ipl-2025-ishan-kishan-to-join-gt
Ishan Kishan | Image: Getty Images

IPL 2025: ২০১৬ মরসুমে গুজরাত লায়ন্সের (GL) হয়ে আইপিএল (IPL) অভিযান শুরু করেছিলেন ঈশান কিষণ (Ishan Kishan)। তরুণ উইকেটরক্ষক-ব্যাটারের পারফর্ম্যান্স নজর কেড়েছিলো সকলের। ঝাড়খণ্ডের ক্রিকেটার হওয়ার দরুণ তুলনা শুরু হয়েছিলো কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির সাথেও। এরপর ২০১৮ সালে তিনি যোগ দেন মুম্বই ইন্ডিয়ান্সে। ২০২২-এ তাঁকে রিলিজ করা হয়েছিলো ঠিকই, কিন্তু তীব্র নিলামযুদ্ধ শেষে ১৫ কোটি ২৫ লক্ষ টাকার বিনিময়ে ঈশানকে (Ishan Kishan) ঘরে ফেরায় মুম্বই ইন্ডিয়ান্সই। আরও দুই বছর গায়ে চাপিয়েছেন নীল জার্সি। কিন্তু আশানুরূপ পারফর্ম্যান্স করতে পারেন নি। ফলে ২০২৫মরসুমের আগে পাকাপাকিভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে নেন আম্বানিরা। জেড্ডার মেগা নিলামে আর আগ্রহ দেখান নি তাঁরা। ১১.২৫ কোটিতে তাঁর নতুন ঠিকানা হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)।

Read More: IPL 2025: হার্দিক বাদ পড়তেই কপাল খুললো এই ক্রিকেটারের, সরাসরি জায়গা পেলেন মুম্বই একাদশে !!

নতুন দলের হয়ে আগুনে ফর্মে ঈশান-

Ishan Kishan | IPL | Image: Getty Images
Ishan Kishan | Image: Getty Images

গত দেড়-দুই বছর বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ঈশান কিষণ (Ishan Kishan)। ভারতীয় দল থেকে বাদ পড়েছেন বিসিসিআই-এর সাথে সংঘাতে জড়িয়ে। তাঁর উপর আস্থা রাখে নি মুম্বই ইন্ডিয়ান্স’ও। এবারের আইপিএল’কে (IPL) তাই নিশ্চিত ভাবেই জবাব দেওয়ার মঞ্চ হিসেবে ব্যবহার করতে চাইবেন ঝাড়খণ্ডের বছর ২৫-এর তরুণ। আগুনে ফর্মকে সঙ্গী করেই যে তিনি নামতে চলেছেন ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগে তার আভাস মিলেছে সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) প্রস্তুতি শিবিরেই। মরসুম শুরুর আগে চারটি আন্তঃস্কোয়াড প্র্যাক্টিস ম্যাচে মাঠে নেমেছেন ঈশান। প্রত্যেকটিতেই ব্যাট হাতে রীতিমত দক্ষযজ্ঞ চালিয়েছেন তিনি। প্রথম ম্যাচটিতে করেছেন মাত্র ২৪ বলে ৬৪ রান। দ্বিতীয়টিতে তাঁর ব্যাট থেকে এসেছেন ৩০ বলে ৭০। তৃতীয় ও চতুর্থ ম্যাচদু’টিতে ঈশানের সংগ্রহ যথাক্রমে ১৯ বলে ৪৯ ও ৩৩ বলে অপরাজিত ৬৪।

 মুম্বই ইন্ডিয়ান্সের (MI) হয়ে সাধারণত রোহিত শর্মা’র সাথে ওপেন করতেন ঈশান কিষণ (Ishan Kishan)। কিন্তু সানরাইজার্সের জার্সিতে পছন্দের পজিশনে খেলার সুযোগ পাবেন না তিনি। গত মরসুমে ওপেন করতে নেমে ঝড় তুলেছিলেন ট্র্যাভিস হেড (Travis Head) ও অভিষেক শর্মা। পাওয়ার প্লে’তে ১০০ পেরোনো হোক বা ১০ ওভারের মধ্যে ম্যাচ শেষ করে দেওয়া-একাধিক অনন্য কৃতিত্ব গড়েছিলেন দু’জনে। অস্ট্রেলীয় বাম হাতির স্ট্রাইক রেট ছিলো ১৯১.৫৫। ১৫ ম্যাচে ৫৬৭ রান করেছিলেন তিনি। পিছিয়ে ছিলেন না অভিষেক’ও (Abhishek Sharma)। ১৬ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিলো ৪৮৪ রান। স্ট্রাইক রেটের নিরিখে পিছনে ফেলেছিলেন নিজের ‘পার্টনার ইন ক্রাইম’কেও। এবারও অভিষেক-হেড জুটির উপরেই সম্ভবত ভরসা রাখতে চলেছেন কোচ ড্যানিয়েল ভেত্তরি। হয় তিন না হলে পাঁচে খেলতে পারেন ঈশান, মত বিশেষজ্ঞমহলের।

অনুশীলনে তাণ্ডব ঈশানের, দেখুন ভিডিও-

কেমন হতে পারে SRH একাদশ?

Sunrisers Hyderabad | Image: Getty Images
Sunrisers Hyderabad | Image: Getty Images

২৩ তারিখ ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের (RR) বিরুদ্ধে আইপিএল (IPL) অভিযান শুরু করছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ওপেনিং-এ প্রত্যাশামতই দেখা যাবে অভিষেক শর্মা ও ট্র্যাভিস হেডের জুটি। তিন নম্বরে দেখা যেতে পারে ঈশান কিষণ’কে। উইকেটরক্ষকের ভূমিকাতেও হয়ত মাঠে নামবেন তিনিই। চার নম্বরে খেলতে পারেন প্রোটিয়া তারকা হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen)। সানরাইজার্স ব্যাটিং-এর অন্যতম ভরসা হতে পারেন তিনি। বিশেষ করে রান তাড়া করার সময় তাঁর কাছ থেকে ধুন্ধুমার ইনিংসের আশায় থাকবে ফ্র্যাঞ্চাইজি। পাঁচে নামতে পারেন নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। ছয় নম্বরে দেখা যেতে পারে অভিনব মনোহর’কে। সাতে থাকবেন অধিনায়ক প্যাট কামিন্স। অজি তারকার সাথে পেস বিভাগের দায়িত্ব সামলাতে দেখা যাবে মহম্মদ শামি, হর্ষল প্যাটেলদের। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে একাদশে থাকতে পারেন রাহুল চাহার ও অ্যাডাম জাম্পা।

সম্ভাব্য একাদশ-

ট্র্যাভিস হেড ✈️, অভিষেক শর্মা, ঈশান কিষণ (উইকেটরক্ষক), হেনরিখ ক্লাসেন ✈️, নীতিশ কুমার রেড্ডি, অভিনব মনোহর, প্যাট কামিন্স (অধিনায়ক) ✈️, হর্ষল প্যাটেল, মহম্মদ শামি, রাহুল চাহার, অ্যাডাম জাম্পা ✈️।

Also Read: IPL 2025: পন্থের নেতৃত্বে প্রথম ট্রফির স্বপ্ন দেখছে লক্ষ্ণৌ, কোচ ল্যাঙ্গারের একাদশে থাকছেন একঝাঁক তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *