ipl-2025-four-probable-re-buys-for-lsg

নেহাল ওয়াধেরা-

Nehal Wadhera | Image: Getty Images
Nehal Wadhera | Image: Getty Images

নিলাম থেকে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) স্কোয়াডে ফিরতে পারেন নেহাল ওয়াধেরা’ও (Nehal Wadhera)। পাঞ্জাবের বাম হাতি ব্যাটার ও লেগব্রেক বোলার আইপিএলে (IPL) প্রথম মাঠে নেমেছিলেন ২০২৩ সালে। অভিষেক মরসুমে ১৪টি ম্যাচে তাঁকে সুযোগ দিয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স। প্রায় ২৭ গড় ও ১৪৫ স্ট্রাইক রেটে করেছিলেন ২৪১ রান। মিডল অর্ডারে নেমে একাধিক ম্যাচে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন।  চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে করেন লড়াকু ৬৪, ওয়াংখেড়েতে বেঙ্গালুরুর বিরুদ্ধে করেন ম্যাচ জেতানো ৫২ রান। ২০২৪ মরসুমে ৬টি ম্যাচে সুযোগ পেয়েছিলেন তিনি। তবে ফ্র্যাঞ্চাইজি যে তাঁকে ভবিষ্যতের তারকা হিসেবে ধরছে তা স্পষ্ট অধিনায়ক হার্দিক পান্ডিয়ার মন্তব্যে। “ভারতের হয়ে খেলবে নেহাল”, বলেছেন তিনি। ২০২৫-এর আইপিএলের পরিকল্পনাতেও রয়েছেন তরুণ তুর্কি। তাঁকেও নিলাম থেকে দলে ফেরাতে চাইবেন আম্বানিরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *