ipl-2025-jitesh-would-have-led-rcb

IPL 2025: গত বৃহস্পতিবার ধর্মশালায় চলছিলো পাঞ্জাব কিংস বনাম দিল্লী ক্যাপিটালস (PBKS vs DC) ম্যাচ। টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো পাঞ্জাব। শ্রেয়স আইয়ারদের স্কোর তখন ১০.১ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১২২ রান। হঠাৎ’ই নিভে যায় স্টেডিয়ামের একটি বাতিস্তম্ভ। যান্ত্রিক গোলযোগ বলে মনে করা হয়েছিলো প্রথমে। পরে নেভে আরও দু’টি বাতিস্তম্ভ। জানা যায় উত্তর ভারতের আকাশে দেখা গিয়েছে পাক ড্রোন। ঝুঁকি এড়াতে ব্ল্যাক-আউটের সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো সেদিন। দর্শকদের মাঠ ছাড়তে নির্দেশ দেওয়া হয়। স্থগিত হয়ে যায় ম্যাচ। শুক্রবার একানা স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’র। কিন্তু সেদিনই দুপুরে বিসিসিআই জানায় যে ভারত-পাক উত্তেজনার আবহে এক সপ্তাহের জন্য স্থগিত রাখা হচ্ছে আইপিএল (IPL)।

Read More: টেস্ট দলের নতুন অধিনায়ক বেছে নিলো BCCI, সহ-অধিনায়কত্ব’ও জুটলো না বুমরাহ’র ভাগ্যে !!

নেতৃত্ব দেওয়ার কথা ছিলো জিতেশের-

Jitesh Sharma | IPL | Image: Getty Images
Jitesh Sharma | IPL | Image: Getty Images

ধর্মশালায় পাঞ্জাব বনাম দিল্লী (PBKS vs DC) ম্যাচ মাঝপথে বন্ধ হওয়ার পর যখন আইপিএল (IPL) চেয়ারম্যান অরুণ ধূমলকে প্রশ্ন করা হয়েছিলো টুর্নামেন্টের ভবিষ্যত নিয়ে তখন আশার বাণীই শুনিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন, “আপাতত শুক্রবারের ম্যাচ হচ্ছে। তবে পরিস্থিতি পাল্টাতে পারে। সবদিক বিচার করেই সিদ্ধান্ত নেওয়া হবে।” শেষমেশ অবশ্য লক্ষ্ণৌ বনাম বেঙ্গালুরু (LSG vs RCB) ম্যাচ আয়োজন করা যায় নি। নবাবের শহর পৌঁছে গিয়েছিলেন বিরাট কোহলি, ফিল সল্ট’রা। তার পরেও সুযোগ পান নি মাঠে নামার। সংবাদমাধ্যম সূত্রে খবর যে ম্যাচ স্থগিত হয়ে যাওয়ায় উৎসাহী ক্রিকেটজনতার পাশাপাশি স্বপ্নভঙ্গ হয়েছে জিতেশ শর্মা’রও (Jitesh Sharma)। বেঙ্গালুরু অধিনায়ক রজত পাটিদার আহত হওয়ায় সুপারজায়ান্টসের বিপক্ষে বেঙ্গালুরুকে নেতৃত্ব দেওয়া কথা ছিলো জিতেশের। কিন্তু সেই সুযোগ থেকে বঞ্চিত হলেন তিনি।

বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির (RCB) তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে নেতৃত্ব সম্ভাবনা হাতছাড়া হওয়ার বিষয়ে মুখ খুলেছেন খোদ জিতেশ (Jitesh Sharma)। বলেন, “আমি খুবই কৃতজ্ঞ ছিলাম এই সুযোগটা পেয়ে। ওরা আমায় আরসিবির অধিনায়কত্ব করার সুযোগ দিচ্ছিলো। সেটা আমার ও আমার পরিবারের জন্য বড় ব্যাপার। আমি সঠিক টিম কম্বিনেশন কি হবে তা নিয়ে ভাবছিলাম। কারণ দেবদত্ত (পাডিক্কাল) ও রজত (পাটিদার) দু’জনেই ছিটকে গিয়েছিলো। ওদের বদলি খুঁজে নেওয়া একটা বড় দায়িত্ব ছিলো। পয়েন্ট টেবিলের অবস্থান অনুযায়ী বলাই যায় যে আমরা ম্যাচটা জিততাম। এতকিছু চলছিলো আমার মাথার ভেতর। গত ২-৩ দিন ধরে কোচ ও খেলোয়াড়দের সাথে বৈঠক করেছি। ব্যাটিং অর্ডার, বোলারদের সাথে আলোচনার করেছি। বেশ উপভোগ করলাম এই সময়টা।”

দেখুন সেই বিশেষ ভিডিও’টি-

IPL-এর ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত আজ-

IPL Trophy | Image: Getty Images
IPL Trophy | Image: Getty Images

আইপিএল (IPL) বন্ধ হলে প্রায় ২০০০ কোটির ক্ষতি হবে ভারতীয় বোর্ডের। যে কোনো মূল্যেই তাই টুর্নামেন্ট শেষ করতে মরিয়া রজার বিনি, দেবজিৎ সইকিয়ারা। বৃহস্পতিবার রাতেই জরুরী বৈঠকে বসেছিলো আইপিএল (IPL) গভর্ণিং কাউন্সিল। সিদ্ধান্ত নেওয়া হয় এক সপ্তাহ টুর্নামেন্ট স্থগিত রাখার। কিন্তু গতকাল সংঘর্ষবিরতির ঘোষণা করেছে ভারত ও পাকিস্তান। পরিবর্তিত পরিস্থিতিতে কি হবে ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগের ভবিষ্যৎ তা ঠিক হবে আজ। “যুদ্ধ থেমে গিয়েছে। এমতাবস্থায় পরবর্তী পদক্ষেপ কি হবে সে বিষয়ে আগামীকাল বিসিসিআই ও আইপিএলের গভর্ণিং কাউন্সিলের সদস্যদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে,” শনিবার সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছিলেন বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্ল। সূত্রের খবর যে ঝুঁকি এড়াতে চেন্নাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরুর মত দক্ষিণ ভারতের শহরগুলিতে সরিয়ে দেওয়া হতে পারে আইপিএল।

Also Read: “পাকিস্তান পারবে না…” যুদ্ধ পরিস্থিতি নিয়ে মুখ খুললেন সৌরভ, সাফ জানালেন IPL-এর ভবিতব্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *