IPL 2025: লীগ টেবিলে চার নম্বরে থাকা গুজরাত টাইটান্স আজ নামছে নয়ে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদের (GT vs SRH) বিরুদ্ধে। আপাতত টাইটান্সদের ঝুলিতে ৯ ম্যাচে ১২ পয়েন্ট। ঘরের মাঠে যদি ‘অরেঞ্জ আর্মি’কে হারাতে পারেন শুভমান গিল’রা, তাহলে ১৪ পয়েন্টে পৌঁছে যাবেন তাঁরা। আরও এক পা এগিয়ে যেতে পারবেন প্লে-অফের দিকে। পক্ষান্তরে ৯ ম্যাচে ৬ পয়েন্ট রয়েছে সানরাইজার্সের (SRH)। অঙ্কের হিসেবে এখনও শেষ চারের দৌড়ে টিকে রয়েছেন গত বছরের রানার্স-আপ’রা। কিন্তু সম্ভাবনা জিইয়ে রাখতে মরসুমের বাকি পাঁচটি ম্যাচের প্রত্যেকটিতেই জয় ছাড়া রাস্তা নেই প্যাট কামিন্সদের (Pat Cummins) সামনে। আহমেদাবাদে আক্ষরিক অর্থেই মরণবাঁচন লড়াইতে নামতে হচ্ছে তাঁদের। ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, হেনরিখ ক্লাসেনদের ব্যাটিংকে মাথায় রেখেই হয়ত ছক সাজাবেন কোচ ড্যানিয়েল ভেত্তরি।
Read More: IPL 2025: “একদিনেই খেল খতম…” মুম্বইয়ের বিরুদ্ধে শূন্য বৈভবের, নেটদুনিয়ার তোপের মুখে বছর চোদ্দর কিশোর !!
IPL 2025 ম্যাচের সময়সূচি-
গুজরাত টাইটান্স (GT) বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)
ম্যাচ নং- ৫১
তারিখ- ০২/০৫/২০২৫
ভেন্যু- নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ
সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
Narendra Modi Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

আহমেদাবাদের ১ লক্ষ ৩২ হাজার আসনবিশিষ্ট নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে গুজরাত টাইটান্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ। এই মাঠে দুই ধরণের বাইশ গজ রয়েছে। লাল মাটির পিচে বাউন্স থাকায় বল সহজে ব্যাটে আসে। বড় শট খেলা সুবিধা হয়। ফলে বড় রান উঠতেও দেখা যায় প্রায়শই। পক্ষান্তরে কালো মাটির পিচ ঈষৎ চটচটে হওয়ায় বল পড়ে থমকে ব্যাটে আসে। শট খেলতে গিয়ে সমস্যার সম্মুখীন হন ব্যাটাররা। কৃষ্ণমৃত্তিকার পিচে কার্যকরী ভূমিকা নিতে দেখা যায় স্পিনারদের। সাফল্য আনতে পারে গতির তারতম্য’ও। শুক্রবার কোন পিচ অপেক্ষা করে রয়েছে যুযুধান দুই দলের জন্য তার উপর অনেকখানি নির্ভর করতে পারে ম্যাচের ভাগ্য। এখানে আয়োজিত ৩৯টি আইপিএল (IPL) ম্যাচের মধ্যে প্রথম ব্যাটিং করা দল জিতেছে ১৮টি। রান তাড়া করে জয় এসেছে ২১ ম্যাচে। টসজয়ী অধিনায়ক প্রথম বোলিং করতে পারেন।
Ahmedabad Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

শুক্রবার আহমেদাবাদে রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৪২ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৮ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২৪ শতাংশ থাকতে পারে। খেলা চলাকালীন বায়ুপ্রবাহের গতিবেগ হতে পারে ১৬ কিলোমিটার প্রতি ঘন্টা।
GT vs SRH, হেড টু হেড পরিসংখ্যান-

- মোট ম্যাচ- ০৬
- গুজরাতের জয়- ০৪
- সানরাইজার্সের জয়- ০১
- অমীমাংসিত- ০১
- শেষ সাক্ষাতে ফলাফল- গুজরাত ৭ উইকেটে জয়ী
দুই দলের প্রথম একাদশ-

গুজরাত টাইটান্স (GT)-
প্রথম ব্যাটিং-এর ক্ষেত্রে-
বি.সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওয়াটিয়া, শাহরুখ খান, শেরফেন রাদারফোর্ড, রশিদ খান, আর.সাই কিশোর, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা।
প্রথম বোলিং-এর ক্ষেত্রে-
বি.সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওয়াটিয়া, শাহরুখ খান, রশিদ খান, আর.সাই কিশোর, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, ঈশান্ত শর্মা।
ইমপ্যাক্ট প্লেয়ার- শেরফেন রাদারফোর্ড/ঈশান্ত শর্মা, করিম জানাত, মহীপাল লোমরোর, আর্শাদ খান, কুলবন্ত খেজরোলিয়া।
সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)-
প্রথম ব্যাটিং-এর ক্ষেত্রে-
ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষণ, নীতিশ কুমার রেড্ডি, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), অনিকেত ভার্মা, অভিনব মনোহর, প্যাট কামিন্স (অধিনায়ক), এহসান মালিঙ্গা, হর্ষল প্যাটেল, জিশান আনসারি।
প্রথম বোলিং-এর ক্ষেত্রে-
অভিষেক শর্মা, ঈশান কিষণ, নীতিশ কুমার রেড্ডি, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), অনিকেত ভার্মা, অভিনব মনোহর, প্যাট কামিন্স (অধিনায়ক), এহসান মালিঙ্গা, হর্ষল প্যাটেল, জিশান আনসারি, জয়দেব উনাদকাট।
ইমপ্যাক্ট প্লেয়ার- ট্র্যাভিস হেড/জয়দেব উনাদকাট, মহম্মদ শামি, উইয়ান মুল্ডার, অ্যাডাম জাম্পা, রাহুল চাহার।
Also Read: IPL 2025: চোট পেয়ে বাদ পড়লেন ‘রহস্য স্পিনার’, তড়িঘড়ি বদলি বেছে নিলো মুম্বই ইন্ডিয়ান্স !!