty Images
Faf du Plessis and Glenn Maxwell | Image: Getty Images

সতেরো বছর ধরে আইপিএলে (IPL) অংশ নিয়েও ট্রফি জেতার সৌভাগ্য হয় নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB)। ২০২৪-এ তাদের নারী দল উইমেন্স প্রিমিয়ার লীগের খেতাব জিতলেও পুরুষ দল প্লে-অফ থেকেই গিয়েছে ছিটকে। ব্যর্থতার ধারাবাহিক চিত্রে বদল আনতে এবার মরিয়া তারা। ২০২৫-এর আইপিএলের আগে নতুন উদ্যমে দল সাজানোর পরিকল্পনা নিচ্ছে বেঙ্গালুরু (RCB) ফ্র্যাঞ্চাইজি। গত ৩১ জুলাই বিসিসিআই সদর দপ্তরে যে বৈঠক হয়েছিলো ফ্র্যাঞ্চাইজিদের সেখানে নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) মত ফ্র্যাঞ্চাইজি মিনি নিলামের পক্ষে মত দিলেও রয়্যাল চ্যালেঞ্জার্স সোচ্চার হয়েছে মেগা নিলামের জন্যই।

আগামী মরসুমের জন্য হয়ত সর্বোচ্চ চারজনকে ধরে রাখার সুযোগ রয়্যাল চ্যালেঞ্জার্সকে দিতে চলেছে বিসিসিআই। বিরাট কোহলিকে (Virat Kohli) তারা যে কোনওমতেই হাতছাড়া করবে না তা নিশ্চিত। বাকি তিনজনের ক্ষেত্রে স্টার পাওয়ারের বদলে সম্ভবত ফর্ম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনাই প্রাধান্য পাবে। সেই তিনজন হতে পারেন মহম্মদ সিরাজ, রজত পতিদার ও উইল জ্যাকস। বেঙ্গালুরুতে গত কয়েক বছর একসাথে খেলেছেন বিরাট কোহলি, ফাফ দু প্লেসি (Faf du Plessis) ও গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। তিন তারকার নাম বা পদবী যুক্ত করে তাঁদের KGF বলে সম্বোধন করতেন অনুরাগীরা। দক্ষিণী সুপারস্টার যশের KGF সিনেমার মতই বহু ম্যাচে ধুন্ধুমার পারফর্ম্যান্স করেছেন তাঁরা। কিন্তু দু প্লেসি, ম্যাক্সওয়েলের ঠাঁই ‘রিলিজ’ তালিকায় হওয়ায় আগামী মরসুমে ভাঙতে চলেছে এই ত্রয়ী।

অনিশ্চিত কলকাতার RRR ত্রয়ীর ভবিষ্যৎ-

Rinku Singh and Nitish Rana | IPL | Image: Getty Images
Rinku Singh and Nitish Rana | IPL | Image: Getty Images

বেঙ্গালুরু’র তিন মূর্তিকে যেমন KGF নামে ডাকতেন সমর্থকেরা, তেমনই সুপারহিট RRR সিনেমার সাথে মিলিয়ে রিঙ্কু (সিং), (আন্দ্রে) রাসেল ও নীতিশ (রাণা)’কে ডাকতেন কলকাতা নাইট রাইডার্স সমর্থকেরা। আসন্ন আইপিএল (IPL) মেগা নিলামে তাঁদের ভবিষ্যৎ নিয়েও রয়েছে সংশয়। রিঙ্কু’কে (Rinku Singh) অনেকেই বলছেন আগামীর সুপারস্টার। ফিনিশার হিসেবে তিনি যে কতটা ভয়ঙ্কর হতে পারেন তা গত দুই মরসুমে প্রমাণ করেছেন উত্তরপ্রদেশের তারকা। সর্বোপরি তাঁর বয়স মাত্র ২৬। সেদিকে তাকিয়ে তাঁকে হয়ত ‘রিটেন’ করবে নাইটরা (KKR)। অন্যদিকে আন্দ্রে রাসেল (Andre Russell) কলকাতা’র সাথে রয়েছেন এক দশক। সাফল্য-ব্যর্থতার সঙ্গী হয়েছেন দীর্ঘ সময়। টি-২০’র দুনিয়ার সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডারও তিনি। ফলে রিটেনড হতে পারেন তিনিও। সংশয় রয়েছে তৃতীয় সদস্য নীতিশ রাণা’কে নিয়ে।

গত মরসুমে চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে কাটাতে হয়েছিলো নীতিশকে (Nitish Rana)। টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে সুযোগ পেলেও বিশেষ সাফল্য পান নি ব্যাট হাতে। বিসিসিআই যদি চার রিটেনশনের শর্ত রাখে ফ্র্যাঞ্চাইজির সামনে তাহলে বাধ্য হয়েই হয়ত নীতিশকে ছাড়তে হবে তাদের। ফের নিলামের টেবিলে নাম উঠবে দিল্লীর ক্রিকেটারের। রিঙ্কু ও রাসেলের পাশাপাশি কলকাতার রিটেনশন তালিকায় অন্য দুটি নাম হতে পারে অধিনায়ক শ্রেয়স আইয়ার ও স্পিনার সুনীল নারাইনের। প্রসঙ্গত রিলিজ-রিটেনশন ছাড়াও শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিকে মেন্টর বাছাইয়ের পরিকল্পনাও সারতে হচ্ছে বর্তমানে। জাতীয় দলের কোচের দায়িত্ব পেয়ে গৌতম গম্ভীর সরে দাঁড়ানোর এই মুহূর্তে শূন্য রয়েছে পদ’টি। কোন মহাতারকাকে বেছে নেয় তারা সেদিকে রয়েছে নজর।

Also Read: “IPL’এর মতন…” চলতি ম্যাচে নিয়ম ভুলে গেলেন কেএল রাহুল, ভুল করে করলেন আবেদন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *