ipl-2025-fans-slam-sunil-narine-on-x

IPL 2025: আইপিএল (IPL) অভিযানের শুরুটা খুব একটা ভালো হয় নি গত বছরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের (KKR)। প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হেরেছিলো তারা। দ্বিতীয় খেলায় রাজস্থান রয়্যালসকে হারালেও এরপর ফের হারতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে। গত ৩১ মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদবরা ৮ উইকেটের ব্যবধানে রীতিমত পর্যুদস্ত করেছে নাইট বাহিনীকে। মাত্র এক বছরের ব্যবধানে চ্যাম্পিয়নদের এহেন অধঃপতনের কারণ কি? বিশ্লেষণ করতে বসে অনেকেই আঙুল তুলছেন কর্মকর্তাদের দিকে। যেভাবে শ্রেয়স আইয়ার, নীতিশ রাণা, ফিল সল্ট, মিচেল স্টার্কদের মত ম্যাচ উইনারদের সহজেই হাতছাড়া করেছে কলকাতা, তা সঠিক সিদ্ধান্ত ছিলো না বলেই মনে করছেন তাঁরা। এছাড়া চলতি মরসুমের হতশ্রী পারফর্ম্যান্সের অন্যতম কারণ হিসেবে উঠে আসছে ক্যারিবিয়ান তারকা সুনীল নারাইনের (Sunil Narine) অফ ফর্মের বিষয়টিও।

Read More: KKR’এর হাত ধরেই পেয়েছিলেন জনপ্রিয়তা, দলকেই চুনা লাগাচ্ছেন এই তারকা !!

২০২৪-এর আইপিএলে (IPL) ব্যাটে-বলে দুর্দান্ত এক মরসুম সমর্থকদের উপহার দিয়েছিলেন নারাইন (Sunil Narine)। ১৫ ম্যাচে প্রায় ৩৫ গড়ে ৪৮৮ রান করেছিলেন তিনি। তাঁকে দিয়ে ওপেন করিয়ে বাজিমাত করেছিলেন তৎকালীন ‘মেন্টর’ গৌতম গম্ভীর। ফিল সল্টের সাথে তাঁর ওপেনিং জুটি রাতের ঘুম কেড়ে নিয়েছিলো প্রতিপক্ষের। এর সাথে বোলার হিসেবেও অনবদ্য ছিলেন তিনি। নিয়েছিলেন ১৭ উইকেট। এবার সেই পারফর্ম্যান্সের ছিটেফোঁটাও চোখে পড়ছে না তাঁর খেলায়। বেঙ্গালুরু’র বিরুদ্ধে ৪৪ রান করলেও বল হাতে একটির বেশী উইকেট পান নি। মুম্বইয়ের (MI) বিরুদ্ধে ওয়াংখেড়েতে আরও হতশ্রী তাঁর পরিসংখ্যান। শূন্য করে আউট হন। ৩২ রান খরচ করেও বল হাতে পান নি একটিও সাফল্য। আজ ইডেনে মরসুমের চতুর্থ ম্যাচ খেলছে নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিরুদ্ধেও হতাশ করলেন নারাইন। সাজঘরে ফেরেন ৭ রান করেই।

২০১২ থেকে নাইট রাইডার্সে রয়েছেন সুনীল নারাইন (Sunil Narine)। তাদের তিন বার আইপিএল (IPL) জেতাতেই বড় ভূমিকা ছিলো ক্যারিবিয়ান তারকার। কিন্তু পুরনো পারফর্ম্যান্সের ভিত্তিতে ৩৭ ছুঁইছুঁই তারকাকে আর কতদিন টেনে নিয়ে যাওয়া উচিৎ হবে সে সম্পর্কে বেশ সন্দিহান নাইট ভক্তরাই। আজ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে তিনি ব্যর্থ হয়ে ফিরতেই তাঁরা সোশ্যাল মিডিয়ায় উগড়ে দিলেন ক্ষোভ। ‘এবার নতুন করে ভাবা উচিৎ কর্মকর্তাদের। এই নারাইন দিয়ে আর কতদিন চালানো যায়?’ মন্তব্য একজনের। ‘আমরা সল্ট, আইয়ারদের ছেড়ে দিয়ে সুনীল নারাইন, আন্দ্রে রাসেলদের মত ক্রিকেটারদের ধরে রেখেছি, যাঁরা নিঃসন্দেহে কেরিয়ারের সেরা সময়টা পেরিয়ে এসেছেন,’ লিখেছেন আরও একজন। ‘গম্ভীর ছাড়া নারাইন একেবারেই অচল,’ মন্তব্য আরও একজনের। ‘দিনের পর দিন বয়ে বেরিয়ে ক্ষতিই হচ্ছে দলের,’ হতাশা স্পষ্ট আরেকজনের ট্যুইটে।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025: কেরিয়ারের শেষ প্রান্তে বড় দায়িত্ব দিয়েছিলো নাইট রাইডার্স, হাতের লক্ষ্মী পায়ে ঠেললেন এই তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *