ipl-2025-fans-troll-hardik-for-failure

IPL 2025: অরুণ জেটলি স্টেডিয়ামে আজ মুখোমুখি দিল্লী ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স। টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছেন দিল্লী অধিনায়ক অক্ষর প্যাটেল। পাওয়ার-প্লে’র মধ্যেই আউট হন রোহিত শর্মা। তবে ১২ বলে ১৮ রানের ঝোড়ো ক্যামিও আসে হিটম্যানের ব্যাট থেকে। এরপর রায়ান রিকলটন করেন ৪১, সূর্যকুমার যাদব করেন ৪০ রান। দলের স্কোর ২০০ পার করাতে বড় ভূমিকা নেন তিলক বর্মা ও নমন ধীর’ও। জুটিতে ৬২ রান স্কোরবোর্ডে যোগ করেন তাঁরা। তিলক করেন ৫৯, অপরাজিত ৩৮ রান করেন নমন ধীর’ও। বাকিরা সাফল্য পেলেও ব্যর্থতার তালিকায় একমাত্র হার্দিক পান্ডিয়া। আজ পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিনি। ঝোড়ো ক্যামিও’র প্রত্যাশা ছিলো তাঁর কাছ থেকে। কিন্তু ৪ বল খেলে মাত্র ২ রান করেই সাজঘরের পথে হাঁটা লাগান মুম্বই অধিনায়ক। তাঁর পারফর্ম্যান্সে হতাশ সমর্থকেরা।

Read More: IPL 2025: আইপিএলে ফিক্সিং-এর গুঞ্জন, আচমকাই হেটমায়ারের ব্যাট পরীক্ষা আম্পয়ার নীতিন মেননের !!

মাঠে নেমেই কুলদীপ যাদবের মুখোমুখি হয়েছিলেন হার্দিক পান্ডিয়া। মিড উইকেটে ফ্লিক করলেও রান পান নি। পরবর্তী ডেলিভারিতে অফ সাইডে ঠেলে সিঙ্গল নেন তিনি। কুলদীপের ওভারেরই পঞ্চম বলটিতে স্ট্রাইক পেয়েছিলেন তিনি। ফের সিঙ্গল নেন তিনি। পরবর্তী ওভারের প্রথম ডেলিভারিতেই অবশ্য উইকেট হারাতে হয় তাঁকে। বিপ্রজ নিগমের বলে লং-অফের উপর দিয়ে ছক্কা হাঁকাতে চেষ্টা করেন হার্দিক। কিন্তু শটে যথেষ্ট নিয়ন্ত্রণ ছিলো। ক্যাচ ধরতে বিশেষ কসরত করতে হয় নি ট্রিস্টান স্টাবসকে। হার্দিকের ব্যর্থতায় সোশ্যাল মিডিয়ায় ফুঁসে উঠেছেন নেটনাগরিকরা। অনেকেরই দাবী সরাতে হবে হার্দিককে। গত বছরও হার্দিকের বিরুদ্ধে স্লোগান তুলেছিলেন মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকেরা। এবারও ফ্র্যাঞ্চাইজির পারফর্ম্যান্সের গ্রাফ যত নীচে নামছে ততই জোরালো হচ্ছে সেই দাবী।

‘গত বছরের ভুলগুলো থেকে কি কোনো শিক্ষাই নেয় নি হার্দিক?’ প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন একজন। ‘দলের ভালো চাইলে আম্বানিদের এখনই উচিৎ ওকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া,’ মন্তব্য আরও একজনের। ‘ওর ব্যর্থতার কারণে অন্তত ১০-১৫ রান কম হয়েছে। হারলে দায় নিতে হবে ওকে,’ সুর চড়িয়েছেন এক নেটিজেন। ‘একের পর এক ম্যাচে ব্যর্থ হয়ে চলেছে, তাও কেউ কিছু বলার নেই,’ বেশ হতাশার সাথেই ট্যুইটারের দেওয়ালে লিখেছেন একজন। কেউ কেউ অবশ্য খানিক সহানুভূতিও দেখিয়েছেন হার্দিকের প্রতি। তবে তাঁদেরও দাবী নেতৃত্ব ছাড়া উচিৎ তারকা অলরাউন্ডারের। ‘অধিনায়কত্ব বাড়তি চাপে ফেলছে ওকে। খোলামনে খেলতে হলে নেতৃত্ব ছেড়ে দেওয়াই উচিৎ,’ লিখেছেন তাঁরা। ‘কে এল রাহুলের থেকে শিক্ষা নিক। অধিনায়কত্ব ছেড়ে দিয়ে সাধারণত ক্রিকেটার হিসেবেই সেরাটা দিক,’ পরামর্শ তাঁদের।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025:  দিল্লীর বিপক্ষে জ্বলে উঠলো তিলকের ব্যাট, নমন ধীরের ঝোড়ো ক্যামিও মুম্বইকে পৌঁছে দিলো ২০৫-এ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *