ipl-2025-ishan-kishan-slammed-by-fans

IPL 2025: জেড্ডার মেগা নিলামে মুম্বই ইন্ডিয়ান্সের সাথে সাত বছরের সম্পর্ক চুকিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদে যোগ দিয়েছিলেন ঈশান কিষণ (Ishan Kishan)। ঝাড়খণ্ডের তরুণ তুর্কির জন্য ১১.২৫ কোটি টাকা খরচ করেছিলেন কাব্য মারান’রা। কমলা-কালো জার্সিতে ঈশানের সূচনাটা দুর্দান্ত ভাবে হয়েছিলো। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বাম হাতি উইকেটরক্ষক-ব্যাটার করেছিলেন অপরাজিত ১০৬। কিন্তু এরপর থেকে ক্রমেই নীচের দিকে নামছে তাঁর ফর্মের গ্রাফ। লক্ষ্ণৌর বিরুদ্ধে সাজঘরে ফিরেছিলেন খাতা খোলার আগেই। সাফল্য আসে নি দিল্লী বা কলকাতার বিরুদ্ধেও। আজ ঘরের মাঠ রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সুযোগ ছিলো ছন্দে ফেরার। কিন্তু ফের একবার ব্যর্থই হলেন ঈশান। তিনে ব্যাট করতে নেমে আউট হলেন ১৪ বলে ১৭ রান করেই। তাঁর ধারাবাহিক ব্যর্থতায় হতাশ নেটজনতা।

Read More: IPL 2025, SRH vs GT TOSS REPORT in BENGALI: টস জিতলো গুজরাত, ম্যাচ জিততে সানরাইজার্স দলে এন্ট্রি নিলেন ‘পার্পেল ক্যাপ’ বিজেতা !!

অষ্টম ওভারের দ্বিতীয় বলেই ঈশানকে সাজঘরে ফেরত পাঠান প্রসিদ্ধ কৃষ্ণা। কর্ণাটকের পেসারের শর্ট লেন্থ ডেলিভারির বিরুদ্ধে পুল শট’কে হাতিয়ার বানাতে চেয়েছিলেন ঝাড়খণ্ডের তরুণ। কিন্তু বাড়তি গতি সামলাতে পারেন নি তিনি। নিয়ন্ত্রণ ছিলো না তাঁর শটে। ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়্যার লেগ অঞ্চলে ক্যাচ তুলে দেন তিনি। বেশ খানিকটা দৌড়ে এসে বল তালুবন্দী করেন ঈশান্ত শর্মা। ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মা দ্রুত আউট হওয়ায় এমনিতেই সমস্যায় পড়তে হয়েছিলো সানরাইজার্স হায়দ্রাবাদকে। ঈশান’ও প্রতিরোধ গড়ে তুলতে না পারায় চাপ বাড়ে ‘অরেঞ্জ আর্মি’র উপরে। রাজস্থানের বিরুদ্ধে তাঁর পারফর্ম্যান্স শুভেচ্ছার সাগরে ভাসিয়েছিলো তরুণ ক্রিকেটারকে। কিন্তু তারপরের ম্যাচগুলির ক্রমাগত ব্যর্থতা ইতিমধ্যেই সমর্থকদের মধ্যে জন্ম দিয়েছে ক্ষোভের। ট্যুইটারের দেওয়ালে হতাশা উগড়ে দিয়েছেন তাঁরা।

 ‘মুম্বই ‘রিটেন’ না করে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে,’ ঈশানকে নিশানা করে তোপ দেগেছেন একজন। ‘পুরো টাকাটাই জলে গেলো,’ মন্তব্য আরও একজনের। ‘একটা ম্যাচ ভালো খেললে কেউ পাঁচটা ম্যাচ খারাপ খেলার লাইসেন্স পেয়ে যায় না,’ পোস্ট অন্য এক নেটিজেনের। ‘দিনের পর দিন এমন খেলতে থাকলে বাদ দিয়ে দেওয়া উচিৎ। প্রচুর নতুন প্রতিভা রয়েছে সুযোগের অপেক্ষায়,’ হতাশা, ক্ষোভ স্পষ্ট এক সানরাইজার্স সমর্থকের ট্যুইটে। ‘শর্ট বলের বিরুদ্ধে চলতি মরসুমে আগেও আউট হয়েছে ঈশান। প্রতিপক্ষ বোলাররা ওর দুর্বলতার আঁচ পেয়ে গিয়েছে,’ বিশ্লেষণ করেছেন অন্য এক ক্রিকেটপ্রেমী। আইপিএল (IPL) শুরুর আগে সানরাইজার্সের তারকাখচিত ব্যাটিং-কে কুর্নিশ জানাচ্ছিলেন অনেকেই। কিন্তু বর্তমানে ফর্ম তলানিতে তাদের। আজ ঈশান ফেরার পর নীতিশ রেড্ডি, হেনরিখ ক্লাসেনরাও বিশেষ সুবিধা করতে পারেন নি।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025: দুঃখের পাহাড় ভেঙ্গে পড়লো মুম্বই ইন্ডিয়ান্সের উপর, চোটের কারণে ছিটকে যাচ্ছেন রোহিত শর্মা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *