ipl-2025-gt-vs-csk-match-report

IPL 2025: গত বৃহস্পতিবার লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে হেরেছিলো গুজরাত টাইটান্স (GT)। আজ প্রতিপক্ষ বদলে গেলেও বদলালো না ফলাফল। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও আহমেদাবাদে রান তাড়া করতে নেমেই মুখ থুবড়ে পড়লেন শুভমান গিল, জস বাটলাররা (Jos Buttler)। টসে জিতে প্রথম ব্যাটিং বেছে নিয়েছিলেন চেন্নাই-এর কার্যনির্বাহী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তরুণ তুর্কি আয়ুষ মাথরে ঝড় তোলেন শুরুতেই। এরপর ডেভন কনওয়ে ও ডিওয়াল্ড ব্রেভিসও করেন জোড়া অর্ধশতক। ২৩১-এর লক্ষ্যমাত্রা লীগ লিডার্সদের দিয়েছিলো ‘লাস্ট বয়’ চেন্নাই (CSK)। সেই রানের বোঝা আর সামলাতে পারে নি গুজরাত। সাই সুদর্শন কার্যত একাই খানিক চেষ্টা করলেন ব্যাট হাতে। কিন্তু আজ যথেষ্ট হলো না তা। ১৪৭ রানেই গুটিয়ে গেলো টাইটান্স ইনিংস। টানা দ্বিতীয় ম্যাচে হাতছাড়া হলো দুই পয়েন্ট।

Read More: IPL 2025 SRH vs KKR TOSS REPORT in BENGALI: নিয়ম রক্ষার ম্যাচে টস জিতলো সানরাইজার্স, মৌসুমের শেষ ম্যাচে নের পরিবর্তন KKR দলে !!

ব্যাটিং বিপর্যয়ের শিকার গুজরাত-

Jos Buttler | IPL | Image: Getty Images
Jos Buttler | IPL | Image: Getty Images

পয়েন্ট তালিকায় সবার নীচে থাকা চেন্নাইয়ের (CSK) বিরুদ্ধে ডাহা ফেল গুজরাত টাইটান্সের (GT) তারকাখচিত টপ-অর্ডার। শুরুতেই সাজঘরে ফেরেন শুভমান গিল (Shubman Gill)। আজ গুজরাত টাইটান্স অধিনায়কের সংগ্রহ মাত্র ৯ বলে ১৩ রান। অংশুল কম্বোজের বলে উর্ভিল প্যাটেলের হাতে ধরা পড়েন তিনি। এবারে আইপিএলে (IPL) আজই শেষ ম্যাচ খেললেন জস বাটলার। শেষটা স্মরণীয় হলো না তাঁর। ৭ বলে ৫ রান করে উইকেট হারান তিনি। ইংল্যান্ডের মহাতারকাকে আউট করেন বাম হাতি পেসার খলিল আহমেদ। পাওয়ার-প্লে’র মধ্যেই তৃতীয় ধাক্কাও হজম করতে হয়েছিলো গুজরাত টাইটান্সকে। শেরফেন রাদারফোর্ডকে খাতা খোলারই সুযোগ দেন নি অংশুল কম্বোজ (Anshul Kamboj)। বছর ১৭-এর আয়ুষ মাথরের হাতে ধরা পড়েন ওয়েস্ট ইন্ডিজের তারকা। ৩০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়েছিলো গুজরাত।

গত ম্যাচে লড়াকু অর্ধশতক করেছিলেন শাহরুখ খান। তবে আজ আর ‘বাজিগর’ হওয়া হলো না তাঁর। ১৫ বল খেলে মাত্র ১৯ রান করেই রবীন্দ্র জাদেজার শিকার হন তিনি। একা কুম্ভ হয়ে লড়ছিলেন সাই সুদর্শন (Sai Sudharsan)। কিন্তু জাদেজার ফাঁদে পা দিয়ে বসেন তামিলনাড়ুরর তরুণ’ও। ৬টি বাউন্ডারির সাহায্যে ২৮ বলে ৪১ করেন তিনি। ১৪ ম্যাচে ৬৭৯ রান করে কমলা টুপি আপাতত নিজের মাথাতেই রাখলেন সাই। বল হাতে জ্বলে উঠতে দেখা গেলো আফগানিস্তানের চায়নাম্যান স্পিনার নূর আহমেদকেও। গুজরাত (GT) লোয়ার অর্ডারের দুই স্তম্ভ রাহুল তেওয়াটিয়া (১৪) ও রশিদ খান’কে (১২) আউট করেন তিনি। ১০৫ রানের মধ্যে ৬ উইকেট শারানোর পর ম্যাচে ফিরতে গেলে রীতিমত মিরাক্‌ল-এর প্রয়োজন ছিলো টাইটান্সদের। তা আর দেখা যায় নি আজ।

গুজরাতের হারে বদলে গেলো সমীকরণ-

CSK vs GT | IPL | Image: Getty Images
CSK vs GT | IPL | Image: Getty Images

ধুঁকতে থাকা গুজরাতকে (GT)  খানিক অক্সিজেন দিয়েছিলেন আর্শাদ খান (Arshad Khan)। কিন্তু তাঁর ১৪ বলে ২০ রানের ইনিংস বিশেষ তফাৎ গড়তে পারে নি আজ। নূর আহমেদের বলে শেষমেশ বোল্ড হন গুজরাত অলরাউন্ডার। এরপর ৩ রান করে সাই কিশোর আউট হতেই দাঁড়ি পড়ে টাইটান্স ইনিংসে। ৮৩ রানে হারতে হয় তাদের। লক্ষ্ণৌ ও চেন্নাইয়ের বিরুদ্ধে পরপর দুই ম্যাচে গুজরাতের হার বদলে দিলো প্লে-অফের অঙ্ক। আপাতত ১৮ পয়েন্ট নিয়ে লীগ শীর্ষে রয়েছে টাইটান্স শিবির। কিন্তু ২৬ তারিখ মুম্বইয়ের বিরুদ্ধে পাঞ্জাব (PBKS) যদি জেতে তাহলে জায়গা হারাতে হবে তাদের। এক নম্বরে পৌঁছে যাবেন শ্রেয়স আইয়াররা। আর ২৭ তারিখ রয়্যাল চ্যালেঞ্জার্স যদি হারিয়ে দেয় লক্ষ্ণৌকে, তাহলে দ্বিতীয় স্থানও হাতছাড়া হতে পারে শুভমানদের। সেক্ষেত্রে প্রথম কোয়ালিফায়ার নয়,এলিমিনেটর খেলতে হবে গুজরাতকে।

Also Read: IPL 2025: ধুন্ধুমার ব্যাটিং সমীর রিজভি’র, দিল্লীর বিরুদ্ধে হেরে লীগ শীর্ষে পৌঁছানোর সুযোগ হারালো পাঞ্জাব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *