ipl-2025-jaiswal-and-abhishek-face-off

IPL 2025: আগামী ২২ তারিখ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) অষ্টাদশতম মরসুম। ব্যাট-বলের জমজমাট যুদ্ধের দিকে তাকিয়ে ক্রিকেটপ্রেমী জনতা। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে ঢাকে কাঠি পড়বে আইপিএলে (IPL)। দ্বিতীয় দিনে মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালস। গত মরসুমে দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থানকে (RR) হারিয়ে ফাইনালে গিয়েছিলো সানরাইজার্স (SRH)। এবার বদলার লক্ষ্য নিয়ে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে পা রাখবেন সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ’রা। দুই দলের ধুন্ধুমার লড়াইয়ের আড়ালে একটি ব্যক্তিগত দ্বৈরথও চলতে পারে দুই দলের দুই তরুণ ওপেনারের মধ্যে। জাতীয় দলের কোচ গৌতম গম্ভীরের রেডারে জায়গা করে নেওয়ার লক্ষ্যে গোটা মরসুম জুড়েই নিজেদের উজাড় করে দেবেন তাঁরা।

Read More: মাঠের মধ্যেই প্রাণ গেল পাকিস্তানি ক্রিকেটারের, যৌবনেই ছাড়লেন পৃথিবী !!!

ওপেনার স্লটের যুদ্ধে যশস্বী ও অভিষেক-

Abhishek Sharma | IPL | Image: Getty Images
Abhishek Sharma | Image: Getty Images

 

আসন্ন আইপিএলে (IPL) রাজস্থান রয়্যালসের হয়ে মাঠে নামবেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে দেখা যাবে অভিষেক শর্মা’কে। গোটা টুর্নামেন্ট জুড়েই দুই বাম হাতির মধ্যে এক অদৃশ্য যুদ্ধ চলতে দেখার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। অস্ট্রেলিয়া সফর বা চ্যাম্পিয়ন্স ট্রফির মত গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার জন্য মাসকয়েক আন্তর্জাতিক টি-২০ খেলেন নি যশস্বী। তাঁর অবর্তমানে ওপেনিং স্লটে নিজের জায়গা করে নিয়েছেন পাঞ্জাবের অভিষেক (Abhishek Sharma)। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে দারুণ খেলেছেন তিনি।। এই বছরই রয়েছে এশিয়া কাপ, আগামী বছর দেশের মাঠে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। অভিষেক চাইবেন নিজের জায়গা ধরে রাখতে, যশস্বীর প্রচেষ্টা থাকবে হারানো জায়গা পুনরুদ্ধার করার। সেই জন্যই আইপিএলে একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন দু’জনে।

যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) মতই টি-২০ থেকে মাসকয়েক অনুপস্থিত ছিলেন শুভমান গিল’ও। তাঁর বদলে নেমে ভালো পারফর্ম করেছেন সঞ্জু স্যামসন। বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার মত প্রতিপক্ষের বিরুদ্ধে জিরেছেন শতক’ও। কিন্তু তার পরেও শুভমানের (Shubman Gill) জায়গা হারানোর সম্ভাবনা বিশেষ দেখছেন না ক্রিকেটবোদ্ধারা। জিম্বাবুয়ের বিপক্ষে কুড়ি-বিশের সিরিজে অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন পাঞ্জাবের তরুণ। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ খেলতে যখন পূর্ণ শক্তির ভারতীয় দল নেমেছিলো পাল্লেকেলের মাঠে তখনও সহ-অধিনায়ক ছিলেন শুভমানই। এশিয়া কাপ বা বিশ্বকাপে সহ-অধিনায়ককে ছাড়া স্কোয়াড ঘোষণার পথে হাঁটবেন না কোচ গম্ভীর, নিশ্চিত সকলে। শুভমান মাঠে ফিরলে সঞ্জুকে (Sanju Samson) হয় চার নয়ত পাঁচ নম্বরে ফেরত পাঠানো হতে পারে। দ্বিতীয় ওপেনিং স্লটটিকে নিয়েই তাই টানাপোড়েন দেখতে পাওয়ার সম্ভাবনা।

যশস্বী ও অভিষেকের পরিসংখ্যান-

Yashasvi Jaiswal | Image: Getty Images
Yashasvi Jaiswal | Image: Getty Images

রাজস্থান রয়্যালসের (RR) হয়ে ইতিমধ্যে পাঁচ মরসুমে ৫৩ ম্যাচ খেলে ফেলেছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ৩২.১৪ গড় ও ১৫০.৬০ স্ট্রাইক রেটে তাঁর ঝুলিতে রয়েছে ১৬০৭ রান। গত দুই বছরে নিজেকে অন্য স্তরে তুলে নিয়ে যেতে সক্ষম হয়েছেন মুম্বইয়ের তরুণ বাম হাতি। ২০২৩ ও ২০২৪-এ তাঁর ব্যাট থেকে এসেছে যথাক্রমে ৬২৫ ও ৪৩৫ রান। ইতিমধ্যেই আইপিএল (IPL) কেরিয়ারে ২টি শতরান ও ৯টি অর্ধশতকও রয়েছে তাঁর। টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম অর্ধশতকটিও এসেছে যশস্বীর ব্যাট থেকেই। অপরপক্ষে অভিষেক শর্মা’র আইপিএল (IPL) যাত্রাপথটা শুরু হয়েছিলো ২০১৮ সালে দিল্লী ডেয়ারডেভিলসের হয়ে। পরের বছরই সানরাইজার্সে চলে আসেন তিনি। এখনও পর্যন্ত রয়েছেন সেখানেই। ৬৩ ম্যাচে ২৫.৫০ গড় ও ১৫৫.২৪ স্ট্রাইক রেটে করেছেন ১৩৭৭ রান। ২০২৪-এর আইপিএলে তাঁর স্ট্রাইক রেট ছিলো ২০৪.২১।

Also Read: IPL 2025: হাসপাতালে বিদেশী তারকা, মাঠে নামার আগেই জোর ধাক্কা খেলো রাজস্থান রয়্যালস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *