IPL 2025: ম্যাচ জিতেও স্বস্তিতে নেই পাঞ্জাব, বিসিসিআই-এর শাস্তির কবলে তারকা ক্রিকেটার !! 1
PBKS vs KKR | Image: Getty Images

IPL 2025: গুজরাত ও বেঙ্গালুরুর বিরুদ্ধে পরপর দুটি ম্যাচে জেতার পর ঘরের মাঠে রাজস্থানের রয়্যালসের বিপক্ষে ধাক্কা খেয়েছিলো পাঞ্জাব কিংস (PBKS)। ঘরের মাঠে ৫০ রানে হেরেছিলো তারা। দ্রুত সেই অন্ধকার কাটিয়ে উঠলেন শ্রেয়স আইয়াররা। মুল্লানপুরে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ জিতলেন ১৮ রানের ব্যবধানে। টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো পাঞ্জাব। প্রভসিমরণ, শ্রেয়স, স্টয়নিস, ম্যাক্সওয়েলদের (Glenn Maxwell) ব্যর্থতা সত্ত্বেও স্কোরবোর্ডে নির্ধারিত ২০ ওভারে ২১৯ রান যোগ করতে সক্ষম হয় তারা। দুরন্ত শতরান করেন তরুণ তুর্কি প্রিয়াংশ আর্য (Priyansh Arya)। ভালো খেলেন শশাঙ্ক সিং, মার্কো ইয়ানসেনও। রান তাড়া করতে নেমে যথাসাধ্য লড়লেন রচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, শিবম দুবেরা। ২৭ রানের ঝোড়ো ক্যামিও আসে ধোনি’র ব্যাট থেকেও। কিন্তু কোনো লাভ হয় নি। ২০১-এ থামতে হয় চেন্নাইকে।

Read More: নিজেদের পাতা ফাঁদেই ধরা পড়েছে হায়দ্রাবাদ, রণকৌশলেই মস্ত বড়ো ভুল !!

জরিমানা দিতে হলো ম্যাক্সওয়েলকে-

Glenn Maxwell | IPL | Image: Getty Images
Glenn Maxwell | IPL | Image: Getty Images

গতকাল চেন্নাইকে (CSK) হারানোর পর পাঞ্জাব কিংসের ঝুলিতে আপাতত ৬ পয়েন্ট। আইপিএলের (IPL) পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে তারা। জায়গা করে নিয়েছে প্লে-অফের দৌড়ে। সাফল্যের পরেও অবশ্য টিম ম্যানেজমেন্টের চিন্তা বাড়িয়েছেন অস্ট্রেলীয় অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। বিসিসিআই-এর শৃঙ্খলাবিধি ভেঙে বড়সড় শাস্তির মুখে তিনি। গতকাল ম্যাচের পর এক বিজ্ঞপ্তিতে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা জানিয়েছে, “গ্লেন ম্যাক্সওয়েল স্বীকার করেছেন যে তিনি ধারা ২.২-এর (ম্যাচ চলাকালীন ব্যবহার্য সামগ্রী ও যন্ত্রপাতির অপব্যবহার) অধীনে একটি লেভেল-১ অপরাধ করেছেন। তিনি ম্যাচ রেফারির সিদ্ধান্ত মেনে নিয়েছেন। লেভেল-১ শৃঙ্খলাবিধি ভঙ্গের অপরাধের ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত।”

বিসিসিআই-এর ঐ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, “স্বাভাবিক ক্রিকেটীয় কর্মকাণ্ডের বাইরে যে কোনো আচরণ যেমন উইকেটে আঘাত করা বা লাথি মারা, ইচ্ছাকৃত, ভুলবশত অথবা বেপরোয়া ভাবে করা কোনো কাজই যদি বিজ্ঞাপনী বোর্ড, বাউন্ডারি ফেন্স, সাজঘরের দরজা, আয়না, জানলা বা অন্য কোনো জিনিসের ক্ষতি সাধন করে তবে তা ধারা ২.২-এর অধীনে আসবে। উদাহরণস্বরূপ কেউ যদি কেউ বিজ্ঞাপনী বোর্ডগুলিতে বারবার ব্যাট দিয়ে আঘাত করে তা ধারা ২.২’র অধীনে শৃঙ্খলাবিধি ভঙ্গ বলে পরিগণিত হবে।” ম্যাক্সওয়েল (Glenn Maxwell) গতকালের ম্যাচে ঠিক কি করেছেন তা স্পষ্ট করে জানানো হয় নি বোর্ডের বিজ্ঞপ্তিতে। তবে অস্ট্রেলীয় তারকার ম্যাচ ফি’র ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে জরিমানা হিসেবে। সাথে একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি।

IPL-এ ফর্মে নেই ম্যাক্সওয়েল-

Glenn Maxwell | IPL | Image: Getty Images
Glenn Maxwell | IPL | Image: Getty Images

৪.২ কোটি টাকার বিনিময়ে গ্লেন ম্যাক্সওয়েলকে (Glenn Maxwell) এবার দলে সামিল করেছে পাঞ্জাব কিংস। প্রীতি জিন্টার দলে এই নিয়ে তৃতীয় ইনিংস চলছে তাঁর। এর আগে ২০১৪ থেকে ২০১৭ সালে পাঞ্জাবের (PBKS) জার্সি গায়ে চাপিয়েছিলেন তিনি। ছিলেন ২০২০-২১ মরসুমেও। এখনও পর্যন্ত ‘কিংস’ শিবিরে তাঁর প্রত্যাবর্তন বিশেষ সুখের হয় নি। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খাতাই খুলতে পারেন নি তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ব্যাট হাতে তাঁর মাঠে নামার প্রয়োজন হয় নি। তৃতীয় ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে ইনিংসের শুরুটা ভালো করেছিলেন। কিন্তু ৩০ করেই থামতে হয় তাঁকে। সাফল্য পেলেন না গতকালও। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাত্র ১ রান করেই রবিচন্দ্রণ অশ্বিনের বলে কট অ্যান্ড বোল্ড হন তিনি। ব্যাট হাতে রানের মুখ না দেখলেও বল হাতে ৪ ম্যাচে ৩টি উইকেট নিয়েছেন ম্যাক্সওয়েল।

Also Read: IPL 2025: এত দিন ছিলেন ব্রাত্য, সুযোগ পেয়েই GT’র জার্সিতে জ্বলে উঠলেন এই তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *