IPL 2025: গত বছর নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে ট্রফি জিতে মরসুম শেষ করেছিলেন শ্রেয়স আইয়ার। এবার দল বদলে তিনি যোগ দিয়েছেন পাঞ্জাব কিংসে। নতুন জার্সি গায়ে ২০২৫-এর আইপিএলেও (IPL) জয় দিয়েই যাত্রা শুরু করলেন তিনি। আহমেদাবাদের মাঠে আজ টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাত টাইটান্স অধিনায়ক শুভমান গিল। ব্যাটিং বান্ধব বাইশ গজে ঝড় তোলেন পাঞ্জাব (PBKS) ব্যাটাররা। সফল হন প্রিয়াংশ আর্স, শশাঙ্ক সিং’রা। অনবদ্য ইনিংস খেলেন অধিনায়ক শ্রেয়স স্বয়ং। রান তাড়া করতে নেমে একটা সময় অবধি পাঞ্জাবের সাথে সমানে সমানে লড়াই চালিয়ে যাচ্ছিলো গুজরাত (GT)। অর্ধশতকের গণ্ডী পেরোন সাই সুদর্শন, জস বাটলার। কার্যকরী ইনিংস খেলেন শুভমান গিল, শেরফেন রাদারফোর্ডরাও। কিন্তু শ্রেয়সদের ছুঁড়ে দেওয়া ২৪৪ রানের বিশাল লক্ষ্য ছুঁয়ে ফেলা সম্ভব হলো না তাঁদের পক্ষে। দুই পয়েন্ট ছিনিয়ে নিলো পাঞ্জাবই।
Read More: IPL 2025: “পয়সা উসুল পারফর্ম্যান্স…” শতক হাতছাড়া, তবুও ‘ক্যাপ্টেন’ শ্রেয়সে মজে নেটদুনিয়া !!
দুরন্ত শ্রেয়স, বাজিমাত শশাঙ্কের-

পাঞ্জাবের জার্সিতে আজ নজর কাড়লেন প্রিয়াংশ আর্য। প্রভসিমরণ সিং ইনিংসের চতুর্থ ওভারেই সাজঘরে ফেরার পর দলকে চাপে পড়তে দেন নি বছর চব্বিশের তরুণ। ২৩ বলে ৪৭ রানের ঝলমলে ক্যামিও আসে তাঁর ব্যাট থেকে। আহমেদাবাদের বাইশ গজে তাণ্ডব চালাতে দেখা গেলো শ্রেয়স আইয়ারকে (Shryeas Iyer)। পাঞ্জাবের অধিনায়ক হিসেবে আজই প্রথমবার মাঠে নেমেছিলেন তিনি। মাত্র ৪৩ বলে ৯৭* রানের অসামান্য ইনিংস খেলে অভিষেক স্মরণীয় করে রাখলেন তিনি। মেরেছেন ৫ টি বাউন্ডারি ও ৯টি ছক্কা। আজমাতুল্লাহ ওমরজাই, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস’রা আশানুরূপ পারফর্ম্যান্স করতে পারেন নি আজ। শ্রেয়সের সাথে ডেথ ওভারে ধ্বংসযজ্ঞ চালালেন শশাঙ্ক সিং (Shashank Singh)। ২০তম ওভারে মহম্মদ সিরাজের বিরুদ্ধে পাঁচটি বাউন্ডারি হাঁকান তিনি। মাত্র ১৬ বলে ৪৪ করে থাকেন অপরাজিত। প্রিয়াংশ, শ্রেয়স, শশাঙ্ক ত্রয়ী ২৪৩ রানে পৌঁছে দেয় পাঞ্জাবকে।
রান পেলেন সাই, উজ্জ্বল শুভমান’ও-

২৪৪-এর লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করেছিলো গুজরাত টাইটান্স (GT)। আর্শদীপ সিং-কে ইনিংসের প্রথম বলেই বাউন্ডারি হাঁকান সাই সুদর্শন। পিছিয়ে ছিলেন না শুভমান’ও। আফগান অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমরজাই’কে একই ওভারে দুই ছক্কা ও একটি বাউন্ডারি হাঁকিয়ে স্বাগত জানান তিনি। মার্কো ইয়ানসেনকেও রেয়াৎ করেন নি দুই তরুণ ওপেনার। প্রোটিয়া পেসারের ওভার থেকে আসে ১৩ রান। পরিস্থিতি বেগতিক দেখে পাওয়ার প্লে’তেই স্পিন বোলিং-এ আস্থা রাখতে হয়েছিলো পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আইয়ারকে। তিনি বল তুলে দেন গ্লেন ম্যাক্সওয়েলের হাতে। ব্যাট হাতে শূন্য করে সাজঘরে ফিরেছিলেন অজি তারকা। কিন্তু বল হাতে সাফল্য এনে দেন তিনিই। ষষ্ঠ ওভারের পঞ্চম বলে লং-অনের উপর দিয়ে বড় শট মারতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন শুভমান (Shubman Gill)। কভারে ধরা পড়েন তিনি। ১৪ বলে ৩৩ করেই থামতে হয় তাঁকে।
শেষরক্ষা হলো না গুজরাতের-

শুভমান আউট হওয়ার পরেও লড়াই জারি রাখেন সাই সুদর্শন। আইপিএলের (IPL) আসরে আরও একটি চোখধাঁধানো ইনিংস খেললেন তামিলনাড়ুর তরুণ। তাঁর ব্যাট থেকে এলো ৪১ বলে ৭৪ রান। আর্শদীপের শিকার হন তিনি। রাজস্থান ছেড়ে এবারই গুজরাত টাইটান্সে যোগ দিয়েছেন জস বাটলার। ওপেনিং না করে আজ নেমেছিলেন তিন নম্বরে। সাফল্য পেলেন তিনিও। ৩৩ বলে ৫৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন ইংল্যান্ডের সদ্যপ্রাক্তন অধিনায়ক। মারেন ৪টি বাউন্ডারি ও ২টি ছক্কা। গুজরাতকে ম্যাচ জেতানোর চেষ্টা চালালেন ওয়েস্ট ইন্ডিজের শেরফেন রাদারফোর্ড’ও। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে তিনি করেন ২৮ বলে ৪৬ রান। কিন্তু যথেষ্ট হলো না তাঁদের যাবতীয় চেষ্টাও। শেষ ওভারে বাকি ছিলো ২৭ রান। ১৫-এর বেশী তুলতে পারে নি গুজরাত। নির্ধারিত ২০ ওভার শেষে ২৩২ রানেই থামতে হলো তাদের। পাঞ্জাবের সাথে রয়েই গেলো ১১ রানের ব্যবধান।