IPL 2025: আইপিএলের (IPL) আঙিনায় আজ মুখোমুখি গুজরাত টাইটান্স ও পাঞ্জাব কিংস। ২০২২-এর চ্যাম্পিয়ন ও ২০২৩-এর রানার্স-আপ গুজরাত, গত মরসুমে আশানুরূপ পারফর্ম্যান্স করতে পারে নি। হার্দিক পান্ডিয়ার দলত্যাগের ধাক্কা সামলে উঠতে ব্যর্থ হয়েছিলো তারা। এবার তরুণ অধিনায়ক শুভমান গিলের সামনে সুযোগ রয়েছে ফ্র্যাঞ্চাইজিকে ফের সাফল্যের সরণিতে ফেরানোর। মেগা নিলাম থেকে জস বাটলার, কাগিসো রাবাডা, মহম্মদ সিরাজদের মত সুপারস্টারদের দলে সামিল করেছে গুজরাত, মরসুমের প্রথম ম্যাচে সাফল্য চাইবেন তাঁরা। অন্যদিকে ভোল বদলে ফেলেছে পাঞ্জাব’ও। এক দশক প্লে-অফ অধরা তাদের কাছে। ব্যর্থতা কাটিয়ে উঠতে ‘নিউ লুক’ স্কোয়াড নিয়ে মাঠে নামছে তারা। গত বছর নাইট রাইডার্সের হয়ে আইপিএল (IPL) জিতেছিলেন শ্রেয়স আইয়ার। এবার পাঞ্জাবের দায়িত্বে তিনি। রয়েছেন স্টয়নিস, চাহাল , ম্যাক্সওয়েলরাও। অ্যাওয়ে ম্যাচে বাজিমাত করাই লক্ষ্য তাঁদের।
Read More: IPL 2025 GT vs PBKS Match Preview: গুজরাটের মাঠে পাঞ্জাবের নতুন অধিনায়কের অভিষেক, প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে গরম !!
IPL 2025 ম্যাচের সময়সূচি-
গুজরাত টাইটান্স (GT) বনাম পাঞ্জাব কিংস (PBKS)
ম্যাচ নং- ০৫
তারিখ- ২৫/০৩/২০২৫
ভেন্যু- নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ
সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
Narendra Modi Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

আজকের গুজরাত টাইটান্স (GT) বনাম পাঞ্জাব কিংস (PBKS) ম্যাচটি আয়োজিত হতে চলেছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এখানে সাধারণত টি-২০তে ব্যাটিং সহায়ক পিচই চোখে পড়ে। দিনকয়েক আগে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে বড় রান উঠতে দেখা গিয়েছিলো। আজকের ম্যাচেও তেমনটাই প্রত্যাশা করছে ক্রিকেটমহল। আহমেদাবাদে ইতিপূর্বে ৩৫টি আইপিএল ম্যাচ আয়োজিত হয়েছে। তার মধ্যে ১৫টিতে প্রথম ব্যাটিং করে জয় এসেছে। বাকি ২০টি ম্যাচে জিতেছে রান তাড়া করতে নামা দল। গত বছর এখানে যে ৮টি ম্যাচ আয়োজিত হয়েছিলো তার মধ্যে মাত্র দু’টিতে প্রথম ব্যাটিং করা দল জিতেছিলো। বাকি ছ’টিতেই সাফল্য এসেছিলো প্রথম বোলিং করে। টসের সময় সেই পরিসংখ্যান নিঃসন্দেহে মাথায় থাকবে দুই অধিনায়কের।
Ahmedabad Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

আহমেদাবাদে সম্মুখসমরে গুজরাত ও পাঞ্জাব (GT vs PBKS)। আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে আজ সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩৮ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ১৫ শতাংশ। আকাশ পরিষ্কার থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। ম্যাচ চলাকালীন বায়ুপ্রবাহের গতিবেগ থাকতে পারে ৫ কিলোমিটার প্রতি ঘন্টা।
GT vs PBKS হেড টু হেড পরিসংখ্যান-

গুজরাত টাইটান্স ও পাঞ্জাব কিংস আইপিএলের (IPL) আঙিনায় পাঁচ বার একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছে। এর মধ্যে ৩টি ম্যাচে জয় পেয়েছে গুজরাত। বাকি দুটিতে জিতেছে পাঞ্জাব কিংস। আজ ষষ্ঠ সাক্ষাৎ হতে চলেছে দুই শিবিরের।
IPL 2025 লাইভ স্ট্রিমিং-
গুজরাত বনাম পাঞ্জাব-সহ ২০২৫-এর আইপিএলের (IPL) সবক’টি ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে। এছাড়া জিওহটস্টার অ্যাপ ও ওয়েবসাইটেও সরাসরি দেখা যাবে ম্যাচের লাইভ স্ট্রিমিং।
টসের পর দুই অধিনায়কের মন্তব্য-

শুভমান গিল (GT)-
আমরা প্রথমে বোলিং করবো। উইকেট দেখে ভালোই মনে হচ্ছে। শিশির রয়েছে সামান্য। সেটা মাথায় রাখছি। কারণ এই মাঠে শিশির একটা বড় ফ্যাক্টর। বড় রানের লক্ষ্যও তাড়া করা যায়। আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে। সব দিক খেয়াল রেখে এগিয়েছি আমরা। গতবার বোলিং ভুগিয়েছিলো। এবার আমাদের বোলিং আক্রমণ যথেষ্ট ভালো। দেশের সবচেয়ে বড় মাঠে খেলতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি। আমরা চার পেসার ও দুই স্পিনার খেলাচ্ছি।
শ্রেয়স আইয়ার (PBKS)-
আমিও বোলিং’ই করতে চাইতাম। আমি সবসময়ই রান তাড়া করা পছন্দ করি। চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। চারপাশে প্রচুর পরিচিত মুখ। রিকি (পন্টিং) রয়েছেন। আমাদের দলের মধ্যে যথেষ্ট একতা রয়েছে। বেশ কয়েকজন ভালো অলরাউন্ডার রয়েছে আমাদের। প্রচুর বিকল্প হাতে। আমরা যেহেতু প্রথম ব্যাটিং করবো, সেহেতু এক স্পিনার ও তিন পেসার বেছে নিয়েছি।
দুই দলের প্রথম একাদশ-

গুজরাত টাইটান্স (GT)-
শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), বি সাই সুদর্শন, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া,সাই কিশোর, আর্শাদ খান, রশিদ খান, কাগিসো রাবাডা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা।
ইমপ্যাক্ট প্লেয়ার- শেরফেন রাদারফোর্ড, গ্লেন ফিলিপস, ঈশান্ত শর্মা, অনুজ রাওয়াত, ওয়াশিংটন সুন্দর।
পাঞ্জাব কিংস (PBKS)-
প্রভসিমরণ সিং (উইকেটরক্ষক), প্রিয়াংশ আর্য, শ্রেয়স আইয়ার, মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, শশাঙ্ক সিং, সূর্যাংশ সেগড়ে, আজমাতুল্লাহ ওমরজাই, মার্কো ইয়ানসেন, আর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল।
ইমপ্যাক্ট প্লেয়ার- নেহাল ওয়াধেরা, প্রবীন দুবে, বৈশাখ বিজয়কুমার, হরপ্রীত ব্রার, বিষ্ণু বিনোদ।
GT vs PBKS টস রিপোর্ট-
টসে জিতে প্রথম বোলিং বেছে নিয়েছে গুজরাত টাইটান্স।