IPL 2025: ঘরের মাঠে ফের একবার অপ্রতিরোধ্য মুম্বই ইন্ডিয়ান্স (MI)। আজ ওয়াংখেড়েতে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসকে ৫৪ রানের ব্যবধানে রীতিমত গুঁড়িয়ে দিলো তারা। টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো ঋষভ পন্থের (Rishabh Pant) দল। রায়ান রিকলটন ও সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) জোড়া অর্ধশতকের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ২১৫ রান স্কোরবোর্ডে তুলে ফেলে মুম্বই। তাড়া করতে নেমে বোল্ট-বুমরাহদের বিরুদ্ধে বেশ নড়বড়ে লাগলো ‘নবাবের শহরের’ ফ্র্যাঞ্চাইজিকে। একমাত্র মিচেল মার্শ ও আয়ুষ বাদোনিরা ছাড়া উল্লেখযোগ্য রান পান নি কেউই। শেষমেশ ১৬১ রানেই গুটিয়ে যায় ইনিংস। আজ ২ পয়েন্ট পেয়ে লীগ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলো মুম্বই (MI)। পক্ষান্তরে লক্ষ্ণৌ আটকে রইলো ষষ্ঠ স্থানেই। প্লে-অফ থেকে ক্রমেই দূরে সরছে তারা।
Read More: “তার জন্য আমরা হৃদয়..”, সারা তেন্ডুলকারের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে এবার নীরবতা ভাঙলেন শুভমান গিল !!
গত তিন মরসুমের মধ্যে দুই বার কে এল রাহুলের (KL Rahul) নেতৃত্বে আইপিএলের (IPL) প্লে-অফে পৌঁছেছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। কিন্তু সেই সাফল্য যথেষ্ট মনে হয় নি দলমালিক সঞ্জীব গোয়েঙ্কার। এবারের মেগা নিলামে রাহুলকে বাদ দিয়ে ২৭ কোটি টাকা খরচ করে ঋষভ পন্থকে (Rishabh Pant) দলে সামিল করেছেন তিনি। সেই সিদ্ধান্ত আদৌ যুক্তিযুক্ত কিনা তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছ এর মধ্যেই। এখনও পর্যন্ত ঋষভের নেতৃত্বে ১০টি ম্যাচ খেলেছে লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজি। আহামরি নয় পারফর্ম্যান্স। ব্যাট হাতেও চরম ব্যর্থ হয়েছেন তারকা উইকেটরক্ষক। গত ম্যাচে দিল্লী ক্যাপিটালসের বিরুদ্ধে সাতে নেমে আউট হয়েছিলো শূন্য রান করে। আজ মুম্বইয়ের মাঠে পছন্দের চার নম্বরে নেমেছিলেন ঋষভ (Rishabh Pant)। ক্রিজে টেকেন মাত্র ২ বল। ৪ করে ছুঁড়ে আসেন উইকেট।
চলতি আইপিএলে (IPL) ৯ ইনিংসে ১২.২২ গড়ে ঋষভের (Rishabh Pant) সংগ্রহ মাত্র ১১০ রান। চেন্নাইয়ের বিপক্ষে খেলা ৬৩ রানের ইনিংসটি বাদ দিলে আরও হতশ্রী দেখাবে পরিসংখ্যান। কাটা ঘায়ে নুনের ছিটে দিতে দেখা গেলো মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে। জাতীয় দলের সতীর্থকে মুখে কিছু বলেন নি তিনি। বিরাট কোহলি-সুলভ অতি আগ্রাসনের পথেও হাঁটেন নি তিনি। বরং শীতল ‘সেন্ড-অফে’ ছুঁড়ে দিয়েছেন কটাক্ষের বাণ। পন্থ যখন সাজঘরে ফিরছেন তখন হাত নেড়ে তাঁকে বিদায় জানানোর ভঙ্গি করেন হার্দিক (Hardik Pandya)। কোনোরকম প্রতিক্রিয়া দেন নি লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) তারকা। তবে উইল জ্যাকসকে রিভার্স স্যুইপ মারতে গিয়ে যেভাবে শর্ট থার্ড ম্যানের হাতে ধরা পড়েছেন, তাতে যে তিনি বিন্দুমাত্র খুশি নন তা স্পষ্ট ছিলো তাঁর শরীরী ভাষাতে।
দেখুন ঘটনার ভিডিও-
— Drizzyat12Kennyat8 (@45kennyat7PM) April 27, 2025