IPL 2025: মুল্লানপুরের মাঠে আজ মুখোমুখি পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালস (PBKS vs RR)। পরপর দু’টি ম্যাচ জিতে আপাতত লীগ (IPL) টেবিলের উপরের দিকে রয়েছে পাঞ্জাব। আজ ঘরের মাঠে জিতলে দিল্লীকে সরিয়ে শীর্ষস্থান ফিরে পেতে পারে তারা। অন্যদিকে রাজস্থানের (RR) অবস্থা সম্পূর্ণ উলটো। তারা তিনটি ম্যাচ খেলেছে এখনও। এর মধ্যে হারতে হয়েছে দু’টিতে। জয়ের সংখ্যা মাত্র এক। আপাতত পয়েন্ট তালিকায় নবম স্থানে রয়েছে তারা। আজকের ম্যাচ তাদের কাছে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ হতে পারে। এতদিন মাঠে ‘ক্যাপ্টেন’ সঞ্জু স্যামসনের (Sanju Samson) অভাব অনুভব করেছে রাজস্থান। এনসিএ-র তরফে তাঁর উইকেটকিপিং-এ বিধিনিষেধ থাকায় কেবল ব্যাটিং-এর সময় মাঠে নেমেছেন তিনি। আজ থেকে কিপিং-এর ছাড়পত্র পেয়েছেন সঞ্জু। ফিরেছেন অধিনায়কত্বেও।
Read More: “দয়া করে অবসর নাও…” দিল্লির কাছে ২৫ রানে পরাস্ত হলো চেন্নাই সুপার কিংস, সমাজ মাধ্যমে ধোনিকে নিয়ে শুরু হলো চর্চা !!
টসে জিতে রাজস্থান রয়্যালসকেই (RR) ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। যশস্বী জয়সওয়ালের সাথে ওপেন করতে নেমেছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। ভালোই এগোচ্ছিলো তাঁদের দু’জনের জুটি। ছন্দপতন ঘটে একাদশতম ওভারে। লকি ফার্গুসনের (Lockie Ferguson) অতিরিক্ত গতি সামলাতে না পেরে উইকেট ছুঁড়ে আসেন সঞ্জু। কিউই পেসারের ১৪৪.২ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ফুল লেন্থ ডেলিভারি কভারের উপর দিয়ে চিপ করতে চেয়েছিলেন রাজস্থান অধিনায়ক। কিন্তু শটে নিয়ন্ত্রণ রাখতে পারেন নি তিনি। ব্যাটের নীচের দিকে লেগে শূন্যে উঠে যায় তা। সহজ ক্যাচ তালুবন্দী করতে বিশেষ কসরত করতে হয় নি শ্রেয়স আইয়ারকে। ২৬ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৩৮ করেই থামতে হয় সঞ্জুকে। উইকেট হারিয়ে ক্ষোভে ফেটে পড়েন তিনি।
সাধারণত মাঠে মেজাজ হারাতে দেখা যায় না সঞ্জু স্যামসনকে (Sanju Samson)। কিন্তু ব্যতিক্রমী ঘটনা ঘটলো আজ মুল্লানপুরের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। গুরুত্বপূর্ণ সময় আউট হয়ে মেজাজার উপর আর নিয়ন্ত্রণ রাখতে পারেন নি সঞ্জু। হাতের ব্যাট শূন্যে ছুঁড়ে দেন তিনি। কয়েক পাক খেয়ে তা আছড়ে পড়ে মাটিতে। তা কুড়িয়ে নিয়ে তারপর সাজঘরের পথে হাঁটা দেন রাজস্থান ওপেনার। হতাশা কাটে নি তখনও। বিরক্তি স্পষ্ট ছিলো শরীরী ভাষায়। তিনে নামা রিয়ান পরাগ’কে (Riyan Parag) পিচ বা পরিস্থিতি সম্পর্কে কোনো পরামর্শ বা নির্দেশ দিতেও দেখা যায় নি তাঁকে। চুপচাপ তরুণ সতীর্থকে অতিক্রম করে ডাগ-আউটের উদ্দেশ্যে পা বাড়ান তিনি। তাঁর এই স্বভাববিরুদ্ধে আচরণ অবাক করেছে ক্রিকেটজনতাকে। ঘটনার ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।