ipl-2025-ishan-kishan-wins-potm-vs-rr

IPL 2025: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দাপুটে জয় দিয়ে মরসুম শুরু করলো সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। সাথে অন্যান্য প্রতিপক্ষের দিকেও যেন প্রচ্ছন্ন হুমকি ছুঁড়ে রাখলো তারা। আজ টসে জিতে প্রথম ‘অরেঞ্জ আর্মি’কে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলেন রাজস্থানের কার্যনির্বাহী অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag)। সেই সুযোগ দুই হাতে গ্রহণ করলেন সানরাইজার্স ব্যাটাররা। আক্রমণের শুরুটা করেছিলেন অভিষেক শর্মা ও ট্র্যাভিস হেড (Travis Head)। পরে তাতে যোগ দেন ঈশান কিষণ (Ishan Kishan), হেনরিখ ক্লাসেনরাও। ২৮৬ রান স্কোরবোর্ডে তুলে ফেলেন তাঁরা। জবাবে ব্যাট করতে নেমে যথাসাধ্য লড়াই করলো রয়্যালস শিবিরও। অর্ধশতক সঞ্জু স্যামসন, ধ্রুব জুড়েলদের। কিন্তু শেষমেশ ২৪২-এর বেশী এগোনো সক্ষম হলো না তাঁদের পক্ষে। ৪৪ রানে জিতেই মাঠ ছাড়লো প্যাট কামিন্সের দল। ছিনিয়ে নিলো ২ পয়েন্ট।

Read More: IPL 2025, SRH vs RR HIGHLIGHTS: হায়দ্রাবাদে চললো ব্যাটসম্যানদের রাজ, সানরাইজার্সের পাহাড় সমান রান তাড়া করতে ব্যর্থ রাজস্থান !!

গত দেড়-দুই বছর খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন ঈশান কিষণ (Ishan Kishan)। বিসিসিআই-এর সাথে সংঘাতে জড়ানোর ফলে বাদ পড়েছেন জাতীয় দল থেকে। কেন্দ্রীয় চুক্তি থেকেও ছেঁটে ফেলা হয়েছে তাঁকে। ঝাড়খণ্ডের উইকেটরক্ষক-ব্যাটারের উপর আস্থা রাখে নি মুম্বই ইন্ডিয়ান্স’ও (MI)। সাত বছরের সম্পর্ক মুহূর্তে ভেঙেছেন আম্বানিরা। খাদের কিনারে পৌঁছে যাওয়া তরুণকে দ্বিতীয় সুযোগ দিয়েছিলো সানরাইজার্স। মেগা নিলামে তাঁর উপর আস্থা রেখেছিলেন কাব্য মারানরা। সেই আস্থার প্রতিদান প্রথম ম্যাচেই দিলেন বাম হাতি উইকেটরক্ষক-ব্যাটার। রাজস্থান বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করতে দেখা গেলো তাঁকে। ১১টি বাউন্ডারি ও ৬টি ছক্কার সাহায্যে আইপিএল (IPL) কেরিয়ারের প্রথম শতরানটি আজ করেন ঈশান। অপরাজিত ১০৬ রানের অসামান্য ইনিংসটির জন্য আজ ম্যাচের সেরা তিনিই।

নতুন দলের হয়ে মাঠে নামার আগে চাপে ছিলেন, খেলা শেষে স্বীকার করে নিয়েছেন ঈশান (Ishan Kishan)। জানান, “স্নায়ুর চাপ তো ছিলোই। প্যাট (কামিন্স) ও কোচ (ড্যানিয়েল ভেত্তরি) আমায় অনেক আত্মবিশ্বাস যুগিয়েছে। (সাজঘরের) পরিবেশ বেশ শান্ত। আজ ব্যাটিং উপভোগ করেছি।” লাইমলাইটের আড়ালে নিজেকে কঠিন যুদ্ধের জন্য প্রস্তুত করেছেন, জানালেন নিজেই, “অনেক সময় ছিলো আমার হাতে। প্রচুর অনুশীলন করেছি। নিজের ব্যাটিং নিয়ে খেটেছি। প্রস্তুতি ভালো ছিলো,” সংযোজন তাঁর। সাফল্যের কৃতিত্ব সতীর্থদেরও দিয়েছেন ঈশান। বলেন, “যখন দেখেন অভিষেক আর (ট্র্যাভিস) হেড মাঠে নেমে ওমন খেলছে, তখন আপনারও আত্মবিশ্বাস বেড়ে যায়।” অধিনায়ককে প্রশংসায় ভরিয়ে বলেছেন, “প্যাট জানে দলের কি প্রয়োজন।” “আমাদের খেলাটাকে উপভোগ করতে হবে। নিজেদের খেলার ধরণ অনুযায়ী ছক সাজাতে হবে। আউট হলে চলবে না,” মূল্যায়ন তাঁর।

Also Read: IPL 2025 SRH vs RR: সানরাইজার্সের রানের পাহাড়ে চাপা পড়লো রাজস্থান, ২৪২ তুলেও হারতে হলো সঞ্জুদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *