IPL 2025: গত বছরের আইপিএলে (IPL) ফাইনালে পৌঁছেও খালি হাতে ফিরতে হয়েছিলো সানরাইজার্স হায়দ্রাবাদকে। চেপকের বাইশ গজে বাজিমাত করেছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। এবার আর আগের বারের মত ভুলচুক করতে রাজী নয় অরেঞ্জ আর্মি। বাকি পথটুকু হেঁটে দ্বিতীয় বারের জন্য চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য তাদের। রিটেনশন পদ্ধতির সুযোগ নিয়ে পুরনো স্কোয়াডের ‘কোর’ ধরে রাখতে সক্ষম হয়েছেন কাব্য মারানরা। হেনরিখ ক্লাসেন, ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, প্যাট কামিন্স, নীতিশ কুমার রেড্ডিদের আরও একবার দেখা যাবে কমলা-কালো জার্সিতে। নভেম্বরের মেগা নিলামে ঈশান কিষণ, মহম্মদ শামিদের মত টি-২০ দুনিয়ার তারকাদের দলে সামিল করে শক্তি বাড়িয়েছে সানরাইজার্স (SRH)। খাতায়-কলমে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল হিসেবে তাদের মেনে নিতে দ্বিধা নেই ক্রিকেট বিশেষজ্ঞদের।
Read More: “মুসলিম হওয়ার জন্য চাপ দিত..”, পাকিস্তানিদের ‘নাপাক’ কৌশল ফাঁস করলেন প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া !!
ট্র্যাভিস হেডের ফর্ম নিয়ে থাকছে চিন্তা-

২০২৪-এর আইপিএলে (IPL) সানরাইজার্সের সাফল্যের অন্যতম কারণ ছিলো ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মা’র ওপেনিং জুটি। দুই বাম হাতির দাপটে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ স্কোর করার রেকর্ড গড়েছে অরেঞ্জ আর্মি। ১০ ওভারের মধ্যে প্রতিপক্ষের রান তাড়া করে জয়ের নজিরও গড়েছে তারা। অভিষেকের (Abhishek Sharma) ফর্ম এবারও স্বপ্ন দেখাচ্ছে হায়দ্রাবাদ সমর্থকদের। দিনকয়েক আগেই ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে একটি ধুন্ধুমার শতরান করেছেন পাঞ্জাবের বাম হাতি। ইডেন গার্ডেন্সে ৩৪ বলে ৭৯ রানের আরও একটি চোখধাঁধানো ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকে। কিন্তু তাঁর ‘পার্টনার ইন ক্রাইম’ ট্র্যাভিস হেডের (Travis Head) সাম্প্রতিক পারফর্ম্যান্স খানিক চিন্তায় রেখেছে অনুরাগীদের। গত নভেম্বর-ডিসেম্বরে বর্ডার-গাওস্কর ট্রফিতে চমৎকার ক্রিকেট উপহার দিয়েছিলেন হেড। কিন্তু নয়া বছরের শুরু থেকেই রান খরার মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি।
শ্রীলঙ্কার বিরুদ্ধে গলে টেস্ট সিরিজের শুরুটা অর্ধশতক দিয়ে করেছিলেন ট্র্যাভিস হেড (Travis Head)। কিন্তু পরবর্তী দুটি টেস্টে তাঁর ব্যাট থেকে এসেছে কেবল ২১, ২০ ও ১৮। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি আউট হয়েছেন মাত্র ৬ রান করে। আফগানিস্তানের বিপক্ষে অপরাজিত ৫৯ করলেও ফের সমস্যায় পড়েছিলেন ভারতের বিরুদ্ধে। আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনালে প্রথম বলেই ক্যাচ তুলে বসেছিলেন হেড। শামি তা ফস্কানোর পরও বড় ইনিংস খেলতে পারেন নি বাম হাতি ওপেনার। ৩৯ রান করে বরুণ চক্রবর্তীর শিকার হয়ে ফেরেন সাজঘরে। সেই ম্যাচে হেরে ছিটকে যায় অস্ট্রেলিয়া। গত আইপিএলে (IPL) ১৫ ম্যাচে প্রায় ৪১ গড় ও ১৯২ স্ট্রাইক রেটে ৫৬৭ করেছিলেন হেড। পাটা ব্যাটিং সহায়ক বাইশ গজে ব্যর্থতা কাটিয়ে উঠে ফের সেই পারফর্ম্যান্সের পুনরাবৃত্তি করবেন অজি তারকা, আপাতত এমনটাই প্রার্থনা ‘অরেঞ্জ আর্মি।’
চোট সারিয়ে মাঠে ফিরছেন কামিন্স-

গোড়ালির সমস্যার কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন প্যাট কামিন্স (Pat Cummins)। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক স্কোয়াডে তাঁর নাম থাকলেও শেষমেশ সরেই দাঁড়ান তারকা ফাস্ট বোলার। আইপিএলেও (IPL) তাঁকে দেখা যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছিলো সংশয়। শেষমেশ মিটেছে জটিলতা। চিকিৎসকদের সবুজ সংকেত পেয়েছেন কামিন্স। অধিনায়ক যে দ্রুতই যোগ দেবেন অনুশীলন শিবিরে তা গতকাল একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ঘোষণাও করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। খুব দ্রুত অ্যাডিলেড থেকে হায়দ্রাবাদ চলে আসবেন ট্র্যাভিস হেড’ও। ভারতীয় তারকাদের মধ্যে অভিষেক শর্মা, অভিনব মনোহর, ঈশান কিষণ’রা ইতিমধ্যেই রয়েছেন অনুশীলন শিবিরে। আজ দলের সাথে যোগ দিয়েছেন নীতিশ কুমার রেড্ডি’ও। ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ চলাকালীন সাইড স্ট্রেনের শিকার হয়েছিলেন বিশাখাপত্তনমের অলরাউন্ডার। সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে নামতে প্রস্তুত তিনিও।