ipl-2025-mi-probable-release-list
Mumbai Indians | Image: Getty Images

IPL 2025: পাঁচ বারের আইপিএল (IPL) চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের (MI) জন্য বিভীষিকাময় ছিলো ২০২৪ মরসুমটা। নতুন অধিনায়ন হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) হাত ধরে ট্রফি জয়ের স্বপ্ন দেখেছিলো তারা। কিন্তু শেষ করতে হয়েছে লীগ তালিকায় সবার নীচে। মাত্র ৪টি ম্যাচ জিতেছিলো তারা। ২০২০-এর পর ট্রফি আসে নি আর। ব্যর্থতার চিত্রে এবার বদল আনতে মরিয়া ফ্র্যাঞ্চাইজি। সম্ভাব্য ছয় রিটেনশন নিয়ে আলোচনা চলছে টিম ম্যানেজমেন্টের অন্দরে। পাশাপাশি আসন্ন মেগা অকশন’কে পরিকল্পনামাফিক ব্যবহার করতে চায় তারা। দলের অধিকাংশ তারকাকে ছেড়ে দিতে যে হবে তা দিনের আলোর মত পরিষ্কার। নতুন মুখদের স্বাগত জানানোর পাশাপাশি নিলাম থেকে চার পুরনো মুখকেও ফেরানোর ভাবনাচিন্তা রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের (MI)।

Read More: BCCI এর উপর নারাজ হয়ে অবসরের ঘোষণা দিলেন চাহাল, সোশ্যাল মিডিয়ায় উগরে দিলেন ক্ষোভ !!

আকাশ মাধওয়াল-

Akash Madhwal | IPL | Image: Getty Images
Akash Madhwal | Image: Getty Images

প্রথমেই নাম থাকবে আকাশ মাধওয়ালের (Akash Madhwal)। উত্তরাখণ্ডের ক্রিকেটার সাড়া জাগিয়েছিলেন ২০২৩-এর আইপিএলে (IPL)। অনবদ্য পারফর্ম্যান্স করেছেন তিনি। মাত্র ৫ রান খরচ করে ৫ উইকেট নিয়েছিলেন লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিরুদ্ধে। সেই বছরে বুমরাহ-জোফ্রাহীন মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং বিভাগের অন্যতম সফল মুখ হয়ে উঠেছিলেন আকাশ (Akash Madhwal)। মাত্র ৮ ম্যাচ খেলার সুযোগ পেলেও তুলে নিয়েছিলেন ১৪ উইকেট। গড় ছিলো ১৫.৬৪। ২০২৪ মরসুমে অবশ্য নিয়মিত ছিলেন না তিনি। কেবল ৫ ম্যাচেই পেয়েছেন মাঠে নামার সুযোগ। তবুও ৫ উইকেট ঠিকই তুলে নিয়েছিলেন তিনি। আকাশ মাধওয়ালের প্রতিভার সম্পর্কে ওয়াকিবহাল মুম্বই ফ্র্যাঞ্চাইজি। রিটেনশন স্লট হয়ত বরাদ্দ হবে না তাঁর জন্য। কিন্তু নিলাম থেকে তাঁকে ফেরাতে উদ্যোগ নেবেন আম্বানিরা। ২০ লক্ষের প্রাইস ট্যাগ বাড়তে পারে বেশ খানিকটা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *