ipl-2025-jitesh-thanks-dinesh-karthik

IPL 2025: ২০২৫-এর আইপিএল (IPL) ছুটছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) জয়রথ। প্লে-অফের যোগ্যতা আগেই অর্জন করে ফেলেছিলো তারা। গতকাল লীগ পর্বের শেষ ম্যাচে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসকে হারিয়ে প্রথম দুইয়ে থাকাও নিশ্চিত করে ফেললেন বিরাট কোহলিরা। একানা স্টেডিয়ামে টসে জিতে প্রথম বোলিং বেছে নিয়েছিলো বেঙ্গালুরু। ঋষভ পন্থের ধুন্ধুমার শতরান ও মিচেল মার্শের অর্ধশতকে ভর করে ২৩০ রান স্কোরবোর্ডে তোলে লক্ষ্ণৌ (LSG)। প্রত্যাঘাতের পথে হাঁটে রয়্যাল চ্যালেঞ্জার্স’ও। অনবদ্য ইনিংস খেলেন কোহলি (Virat Kohli)। মায়াঙ্ক আগরওয়াল ও জিতেশ শর্মা’র ঝোড়ো ব্যাটিং-এ ভর করে শেষমেশ ৮ বল বাকি থাকতেই জিতে যায় আরসিবি। ২৯ তারিখ মুল্লানপুরে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে তারা। হারলেও থাকছে ফাইনালে যাওয়ার দ্বিতীয় সুযোগ।

Read More: জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান নয়, আইপিএলের ফাইনালে ভারতীয় সেনাকে শ্রদ্ধা জানাবে বিসিসিআই, শুরু প্রস্তুতি !!

‘মেন্টর’ কার্তিককে ধন্যবাদ জিতেশের-

Jitesh Sharma | IPL | Image: Getty Images
Jitesh Sharma | IPL | Image: Getty Images

কব্জির চোটে কাহিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) অধিনায়ক রজত পাটিদার (Rajat Patidar)। পুরো ম্যাচ খেলতে পারছেন না তিনি। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামছেন কেবল ব্যাটিং-এর সময়। তাঁর বদলে বেঙ্গালুরুকে নেতৃত্ব দিচ্ছেন জিতেশ শর্মা (Jitesh Sharma)। গতকাল ব্যাট হাতে এক অধিনায়কোচিত ইনিংসই খেলতে দেখা গেলো তাঁকে। মাত্র ৩৩ বলে ৮৫ রান করে অপরাজিত থাকলেন তিনি। মায়াঙ্ক আগরওয়ালের সাথে তাঁর ১০৭ রানের দুর্দান্ত জুটি কঠিন ম্যাচও সহজ করে তুললো বেঙ্গালুরুর (RCB) জন্য। খেলা শেষে সাফল্যের জন্য ‘মেন্টর’ দীনেশ কার্তিককে ধন্যবাদ জানিয়েছেন জিতেশ। সাক্ষাৎকারে জানিয়েছেন, “আমার গুরু, আমার মেন্টর, আমার আন্না (দাদা) দীনেশ কার্তিক আমায় পরামর্শ দিয়েছিলেন শান্ত থাকতে। ঐ পরিস্থিতিতে ম্যাচ শেষ অবধি টেনে নিয়ে যেতে। যে কোনো পরিস্থিতিতে ম্যাচ ‘ফিনিশ’ করার দক্ষতা আমার যে রয়েছে তাও উনিই আমায় বলেছলেন।”

গতকাল খেলা শেষে সাক্ষাৎকার দেওয়ার সময় খানিক বিহ্বল দেখাচ্ছিলো জিতেশ শর্মা’কে (Jitesh Sharma)। “আমার কাছে ভাবনাগুলো প্রকাশ করার ভাষা নেই। আমি শুধু বর্তমানে থাকতে চেয়েছিলাম,” শুরুতেই বলেন তিনি। একানার দ্বৈরথ যে উপভোগ করেছেন, স্বীকার করেন তাও। জানিয়েছেন, “এটা একটা বড় ফ্র্যাঞ্চাইজি। চাপটা আমার ভালোই লাগছে। ওদের মত ক্রিকেটারদের (বিরাট কোহলি, ক্রুণাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার) যখন দেখি তখন আমি খুশি হই যে এইটা ভেবে যে ওদের সাথে খেলার সুযোগ পাচ্ছি। আমরা এই মুহূর্তটাকে উপভোগ করবো। আর এই ছন্দটাকেই চেষ্টা করবো বজায় রাখার।” নেতৃত্বভার তাঁর কাঁধে সঁপার জন্য জিতেশ ধন্যবাদ জানিয়েছেন রজত পাটিদারকে। প্লে-অফের আগে সমর্থকদের জন্য তাঁর আশ্বাসবাণী, “(জশ) হ্যাজেলউড ফিট। আমাদের দলে সবাই ম্যাচ উইনার। ৩-৪ উইকেট গেলেও বিশ্বাস হারাই না।”

আগামীকাল থেকে শুরু প্লে-অফ-

IPL Playoffs | Image: Twitter
IPL Playoffs | Image: Twitter

গতকালের লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ম্যাচের পরেই স্থির হয়ে গেলো আইপিএল (IPL) প্লে-অফের সূচি। ২৯ তারিখ মুল্লানপুরের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। মুখোমুখি লীগ তালিকায় প্রথম দুই স্থানে থাকা পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। ৩০ তারিখ সেখানেই রয়েছে এলিমিনেটর ম্যাচ। তিন ও চারে শেষ করার সুবাদে সেই ম্যাচে সম্মুখসমরে নামবে গুজরাত টাইটান্স (GT) ও মুম্বই ইন্ডিয়ান্স (MI)। যারা জিতবে তারা ১ জুন আহমেদাবাদে নামবে প্রথম কোয়ালিফায়ারের বিজিত দলের বিরুদ্ধে। এরপর আগামী রবিবার অর্থাৎ ৩ তারিখ রয়েছে ফাইনাল। দ্বিতীয় কোয়ালিফায়ারের মতই আইপিএলের (IPL) খেতাবী যুদ্ধও আয়োজিত হবে ১ লক্ষ ৩২ হাজার আসনবিশিষ্ট নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই।

Also Read: IPL 2025: “ওর সময়টাই খারাপ যাচ্ছে…” ফর্ম সমস্যায় জর্জরিত ঋষভ পন্থ, সমর্থনের হাত বাড়িয়ে দিলেন সতীর্থ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *