আইপিএল ২০২৫’এর (IPL 2025) মঞ্চে ৬৭তম ম্যাচে মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস এবং গুজরাত টাইটান্স। উভয় দল তাদের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচটি খেলছে আজ। গুজরাতের নরেন্দ্র মদ ক্রিকেট স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হয়েছে। পয়েন্ট তালিকার বিচারে আপাতত শীর্ষ স্থানে রয়েছে গুজরাত টাইটান্স। আজকের ম্যাচ জিততে পারলে তারা প্রথম স্থানেই বহাল থাকবে। দুই দলের মধ্যে আজকের গুরুত্বপূর্ণ লড়াইটা চেন্নাই সুপার কিংসের কাছে গুরুত্বপূর্ণ না হলেও গুজরাতের কাছে বেশ গুরুত্বপূর্ণ। তারা তাদের লীগ ম্যাচের শেষ ম্যাচটি লখনৌ সুপার জায়ান্টসের কাছে পরাজিত হয়েছিল। যার ফলে আজকের ম্যাচটি তাদের শীর্ষস্থানে পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ লড়াই।
আজকের হাইভোল্টেজ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক এমএস ধোনি (MS Dhoni)। ক্যাপ্টেন হিসাবে ধোনিকে শেষবারের মতো আইপিএলের মঞ্চে অধিনায়ক হিসেবে দেখতে পাওয়া যাচ্ছে আজকে। আজকের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করতে এসে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখতে পাওয়া যায় চেন্নাই দলের দুই ওপেনারকে। ব্যাট হাতে মাত্র ১৭ বলে ৩টি চার ও ৩টি ছক্কায় ৩৪ রানের আগ্রাসী ইনিংস খেলেন আয়ুশ মাত্রে। পাওয়ার প্লের ভিতরেই ৬৮ রান বানিয়ে ফেলে চেন্নাই, এটাই এই মৌসুমে পাওয়ার প্লেতে বানানো তাদের সবথেকে বেশি রান। আয়ুশ আউট হলে ব্যাটিং করতে এসে উরভিল প্যাটেল ১৯ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৩৭ রানের ইনিংস খেলেন।
Read More: স্কোয়াড ঘোষণা হতেই বড় সিদ্ধান্ত হার্দিক পান্ডিয়ার, টেস্ট ক্রিকেটকে জানাচ্ছেন বিদায় !!
মোদি স্টেডিয়ামে উঠলো ব্রেভিস ঝড়

চেন্নাইয়ের জার্সিতে আবার একবার ছন্দ দেখালেন ডিওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis)। ব্যাট হাতে, ২৩ বলে ৪টি চার এবং ৫টি ছক্কায় ৫৭ রানের ইনিংস খেলেন তিনি। পাশাপশি, মৌসুমের শেষ ম্যাচে দুরন্ত ব্যাটিং করলেন ডেভন কনওয়ে (Devon Conway)। ৩৫ বলে ৬টি চার এবং ২টি ছক্কায় ৫২ রান বনান তিনি। তাছাড়া, শিবম দুবে ৮ বলে দুটি ছক্কায় ১৭ এবং রবীন্দ্র জাদেজা ১৮ বলে ২১ রান বানিয়ে চেন্নাইকে ২৩০ রানে পৌঁছে দেন। অন্যদিকে, গুজরাতের হয়ে সর্বাধিক দুই উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ এবং একটি করে উইকেট পান সাই কিশোর, রশিদ খান ও শাহরুখ খান।