ipl-2025-gt-vs-csk-toss-report

IPL 2025: আইপিএলের (IPL) আসরে আজ এক বনাম দশের লড়াই। শীর্ষে থাকা গুজরাত টাইটান্স মুখোমুখি হবে পয়েন্ট তালিকায় সবার নীচে থাকা চেন্নাই সুপার কিংসের (GT vs CSK)। আজ আহমেদাবাদে যদি চেন্নাইকে হারাতে পারেন শুভমান গিলরা তাহলে লীগ পর্ব শেষ করতে পারবেন প্রথম হয়েই। সেক্ষেত্রে নক-আউট পর্বে বাড়তি সুবিধা পাবেন তাঁরা। যদি প্রথম কোয়ালিফায়ারে হারেনও তাহলে ফাইনালে ওঠার একটি বাড়তি সুযোগ পাবে গুজরাত (GT)। সুযোগের সদ্ব্যবহার করতে টাইটান্স শিবির যে মুখিয়ে থাকবে তা বলাই বাহুল্য। সাই সুদর্শন, জস বাটলার, শেরফেন রাদারফোর্ডদের দিকে নজর থাকবে আজ। পক্ষান্তরে আজকের ম্যাচ গুরুত্বপূর্ণ চেন্নাইয়ের জন্যও। আজই শেষবার হলুদ জার্সি গায়ে মাঠে নামতে পারেন কিংবদন্তি তারকা মহেন্দ্র সিং ধোনি’রা। তাঁর বিদায়টা যাতে স্মরণীয় হয়ে থাকে তা নিশ্চিত করতে নিজেদের সবটুকুই দিতে চাইবেন সতীর্থরা।

Read More: IND vs ENG: টেস্টের সাথে ওয়ান-ডে স্কোয়াড ঘোষণা বোর্ডের, গিল বা হার্দিক নয় মুম্বইয়ের এই ক্রিকেটার পেলেন অধিনায়কত্ব !!

IPL 2025 ম্যাচের সময়সূচি-

গুজরাত টাইটান্স (GT) বনাম চেন্নাই সুপার কিংস (CSK)

ম্যাচ নং- ৬৭

তারিখ- ২৫/০৫/২০২৫

ভেন্যু- নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ

সময়- দুপুর ৩টে ৩০ মিনিট (ভারতীয় সময়)

Narendra Modi Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

Narendra Modi Stadium, Ahmedabad | Image: Getty Images
Narendra Modi Stadium, Ahmedabad | Image: Getty Images

গুজরাত বনাম চেন্নাই (GT vs CSK) হাইভোল্টেজ ম্যাচের জন্য প্রস্তুত আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এখানে লাল ও কৃষ্ণমৃত্তিকার উইকেট-দুই’ই দেখা যায়। লাল মাটির পিচে বাড়তি বাউন্স থাকায় বল সহজে ব্যাটে আসে। ফলে বড় শট মারার ক্ষেত্রে সুবিধা পান ব্যাটাররা। আর কৃষ্ণমৃত্তিকা নির্মিত বাইশ গজে বল পড়ার পর খানিক থমকে ব্যাটে আসে। যার ফলে শট খেলার ক্ষেত্রে ঈষৎ সমস্যার সম্মুখীন হতে হয়। কার্যকরী হতে পারেন স্পিনাররা। আজ কেমন পিচ অপেক্ষা করে রয়েছে শুভমান বা ধোনিদের জন্য সেদিকে নজর থাকবে ক্রিকেটজনতার। পরিসংখ্যান বলছে যে আজ অবধি ৪১টি আইপিএল (IPL) ম্যাচ আয়োজন করেছে আহমেদাবাদ। এর মধ্যে প্রথম ব্যাটিং করে জয়ের সংখ্যা ২০। আর রান তাড়া করতে নামা দল জিতেছে ২১ বার।

Ahmedabad Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

Ahmedabad Weather Forecast | Image: Twitter
Ahmedabad Weather Forecast | Image: Twitter

আহমেদাবাদে আজ বৃষ্টিপাতের বিশেষ সম্ভাবনা না থাকলেও আকাশ থাকবে মেঘলা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩৯ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৭ শতাংশ হওয়ার সম্ভাবনা। যা নিঃসন্দেহে অস্বস্তি বাড়াবে ক্রিকেটারদের। এছাড়া খেলা চলাকালীন হাওয়া বইতে পারে ৮ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে।

GT vs CSK, হেড টু হেড পরিসংখ্যান-

GT vs CSK | IPL | Image: Getty Images
GT vs CSK | IPL | Image: Getty Images
  • মোট ম্যাচ- ০৭
  • গুজরাতের জয়- ০৪
  • চেন্নাইয়ের জয়- ০৩
  • শেষ সাক্ষাতে ফলাফল- গুজরাত ৩৫ রানে জয়ী

দুই অধিনায়কের মন্তব্য-

Shubman Gill and MS Dhoni | Image: Twitter
Shubman Gill and MS Dhoni | Image: Twitter

শুভমান গিল-

মহেন্দ্র সিং ধোনি-

দুই দলের প্রথম একাদশ-

GT vs CSK | IPL | Image: Getty Images
GT vs CSK | IPL | Image: Getty Images

গুজরাত টাইটান্স (GT)-

শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), শেরফেন রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আর্শাদ খান, জেরাল্ড ক্যুৎসিয়ে, রবিশ্রীনিবাসন সাই কিশোর, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা।

ইমপ্যাক্ট প্লেয়ার- সাই সুদর্শন, অনুজ রাওয়াত, মহীপাল লোমরোর, ওয়াশিংটন সুন্দর, ঈশান্ত শর্মা।

চেন্নাই সুপার কিংস (CSK)-

আয়ুষ মাথরে, ডেভন কনওয়ে, উর্ভিল প্যাটেল, ডিওয়াল্ড ব্রেভিস, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, দীপক হুডা,  মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক/উইকেটরক্ষক), রবিচন্দ্রণ অশ্বিন, নূর আহমেদ, অংশুল কম্বোজ, খলিল আহমেদ।

ইমপ্যাক্ট প্লেয়ার- মাথিশা পাথিরাণা, বিজয় শঙ্কর, কমলেশ নাগারকোটি, রামকৃষ্ণ ঘোষ, রবিচন্দ্রণ অশ্বিন।

GT vs CSK, টস রিপোর্ট-

টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই সুপার কিংস।

Also Read: IPL 2025: আর মাত্র একটা ম্যাচ, লিগ পর্বের শেষ ম্যাচেই অবসর নিতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *