IPL 2025: আইপিএলের (IPL) চতুর্থ দিনে এক জমজমাট ম্যাচের সাক্ষী থাকলো আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। ‘হোম টিম’ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বাজিমাত পাঞ্জাব কিংসের। টসে হেরে প্রথম ব্যাটিং করতে হয়েছিলো পাঞ্জাবকে। শ্রেয়স আইয়ারের অনবদ্য ৯৭*, প্রিয়াংশ আর্যের ৪৭ ও শশাঙ্ক সিং-এর ৪৪* রানের সুবাদে স্কোরবোর্ডে ২৪৩ রান যোগ করতে সক্ষম হয় তারা। ২৪৪-এর লক্ষ্য তাড়া করতে নেমে ভালোই এগোচ্ছিলো গুজরাত। ৩৩ রানের ক্যামিও খেলেন অধিনায়ক শুভমান। তরুণ সাই সুদর্শনের ব্যাট থেকে এসেছিলো ৭৪। অর্ধশতকের গণ্ডী পেরোন জস বাটলার’ও। কিন্তু শেষরক্ষা করতে পারে নি তারা। অন্তিম ওভারে প্রয়োজন ছিলো ২৭ রান। দল’কে বৈতরণী পার করাতে পারেন নি ক্যারিবিয়ান অলরাউন্ডার শেরফেন রাদারফোর্ড। শেষমেশ ২৩২-এ থামে গুজরাত। ১১ রানে জিতে দুই পয়েন্ট ছিনিয়ে নেয় পাঞ্জাব কিংস।
Read More: IPL 2025 GT vs PBKS: আহমেদাবাদের মাঠে অনবদ্য শ্রেয়স, ১১ রানের ব্যবধানে গুজরাতকে হারালো পাঞ্জাব !!
১) দিল্লী ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্সের পর আজ পাঞ্জাব কিংসের অধিনায়ক হিসেবে মাঠে নামলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। আইপিএলের (IPL) ইতিহাসে চতুর্থ ক্রিকেটার হিসেবে তিনটি ফ্র্যাঞ্চাইজির নেতৃত্বভার সামলানোর নজির গড়লেন তিনি। একনজরে দেখুন সম্পূর্ণ তালিকা-
- মাহেলা জয়বর্ধনে
- কুমার সাঙ্গাকারা
- স্টিভ স্মিথ
- শ্রেয়স আইয়ার*
২) আজ পাঞ্জাব কিংসের (PBKS) বিরুদ্ধে ৪৮ রান খরচ করলেও ১টি উইকেট নেন রশিদ খান। আইপিএলের (IPL) আঙিনায় ১৫০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করলেন তিনি। তৃতীয় দ্রুততম বোলার হিসেবে গড়লেন এই নজির।
- লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)-১০৫ ম্যাচ
- যুজবেন্দ্র চাহাল (ভারত)- ১১৮ ম্যাচ
- রশিদ খান (আফগানিস্তান)- ১২২ ম্যাচ*
- জসপ্রীত বুমরাহ (ভারত)- ১২৪ ম্যাচ
- ডোয়েন ব্র্যাভো (ওয়েস্ট ইন্ডিজ)- ১৩৭ ম্যাচ
- ভুবনেশ্বর কুমার (ভারত)- ১৩৮ ম্যাচ
৩) আজ গুজরাত টাইটান্সের বিপক্ষে ব্যাট হাতে ৯৭* রান করেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। অধিনায়ক হিসেবে কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে অভিষেকে এটি তৃতীয় সর্বোচ্চ স্কোর। শ্রেয়সের আগে রয়েছেন সঞ্জু স্যামসন ও মায়াঙ্ক আগরওয়াল। তৃতীয় স্থানে এর আগেও ছিলেন শ্রেয়স’ই। দেখুন সম্পূর্ণ তালিকা-
- ১১৯ রান- সঞ্জু স্যামসন (রাজস্থান) বনাম পাঞ্জাব, ওয়াংখেড়ে, ২০২১
- ৯৯* রান- মায়াঙ্ক আগরওয়াল (পাঞ্জাব) বনাম দিল্লী, আহমেদাবাদ, ২০২১
- ৯৭* রান- শ্রেয়স আইয়ার (পাঞ্জাব) বনাম গুজরাত, আহমেদাবাদ, ২০২৫*
- ৯৩* রান- শ্রেয়স আইয়ার (দিল্লী) বনাম কলকাতা, দিল্লী, ২০১৮
- ৮৮ রান- ফাফ দু প্লেসি (বেঙ্গালুরু) বনাম পাঞ্জাব, মুম্বই, ২০২২

৪) আজ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খাতা খোলার আগেই আউট হলেন গ্লেন ম্যাক্সওয়েল। আইপিএলের (IPL) ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক শূন্যের মালিক হলেন তিনি। পিছনে ফেললেন রোহিত শর্মা, দীনেশ কার্তিকদের। এক নজরে শূন্যের সেরা পাঁচ-
- গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)- ১৯টি শূন্য*
- রোহিত শর্মা (ভারত)- ১৮টি শূন্য
- দীনেশ কার্তিক (ভারত)- ১৮টি শূন্য
- পীয়ূষ চাওলা (ভারত)- ১৬টি শূন্য
- সুনীল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ)- ১৬টি শূন্য
৫) আজ আইপিএলে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরবোর্ডে তুললো পাঞ্জাব কিংস (PBKS)। প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজির সেরা পাঁচ ব্যাটিং পারফর্ম্যান্স নিম্নরূপ-
- ২৬২/২ বনাম কলকাতা নাইট রাইডার্স, কলকাতা, ২০২৪
- ২৪৩/৫ বনাম গুজরাত টাইটান্স, আহমেদাবাদ, ২০২৫*
- ২৩২/২ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ধর্মশালা, ২০১১
- ২৩১/৪ বনাম চেন্নাই সুপার কিংস, কটক, ২০১৪
- ২৩০/৩ বনাম মুম্বই ইন্ডিয়ান্স, ওয়াংখেড়ে, ২০১৭

৬) কাগিসো রাবাডা’র (Kagiso Rabada) বলে আউট হলেন পাঞ্জাব কিংস ওপেনার প্রভসিমরণ সিং। তাঁর বিরুদ্ধে ১০০ শতাংশ সাফল্যের হার বজায় রাখলেন প্রোটিয়া পেসার। একনজরে প্রভসিমরণ বনাম রাবাডা পরিসংখ্যান-
- ইনিংস- ২
- বলের সংখ্যা- ৭
- রান সংখ্যা- ৬
- আউট হয়েছেন- ২বার
৭) ছক্কা হাঁকানোর নয়া রেকর্ড গড়লো গুজরাত টাইটান্স। আজ ১৬টি ছক্কা মেরেছেন তাদের ব্যাটাররা। ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে এক ইনিংসে এটাই সর্বোচ্চ সংখ্যক ছক্কার নজির। ২০২৩ সালে আহমেদাবাদে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিপক্ষে ১৪টি ছক্কা’ই এতদিন সর্বোচ্চ ছিলো।

৮) আজ নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর করলো গুজরাত টাইটান্সও (GT)।
- ২৩৩/৩ বনাম মুম্বই ইন্ডিয়ান্স, আহমেদাবাদ, ২০২৩
- ২৩২/৫ বনাম পাঞ্জাব কিংস, আহমেদাবাদ, ২০২৫*